Ajker Patrika

পাঠদান বন্ধ হলেও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে দাপ্তরিক কাজ

মো. শামীম হোসেন, পাংশা (রাজবাড়ী)
আপডেট : ০৮ জুন ২০২২, ১৩: ৪১
পাঠদান বন্ধ হলেও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে দাপ্তরিক কাজ

রাজবাড়ীর কালুখালীতে ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসের কার্যক্রম। তবে ওই ভবনে পাঠদান বন্ধ রাখা হয়েছে। এতে বিদ্যালয়টিতে শ্রেণিকক্ষের সংকট দেখা দিয়েছে। এ ছাড়াও বিদ্যালয়ের পাঁচটি পদের মধ্যে প্রধান শিক্ষকসহ দুটি পদ শূন্য রয়েছে। ফলে ক্লাস নিতে হিমশিম খাচ্ছেন শিক্ষকেরা।

এমন অবস্থা রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৪৬ নম্বর রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়। বিদ্যালয়টিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়। ১৯৯৪ সালে প্রতিষ্ঠানে তিন কক্ষবিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করা হয়।

শ্রেণিকক্ষ সংকটে ২০০৮ সালে তিন কক্ষবিশিষ্ট আরও একটি পাকা ভবন নির্মাণ করা হয়। বর্তমানে ১৯৯৪ সালে নির্মিত ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে। ঝুঁকিপূর্ণ ভবনে বর্তমানে পাঠদান বন্ধ রয়েছে। তবে ঝুঁকিপূর্ণ ভবনেই রয়েছে বিদ্যালয়ের অফিস কক্ষ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সামসুল কবির বলেন, করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তাঁরা কিছুটা স্বস্তিতে ছিলেন। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট থাকায় শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন জটিলতায় পড়তে হচ্ছে। তবে দীর্ঘ প্রচেষ্টার পর একটি দুই তলা ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। ভবনটির নির্মাণকাজ শেষ হলে শ্রেণিকক্ষ সংকটের জটিলতা থাকবে না। তবে প্রধান শিক্ষকসহ দুটি পদ শূন্য থাকায় কিছুটা সমস্যা হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থী অনুযায়ী শূন্য দুটি পদের সঙ্গে আরও একটি পদ প্রত্যাশা করেন তিনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, বিদ্যালয়ের একটি ভবনের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ থাকায় শ্রেণিকক্ষের সংকট হয়েছে। এই সংকট নিরসনে বিদ্যালয়টিতে একটি দুই তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। এ ছাড়া শিগগিরই শূন্য পদ পূরণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত