ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। মুক্তির পরই আলোচনার কেন্দ্রে সিনেমাটি। তবে বরবাদের এই সাফল্যের পালে লেগেছে পাইরেসির ধাক্কা। মুক্তির প্রথম দিনেই সিনেমার বিভিন্ন ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন প্রযোজক শাহরিন আক্তার সুমী।
বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশনের ফেসবুক পেজে এ বিষয়ে লেখা হয়েছে, ‘ইতোমধ্যে অনেকগুলো পাইরেসি ক্লিপস আমাদের নজরে এসেছে। যা আমাদের পাইরেসি সিকিউরিটি টিম রিমুভ করতে সচেষ্ট হয়েছে। আমরা অতি দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। পাইরেসির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর।’
এ বিষয়ে ব্যবস্থা নিতে আজ মঙ্গলবার গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রযোজক সুমী। সাধারণ ডায়েরিতে তিনি জুড়ে দিয়েছেন ইউটিউব, ফেসবুক, টিকটকসহ বিভিন্ন ওয়েব সাইটের লিংক, যেগুলো থেকে বরবাদের ক্লিপস ছড়ানো হয়েছে। সাইবার ক্রাইমেও মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
প্রযোজক বলেন, ‘সিনেমাটি মুক্তির আগেই পাইরেসি রোধ করার জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিলাম আমরা। সোশ্যাল মিডিয়ায় যে সব ক্লিপস আপলোড হয়েছে, সেগুলো অটোমেটিক্যালি নেমে যাচ্ছে। যারা ফোন বা ক্যামেরা দিয়ে সিনেমা হল থেকে কপি করছেন, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি ছিল। আজ সকালবেলা যখন দেখলাম, পুরো সিনেমার একটা কপি টেলিগ্রামে ঘুরছে, এটা আমাদের জন্য ভয়াবহ সংবাদ। এভাবে যদি পাইরেসি হয়ে যায়, তাহলে তো সিনেমা বানিয়ে লাভ নেই। সিনেমা হল মালিকেরা কীভাবে ব্যবসা করবে!’
প্রযোজক অভিযোগ করেন, ‘একটা নির্দিষ্ট গ্রুপ আমাদের পেছনে লেগে আছে। এখানে শুধু আমার বিজনেস নয়, সমস্ত হল মালিকের বিজনেসের ব্যাপার। যারা এভাবে পাইরেসি করছেন, তারা খুবই খারাপ কাজ করছেন। এখন আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা অলরেডি একটা জিডি করেছি। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে মামলা করার প্রস্তুতি চলছে। যারা পাইরেসি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘যারা পাইরেসি করছেন, সিনেমার ক্লিপস অনলাইনে আপলোড করছেন—সেটা দর্শক হোক বা কুচক্রী মহল, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে, আমাদের সঙ্গে এমনই কথা হয়েছে।’
ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। মুক্তির পরই আলোচনার কেন্দ্রে সিনেমাটি। তবে বরবাদের এই সাফল্যের পালে লেগেছে পাইরেসির ধাক্কা। মুক্তির প্রথম দিনেই সিনেমার বিভিন্ন ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন প্রযোজক শাহরিন আক্তার সুমী।
বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশনের ফেসবুক পেজে এ বিষয়ে লেখা হয়েছে, ‘ইতোমধ্যে অনেকগুলো পাইরেসি ক্লিপস আমাদের নজরে এসেছে। যা আমাদের পাইরেসি সিকিউরিটি টিম রিমুভ করতে সচেষ্ট হয়েছে। আমরা অতি দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। পাইরেসির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর।’
এ বিষয়ে ব্যবস্থা নিতে আজ মঙ্গলবার গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রযোজক সুমী। সাধারণ ডায়েরিতে তিনি জুড়ে দিয়েছেন ইউটিউব, ফেসবুক, টিকটকসহ বিভিন্ন ওয়েব সাইটের লিংক, যেগুলো থেকে বরবাদের ক্লিপস ছড়ানো হয়েছে। সাইবার ক্রাইমেও মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
প্রযোজক বলেন, ‘সিনেমাটি মুক্তির আগেই পাইরেসি রোধ করার জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিলাম আমরা। সোশ্যাল মিডিয়ায় যে সব ক্লিপস আপলোড হয়েছে, সেগুলো অটোমেটিক্যালি নেমে যাচ্ছে। যারা ফোন বা ক্যামেরা দিয়ে সিনেমা হল থেকে কপি করছেন, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া খুবই জরুরি ছিল। আজ সকালবেলা যখন দেখলাম, পুরো সিনেমার একটা কপি টেলিগ্রামে ঘুরছে, এটা আমাদের জন্য ভয়াবহ সংবাদ। এভাবে যদি পাইরেসি হয়ে যায়, তাহলে তো সিনেমা বানিয়ে লাভ নেই। সিনেমা হল মালিকেরা কীভাবে ব্যবসা করবে!’
প্রযোজক অভিযোগ করেন, ‘একটা নির্দিষ্ট গ্রুপ আমাদের পেছনে লেগে আছে। এখানে শুধু আমার বিজনেস নয়, সমস্ত হল মালিকের বিজনেসের ব্যাপার। যারা এভাবে পাইরেসি করছেন, তারা খুবই খারাপ কাজ করছেন। এখন আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা অলরেডি একটা জিডি করেছি। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে মামলা করার প্রস্তুতি চলছে। যারা পাইরেসি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘যারা পাইরেসি করছেন, সিনেমার ক্লিপস অনলাইনে আপলোড করছেন—সেটা দর্শক হোক বা কুচক্রী মহল, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে, আমাদের সঙ্গে এমনই কথা হয়েছে।’
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৫ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৬ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৭ ঘণ্টা আগে