Ajker Patrika

শেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৮: ০২
শেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

বগুড়ার শেরপুরে স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত শনিবার ঢাকা-বগুড়া মহাসড়কের খন্দকার টোলা মাজার গেটের সামনে থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়। অভিযুক্ত শাহীন (২৪) গাড়িদহ ইউনিয়নের বাসিন্দা। 

অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন অভিযুক্ত শাহীন। পরিবারকে বিষয়টি জানালে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। অপহরণের হুমকি দেন। এরই পরিপ্রেক্ষিতে গত শনিবার ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণ করেন শাহীন। 

স্কুলছাত্রীর বাবা জানান, তাঁর মেয়েকে পরিচিত এক রিকশাচালক প্রতিদিন বাসা থেকে স্কুলে আনা নেওয়া করতেন। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন স্কুল ছুটি হওয়ার পর ওই রিকশাচালক তাকে আনতে গেলে খুঁজে পাননি। পরে জানতে পারের শাহীন তাঁর মেয়েকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধারে তৎপরতা চলছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত