Ajker Patrika

জাহাঙ্গীরনগরে ‘আজ কমন্ডলের ফাঁসি’

জাবি প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ১১: ৩৪
জাহাঙ্গীরনগরে ‘আজ কমন্ডলের ফাঁসি’

বৃষ্টিস্নাত মুক্তমঞ্চ। সেই মঞ্চে ফাঁসি কার্যকর হবে কমন্ডলের। এই বিয়োগান্ত ঘটনায় মুষড়ে পড়েছে প্রকৃতি। কেঁদেছে অঝোরে। তবু ফাঁসির দণ্ড থেকে রেহাই পায়নি কমন্ডল।

গতকাল রাত আটটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিমল বন্দ্যোপাধ্যায় রচিত ও আশিকুর রহমান নির্দেশিত নাটক ‘আজ কমন্ডলের ফাঁসি’ নাটকের মঞ্চায়ন হয়। সেই নাটকে এমন দৃশ্যের মুখোমুখি হন দর্শকেরা।

নাটকে দেখা গেছে, কমন্ডল একজন পাটকলশ্রমিক। বাড়িতে অসুস্থ বাবা। এদিকে দুই মাস ধরে কারখানার শ্রমিকদের বেতন বন্ধ। কমন্ডলেরা নামল আন্দোলনে। কারখানা বন্ধের ঘোষণা দিল মালিকপক্ষ; আকাশ ভেঙে পড়ল শ্রমিকদের মাথায়। অভুক্ত শ্বশুর ও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে পাশের বাড়ি থেকে চাল চুরি করে কমন্ডলের স্ত্রী। সজ্জন কমন্ডল বউয়ের এমন কাজ কোনোভাবেই মেনে নিতে পারেনি। বউকে শাসানোর একপর্যায়ে গলা টিপে ধরলে মৃত্যু হয় কমন্ডের বউয়ের। মা হারা হয় সন্তানেরা। হত্যা মামলা হয় বাবার বিরুদ্ধে। তাতেই ফাঁসি।

নাট্যপার্বণের আহ্বায়ক ইংরেজি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘কোনো ব্যক্তির ফাঁসির রায় হলে স্বাভাবিকভাবে ধরে নিই, লোকটা দোষী। কিন্তু সে আসলে দোষী কি না, কিংবা এর পেছনে আর্থসামাজিক অবস্থা কতটা দায়ী, সে বিষয়গুলো আমরা খুব একটা বিবেচনায় নিই না। দণ্ডিত ব্যক্তির পেছনে ঘটে যাওয়া সেই সব অজানা ঘটনা সবার সামনে তুলে ধরতেই এই নাটক মঞ্চায়িত হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি স্কুলে যেতে চাই না’, আত্মহত্যার আগে বলেছিল ৯ বছরের আমাইরা

এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না—অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি সালাহউদ্দিনের

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

ফরিদপুরে বিএনপির সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে যুবক, ভিডিও ভাইরাল

বেতনের টাকায় সব গাড়ি কোম্পানি, এমনকি দেশও কিনতে পারবেন ইলন মাস্ক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ