Ajker Patrika

নকশা না মেনে ভবন নির্মাণ বিক্ষোভ এলাকাবাসীর

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২২, ১৪: ০৪
নকশা না মেনে ভবন নির্মাণ বিক্ষোভ এলাকাবাসীর

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা নগরীর মেহেরচণ্ডী বউবাজার এলাকায় নির্মাণাধীন ভবনটির সামনেই এ বিক্ষোভ হয়।

এ ভবন নির্মাণ করছেন বাদল মোল্লা নামের এক ব্যক্তি। এলাকাবাসীর অভিযোগ, ভবনের সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে রাস্তার ওপর। আর ছাদের কার্নিশ রাস্তার মধ্যে চলে আসছে। এতে ৩০টি পরিবারের চলাচলে বিঘ্ন হচ্ছে। এ নিয়ে ১৭ এপ্রিল নারগিস বেগম নামের এক নারী আরডিএ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন।

এরপর ২০ এপ্রিল আরডিএর অথরাইজড অফিসার মুহাম্মদ আবুল কালাম আজাদ বাদল মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দেন। গত ১২ মে বাদল মোল্লাকে শুনানির জন্য হাজির হতে বলা হয়। তবে তিনি কিংবা তাঁর কোনো প্রতিনিধি যাননি। তাঁরা নির্মাণকাজ বন্ধও করেননি। ১২ মে শুনানির জন্য আরডিএ গিয়ে ঘুরে আসেন এলাকার বাসিন্দারা।

এরপর গতকাল বিক্ষুব্ধ এলাকাবাসী ভবনটির সামনে মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, পুরোনো ভবনের ছাদ ফুটো করে পাঁচতলা ভবনের বিম করা হচ্ছে। চরম ঝুঁকিপূর্ণভাবে এ ভবন নির্মাণ করা হচ্ছে। যেকোনো সময় এটি ভেঙে পড়ে এলাকার মানুষের প্রাণহানি ঘটতে পারে। তা ছাড়া ভবনের ছাদের কার্নিশ রাস্তায় চলে আসায় ৩০টি পরিবারের চলাচলে সমস্যা হচ্ছে। তারা ভবনটি ভেঙে ফেলার দাবি জানায়।

এ বিষয়ে জানতে চাইলে বাদল মোল্লার ছেলে লুৎফর রহমান সম্রাট দাবি করেন, ভবন নির্মাণে নকশা লঙ্ঘন করা হচ্ছে না। আরডিএ কর্মকর্তাদের সঙ্গে তাঁদের কথাও হয়েছে। এলাকার কিছু মানুষ হিংসা করে এমন কর্মসূচি পালন করেছেন। আরডিএর শুনানিতে না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চাকরি করি। ছুটি পাইনি। তাই যেতে পারিনি।’

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা সোহাগ আলী, আব্দুল কাশেম, মো. রিপন, মো. মিলন, মো. আলাউদ্দিন, মো. নাসির, মোখলেসুর রহমান, ইউনুস আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত