Ajker Patrika

জামানত হারালেন নৌকার প্রার্থী

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৪: ২৮
জামানত হারালেন নৌকার প্রার্থী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে কম ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন নৌকার প্রার্থী অরুন কুমার রায়।

পীরগঞ্জ সদর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. মোখলেসুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অরুন কুমার রায়কে হারিয়েছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মো. মোখলেসুর রহমান চৌধুরী পেয়েছেন ৪ হাজার ৭৩৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী বর্তমান ইউপি চেয়ারম্যান মো. মাহাবুব আলম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৭৭ ভোট। আরেক বিদ্রোহী মো. ফজলুল হক চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৫৭ ভোট,আর নৌকার অরুন রায় পান ৬৪৩ ভোট, হাতুড়ী প্রতীক নিয়ে মর্তুজা আলম পেয়েছেন ২৯ ভোট। ভোট পড়ে ১৩ হাজার ১৪২ টি। মোট সংগৃহীত ভোটের এক অষ্টমাংশ না পাওয়ায় এই ইউপিতে নৌকার প্রার্থী অরুন কুমার রায় জামানত হারিয়েছেন। একইভাবে জামানত হারিয়েছেন হাতুড়ী প্রতীক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত