ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস
‘উইকেড’, ‘এমিলিয়া পেরেজ’ ও ‘দ্য সাবস্ট্যান্স’—৩০তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে ছিল এ তিন সিনেমার জয়জয়কার। প্রতিটি সিনেমা তিনটি করে বিভাগে পেল পুরস্কার। তবে সেরা সিনেমার পুরস্কারটি নিয়ে গেল ‘আনোরা’। এবার সাতটি বিভাগে মনোনয়ন পেয়েছিল সিনেমাটি, তবে একটি পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হলো আনোরা টিমকে।