তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েক দিন ধরে বেড়েই চলছে শীতের দাপট। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে এ উপজেলায় তাপমাত্রা ওঠানামা করছে। শীতের দাপটে অসহায় হয়ে পড়েছে উপজেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
আজ সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুম ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
সকাল থেকেই উপজেলার ওপর দিয়ে হিমেল হাওয়া বইতে শুরু করে। সঙ্গে ঘন কুয়াশা আচ্ছাদিত থাকায় শীতের প্রকোপ কমেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটিয়ে খানিকটা সূর্যের মিষ্টি হাসি দেখা মেললেও সূর্যের তেমন উত্তাপ ছিল না। এ ছাড়া হিমেল হাওয়ার কারণে বেলা বাড়লেও দিনভর শীতের প্রকোপ ছিল।
কনকনে শীতে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন উপজেলার গরিব অসহায় শীতার্ত মানুষেরা। তাঁরা কনকনে শীতে তেমন কাজ করতে পারছেন না। অনেকেই কাজ না পেয়ে বাড়িতে ফিরে গেছেন। তবে তাঁদের অভিযোগ প্রতিবছর শীতবস্ত্র বিতরণ করা হলেও তাঁদের ভাগ্যে জোটে না। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে।
উপজেলার সিপাহীপাড়া এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে কনকনে শীত অনুভূত হওয়ার কারণে তেমন কাজকর্ম করতে পারছি না। এই শীতে আমরা খুব কষ্টে আছি।’
উপজেলার চৌরাস্তা বাজারের ভ্যানচালক আব্দুল জব্বার বলেন, ‘সন্ধ্যা হলে কনকনে শীত ও হিমেল হাওয়া বইতে শুরু করে। মানুষজন তেমন বাইরে বের হয় না, যার কারণে আমরা বেকার সময় পার করছি ৷ কিন্তু শীত করলেও ভ্যান চালাতে হয়। কেউ তো খোঁজ খবর নেয় না।’
উপজেলা প্রশাসন বলছে, উপজেলার ৭ ইউনিয়নে মোট ২ হাজার ৫০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি শীতবস্ত্র চেয়ে ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
তেঁতুলিয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, কয়েক দিন ধরে এ জেলায় তাপমাত্রা ওঠানামা করছে। আজ সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ও চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, এ উপজেলা থেকে হিমালয় অনেক কাছাকাছি হওয়ায় প্রতিবছর শীতের দাপট বেশি থাকে। তবে বিগত বছরের ন্যায় এ বছরও শীত মোকাবিলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েক দিন ধরে বেড়েই চলছে শীতের দাপট। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে এ উপজেলায় তাপমাত্রা ওঠানামা করছে। শীতের দাপটে অসহায় হয়ে পড়েছে উপজেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
আজ সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি শীত মৌসুম ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
সকাল থেকেই উপজেলার ওপর দিয়ে হিমেল হাওয়া বইতে শুরু করে। সঙ্গে ঘন কুয়াশা আচ্ছাদিত থাকায় শীতের প্রকোপ কমেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটিয়ে খানিকটা সূর্যের মিষ্টি হাসি দেখা মেললেও সূর্যের তেমন উত্তাপ ছিল না। এ ছাড়া হিমেল হাওয়ার কারণে বেলা বাড়লেও দিনভর শীতের প্রকোপ ছিল।
কনকনে শীতে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন উপজেলার গরিব অসহায় শীতার্ত মানুষেরা। তাঁরা কনকনে শীতে তেমন কাজ করতে পারছেন না। অনেকেই কাজ না পেয়ে বাড়িতে ফিরে গেছেন। তবে তাঁদের অভিযোগ প্রতিবছর শীতবস্ত্র বিতরণ করা হলেও তাঁদের ভাগ্যে জোটে না। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন দিন শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে।
উপজেলার সিপাহীপাড়া এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে কনকনে শীত অনুভূত হওয়ার কারণে তেমন কাজকর্ম করতে পারছি না। এই শীতে আমরা খুব কষ্টে আছি।’
উপজেলার চৌরাস্তা বাজারের ভ্যানচালক আব্দুল জব্বার বলেন, ‘সন্ধ্যা হলে কনকনে শীত ও হিমেল হাওয়া বইতে শুরু করে। মানুষজন তেমন বাইরে বের হয় না, যার কারণে আমরা বেকার সময় পার করছি ৷ কিন্তু শীত করলেও ভ্যান চালাতে হয়। কেউ তো খোঁজ খবর নেয় না।’
উপজেলা প্রশাসন বলছে, উপজেলার ৭ ইউনিয়নে মোট ২ হাজার ৫০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি শীতবস্ত্র চেয়ে ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
তেঁতুলিয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, কয়েক দিন ধরে এ জেলায় তাপমাত্রা ওঠানামা করছে। আজ সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ও চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, এ উপজেলা থেকে হিমালয় অনেক কাছাকাছি হওয়ায় প্রতিবছর শীতের দাপট বেশি থাকে। তবে বিগত বছরের ন্যায় এ বছরও শীত মোকাবিলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
গত দুইশ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ ৬০ শতাংশেরও বেশি কমে গেছে। একই সময়ে বইপত্র থেকে নদী, শ্যাওলা, ফুলের মতো প্রকৃতিসংক্রান্ত শব্দও প্রায় একই হারে হারিয়ে গেছে। যুক্তরাজ্যের ডার্বি বিশ্ববিদ্যালয়ের নেচার কানেকটেডনেসের অধ্যাপক মাইলস রিচার্ডসনের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
১০ ঘণ্টা আগেগতকালের চেয়ে ঢাকার বায়ুমানে আজ ব্যাপক উন্নতি হয়েছে। আজ শনিবার বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৯টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৫০, যা বিশুদ্ধ বাতাসের নির্দেশক। সাধারণত বর্ষাকালে ঢাকার বায়ুমান তুলনামূলক ভালো থাকে। আজ সকালেও ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা এই বিশুদ্ধ বায়ুর...
২০ ঘণ্টা আগেঢাকায় আজ সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে এরপরও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
২১ ঘণ্টা আগেদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় একটি মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা ও স্থানীয় বাসিন্দাদের বিকল্প আয়ের ব্যবস্থা করার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। আজ শুক্রবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে
২ দিন আগে