Ajker Patrika

হাসপাতাল চত্বরে স্বজনদের আহাজারি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৬: ০৬
হাসপাতাল চত্বরে স্বজনদের আহাজারি

ভোরের আলো ভোটার আগেই বরগুনা জেনারেল হাসপাতালে চত্বরে ভিড় করেছেন স্বজনেরা। লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ স্বজনদের খুঁজতে তাঁরা। হাসপাতালের প্রধান ফটকে নিখোঁজদের টাঙানো ছবি দেখে অনেকে শনাক্ত করছেন। এ সময় স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে হাসপাতাল চত্বরের পরিবেশ।

গতকাল শনিবার সকালে বেতাগী উপজেলার ফারুক হোসেন (৬০) এসেছে তাঁর বোন ও ভাগনিকে খুঁজতে। সেখানে স্বেচ্ছাসেবকদের সহায়তায় ফারুকের হাতে থাকা ছবি ও হাসপাতাল কর্তৃপক্ষের টানানো ছবির সঙ্গে মিল পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ফারুক হোসেন জানান, আমরা বোন এবং বোনের ছেলে-মেয়ে দুর্ঘটনা কবলিত লঞ্চে ছিল। ভাগনে লঞ্চ থেকে লাফ দিয়ে নদীতে পড়লেও আমার বোন ও ভাগনি এখনো নিখোঁজ রয়েছেন। এই হাসপাতালে রাখা লাশের মধ্যে আমার বোন ও ভাগনিকে টানানো পুড়ে যাওয়া ছবি ও আমার কাছে থাকা ছবির সঙ্গে মিল রয়েছে। লাশ দেখলে আমরা বুজতে পারবো ছবি হয়ে যাওয়া চেহারা গুলো আমার প্রিয়জনের কিনা।

জানা যায়, বৃহস্পতিবার রাত তিনটার দিকে ঝালকাঠি সদরের দিয়াকুল গ্রামের কাছে সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চটিতে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হওয়া ৩৯ লাশের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন বরগুনার কেওড়াবুনিয়া ইউনিয়নের বশির উদ্দিনের মেয়ে তাইফা আফরিন (১০) বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মো. রিয়াজ (৩৫) পাথরঘাটার আ. রাজ্জাক, জাহানারা বেগম, বামনার উপজেলা স্বপ্নীল (১৪)। রাতেই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবার পালিয়েছেন বিএসবির বাশার

পাবনায় বজ্রপাতে ফেটে চিরে গেল মেহগনিগাছ

ঈদুল আজহার ছুটি ১০ দিন

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত