Ajker Patrika

তাপপ্রবাহের পর স্বস্তির ক্ষণিক বৃষ্টি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২: ৫৮
তাপপ্রবাহের পর স্বস্তির ক্ষণিক বৃষ্টি 

আবহাওয়া অধিদপ্তর থেকে গতকাল শুক্রবার জানানো হয়েছিল, দেশে চলমান তাপপ্রবাহ আরও দু-এক দিন স্থায়ী হবে। এর মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম। তবে আজ শনিবার ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে হঠাৎ করে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়। মিনিট দশেকের এই বৃষ্টি জনমনে স্বস্তি দিয়েছে। সূর্যের তেজ অনেকটাই কমেছে। 

তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, এই বৃষ্টি সাময়িক। মৌসুমি বায়ুর প্রভাবে হঠাৎ এমন বৃষ্টির দেখা মিলেছে। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফেনী—এসব জেলায় সামান্য বৃষ্টি হয়েছে। কিছুক্ষণের মধ্যে ফরিদপুরে হবে।’ 

এ কে এম নাজমুল হক আরও বলেন, ‘তবে এটি সাময়িক। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এমন বৃষ্টি। আজ ঢাকায় আরও বৃষ্টির সম্ভাবনা খুব কম, বরং আবার গরম থাকবে।’ এই আবহাওয়াবিদ বলেন, ‘সামনে বঙ্গোপসাগরে ২৩ বা ২৪ সেপ্টেম্বর একটা লঘুচাপ তৈরি হতে পারে। তখন বৃষ্টি হবে।’ 

এদিকে হুট করে এমন বৃষ্টিতে রাজধানীর শ্রমজীবী মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রামপুরায় রিকশাচালক মো. কামাল বলেন, ‘সকাল থেকেই গরম ছিল। তবে মনে হচ্ছিল বৃষ্টি হবে। যে গরম ছিল দুই দিন, এই বৃষ্টিতে একটু শান্তি পাওয়া যাবে রিকশা চালিয়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত