বিনোদন ডেস্ক
ঈদ উপলক্ষে আজ ৩০ মার্চ মুক্তি পেয়েছে সালমান খানের ‘সিকান্দার’। মেগা বাজেটের এ সিনেমা নিয়ে তুমুল উত্তেজনা বলিউড ভাইজানের ভক্তদের মধ্যে। অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও নজির গড়েছিল সিনেমাটি। স্বাভাবিকভাবেই মেগা ওপেনিংয়ের অপেক্ষায় বলিউড। কিন্তু মুক্তির আগেই বড়সড় ধাক্কা খেল সিকান্দার টিম।
একাধিক অনলাইন প্ল্যাটফর্মে লিক হয়ে গেছে সিনেমাটি। অনলাইনে লিক হওয়ায় ব্যবসায় ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, শনিবার গভীর রাতে সিনেমাটি অনলাইনে ছড়িয়ে পড়ে। একটি-দুটি নয়, ৬০০টি ওয়েবসাইটে সিনেমাটি ফাঁস হয়েছে। টেলিগ্রামের একাধিক গ্রুপে ঘুরে বেড়াচ্ছে সিকান্দারের ডাউনলোড লিঙ্ক।
বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। ইতিমধ্যে ৬০০ ওয়েবসাইট থেকে সিনেমাটি সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। সিনেমাটি কীভাবে ফাঁস হয়েছে বা কারা এ কাজ করেছে, তা এখনো জানা যায়নি। তবে নির্মাতারা পুলিশের কাছে আবেদন করেছেন, যাতে বিষয়টি নিয়ে তদন্ত করা হয়।
সিকান্দার পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস, তাঁর পরিচালনায় এটা প্রথম কাজ সালমানের। আরেক প্রথম, এতে রাশমিকা মান্দানা প্রথমবারের মতো হয়েছেন সালমানের নায়িকা। সিকান্দার নিয়ে শুরু থেকেই আশাবাদী বলিউড ভাইজান। মুক্তির আগেই তাঁর কণ্ঠে শোনা গিয়েছিল আত্মবিশ্বাসের সুর। জোর দিয়ে বলেছিলেন, ২০০ কোটির বেশি ব্যবসা করবে সিকান্দার। অনলাইনে ফাঁস হওয়ার পর কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার বিষয়।
ঈদ উপলক্ষে আজ ৩০ মার্চ মুক্তি পেয়েছে সালমান খানের ‘সিকান্দার’। মেগা বাজেটের এ সিনেমা নিয়ে তুমুল উত্তেজনা বলিউড ভাইজানের ভক্তদের মধ্যে। অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও নজির গড়েছিল সিনেমাটি। স্বাভাবিকভাবেই মেগা ওপেনিংয়ের অপেক্ষায় বলিউড। কিন্তু মুক্তির আগেই বড়সড় ধাক্কা খেল সিকান্দার টিম।
একাধিক অনলাইন প্ল্যাটফর্মে লিক হয়ে গেছে সিনেমাটি। অনলাইনে লিক হওয়ায় ব্যবসায় ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, শনিবার গভীর রাতে সিনেমাটি অনলাইনে ছড়িয়ে পড়ে। একটি-দুটি নয়, ৬০০টি ওয়েবসাইটে সিনেমাটি ফাঁস হয়েছে। টেলিগ্রামের একাধিক গ্রুপে ঘুরে বেড়াচ্ছে সিকান্দারের ডাউনলোড লিঙ্ক।
বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। ইতিমধ্যে ৬০০ ওয়েবসাইট থেকে সিনেমাটি সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। সিনেমাটি কীভাবে ফাঁস হয়েছে বা কারা এ কাজ করেছে, তা এখনো জানা যায়নি। তবে নির্মাতারা পুলিশের কাছে আবেদন করেছেন, যাতে বিষয়টি নিয়ে তদন্ত করা হয়।
সিকান্দার পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস, তাঁর পরিচালনায় এটা প্রথম কাজ সালমানের। আরেক প্রথম, এতে রাশমিকা মান্দানা প্রথমবারের মতো হয়েছেন সালমানের নায়িকা। সিকান্দার নিয়ে শুরু থেকেই আশাবাদী বলিউড ভাইজান। মুক্তির আগেই তাঁর কণ্ঠে শোনা গিয়েছিল আত্মবিশ্বাসের সুর। জোর দিয়ে বলেছিলেন, ২০০ কোটির বেশি ব্যবসা করবে সিকান্দার। অনলাইনে ফাঁস হওয়ার পর কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার বিষয়।
এই সাফল্যের আনন্দ কিছুটা হলেও মলিন করে দিয়েছে নকলের অভিযোগ। অনেকে অভিযোগ করছে, ২০০৪ সালের কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর গল্প চুরি করে তৈরি হয়েছে সাইয়ারা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে কাটাছেঁড়া।
৮ ঘণ্টা আগেইদানীং হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন যদিও, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। সুড়ঙ্গ ২ সিনেমার শুটিং শুরুর আগে তাই নিশোকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। করাতে হবে হাঁটুর অস্ত্রোপচার।
৮ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে টিভিতে প্রচার হয়েছিল ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘বকুল ফুল’। এতে একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশের পর আবার আলোচনায় তিনি। প্রশংসিত হচ্ছে মাহির অভিনয় ও লুক। বকুল ফুল নাটকসহ অন্যান্য বিষয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন শিহাব...
২১ ঘণ্টা আগেসেই আশির দশকের শুরুতে পরিচালনা শুরু জেমস ক্যামেরনের। বানিয়েছেন ‘টার্মিনেটর’, ‘এলিয়েনস’, ‘টাইটানিক’সহ অনেক আলোচিত সিনেমা। তবে দেড় যুগ ধরে এই জনপ্রিয় নির্মাতা আটকে আছেন একই বিষয়ে। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’, তার পর থেকে অন্য কোনো বিষয় নিয়ে ভাবেননি।
২১ ঘণ্টা আগে