Ajker Patrika

ঢাবিতে ভর্তির দুশ্চিন্তা মিটল সেতুর

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১: ১৫
ঢাবিতে ভর্তির দুশ্চিন্তা মিটল সেতুর

মানিকগঞ্জের হরিরামপুরের দাশকান্দি বয়ড়া গ্রামের মেধাবী শিক্ষার্থী সেতু আক্তারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আর্থিক সহায়তা করলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে এ সহায়তা করা হয়।

সেতু উপজেলার দাশকান্দি বয়ড়া গ্রামের আয়ুব আলী বিশ্বাসের ছোট মেয়ে। সেতুর বাবা দিনমজুরের কাজ করেন বলে জানা গেছে।

জানা যায়, পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২০১৮ সালে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পান সেতু। পরে ২০২০ সালে সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ থেকে জিপিএ-৫ পান তিনি। পরে ঢাবিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন।

সেতুর মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে সেতু সবার ছোট। ও ভালো ছাত্রী। সেতুর বাবা দিনমজুরের কাজ করেন। মেয়ে ভার্সিটিতে চান্স পাইছে, আমরা মেলা খুশি। ভর্তির খরচ দিতে পারছিলাম না। পরে ডিসি অফিস থেকে ওকে সহায়তা দিছে।’

সেতু আক্তার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বড় ভাইকে আর্থিক সংকটের বিষয়টি জানাই। তিনি ডিসি অফিসে যোগাযোগ করেন। পরে ডিসি স্যার আমাকে ভর্তির যাবতীয় খরচ ও যাতায়াতের খরচ দিয়েছেন।’

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জানান, ‘তাঁকে ভবিষ্যতে টিউশনিসহ অন্যান্য সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত