Ajker Patrika

সবাই টিকা পাওয়ার পর বুস্টার ডোজ ভাবা উচিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১০: ০৮
সবাই টিকা পাওয়ার পর বুস্টার ডোজ ভাবা উচিত

বিশিষ্ট চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, করোনার টিকা দুই ডোজ দেওয়ার পর বুস্টার ডোজ দেওয়ার চিন্তা করা উচিত। তিনি বলেন, ‘দেশে করোনার টিকার ভালোই কার্যক্রম চলছে। আশা করি, আগামী জানুয়ারির মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ টিকার আওতায় চলে আসবে। সবাই টিকার আওতায় আসার পর বুস্টার ডোজের বিষয়ে ভাবা উচিত।’ গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘কোভিড-১৯ বর্তমান পরিস্থিতি’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। করোনায় মলনুপিরাভিরের কার্যকারিতা সম্পর্কে চিকিৎসকদের জানাতে এই সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করে বেক্সিমকো ফার্মা।

ডা. আবদুল্লাহ বলেন, ‘ইউরোপের দেশগুলোতে করোনা বেড়ে যাচ্ছে। বিশেষ করে জার্মানি, যুক্তরাজ্য ও রাশিয়াতে। যুক্তরাষ্ট্রেও আক্রান্তের হার বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সেই হিসেবে আমরা বলতে পারি, আমাদের সংক্রমণের হার অনেক কম। মৃত্যুর সংখ্যাও কম। তবে একটা মানুষও মারা যাক, এটা আমরা চাই না। আমরা ভালো আছি এটা সত্য। এই ভেবে কেউ যেন আত্মতৃপ্তিতে না ভোগেন। কখন বাড়ে, কখন কমে কেউ বলতে পারবে না। রাশিয়া টিকা আবিষ্কার করেছে। ৭০ থেকে ৮০ ভাগ লোক টিকার আওতায় এসেছে। তারপরও সেখানে করোনা নিয়ন্ত্রণ হচ্ছে না।’

সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, করোনায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির বাড়িতে ব্যবহার করা সম্ভব। ওষুধটি করোনা চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি সংক্রমিত রোগীদের হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা কমিয়ে দিতে পারে, তাই অন্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকিও অনেক কমে যায়।

সেমিনারে ইউনিভার্সাল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টারের প্রধান অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্যানেল আলোচনা চলাকালীন চিকিৎসকেরা পরামর্শ দেন যে, মলনুপিরাভির কোভিড-১৯ চিকিৎসায় একটি গেম চেঞ্জার হতে পারে কারণ এটি মৃদু থেকে মাঝারি কোভিড-১৯ রোগীদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুহার ৫০ শতাংশ হ্রাস করে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির, বেক্সিমকোর মার্কেটিং ডিরেক্টর রিজভী উল কবির প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত