Ajker Patrika

বিএনপি ও নাগরিক ঐক্যের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বিএনপি ও নাগরিক ঐক্যের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, সোনারগাঁ ও আড়াইহাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি এবং নাগরিক ঐক্যের ২৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চলছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) আমীর খসরু বলেন, এঁদের সবাইকে বিস্ফোরক আইনের দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাসিক ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি দিদার আলম, নাগরিক ঐক্যের থানার সমন্বয়ক আলী হোসেন, নাগরিক ঐক্যের কর্মী মো. মেহেদী হাসান রতন, বিএনপি কর্মী সুজন, রুবেল, রবিউল, ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, থানা বিএনপির সদস্যসচিবের ছোট ভাই স্বপন, বিএনপি কর্মী মীর মাসুদ, আলী, নাজমুল হুদা; রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার তৌকির আহমেদ, জাহিদ, শাহাদাত, কায়েতপাড়ার আজগর আলী, তারাবো বিশ্বরোড খালপাড় এলাকার জুয়েল মাহমুদ, যাত্রামুড়া এলাকার ইমরান খান, মর্তুজাবাদ এলাকার মোমেন মিয়া; আড়াইহাজারের নতুন বান্টি এলাকার ইকবাল, পুরিন্দা এলাকার ইছহাক; সদর থানার আলী, আযম, জুয়েল, হিমু ও সামসুল; সোনারগাঁ বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হোসেন, জামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সহসভাপতি বাদল, জামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ফারুক ও মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব  আরিফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত