Ajker Patrika

বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১১: ০২
বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর শহীদ সোহেল চত্বরের জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড একে এম জাহাঙ্গির হোসাইন, সহসভাপতি অ্যাড আফজালুল করিম, জেলা যুবলীগ সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহিন, মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন জুয়েল প্রমুখ। পরে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...