Ajker Patrika

৩ ইটভাটা বন্ধ, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৮: ৫৯
৩ ইটভাটা বন্ধ, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁও সদরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় কার্যালয়। দুপুর ১২টা থেকে বেলা ৩টি পর্যন্ত কয়েকটি গ্রামে এই অভিযান চালানো হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ইটভাটা বন্ধ করে দেওয়ার পাশাপাশি ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম এই আদালত পরিচালনা করেন।

অভিযানে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলীসহ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বিভিন্ন উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার তথ্য পাওয়া গেছে। পর্যায়ক্রমে এসব ভাটায় অভিযান চালানো হচ্ছে। গতকাল সদর উপজেলার কান্দারপাড়া ও দক্ষিণ বঠিনা এলাকায় তিনটি ভাটায় জরিমানা আদায় করার পাশাপাশি ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।

ভাটাগুলোর মধ্যে কান্দরপাড়ার এসআইটি ব্রিকসের মালিক জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলকে ২ লাখ এবং দক্ষিণ বঠিনার সুপ্রিয় ব্রিকসের মালিক জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক বাবলুর রহমানকে ১ লাখ ৫০ হাজার ও এসকে ব্রিকসের মালিক রাম বাবুকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভাটাগুলো অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থদণ্ডসহ ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত