Ajker Patrika

মধ্যরাত থেকে কুয়াশাচ্ছন্ন রাজধানী

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১১: ২২
ফাইল ছবি
ফাইল ছবি

গত কয়েক দিনে দেশের উত্তরাঞ্চলে যখন মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলমান, তখন ঢাকার প্রকৃতি ছিল ঝলমলে রোদের। কুয়াশাবিহীন পরিবেশ, তাপমাত্রাও ছিল সহনশীল। আজ রাজধানী ঢাকা পড়েছে কুয়াশার চাদরে। রাতের শেষভাগ থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন পরিবেশে খানিকটা শীতও অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে— আজ সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

আরও বলা হয়েছে— আজ ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সারা দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ দিকে সারা দেশে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

সেই সঙ্গে দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী পাঁচ দিনের প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত