Ajker Patrika

শারীরিক অসুস্থতা, এখনই শুটিংয়ে ফিরছেন না অপূর্ব

খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
শারীরিক অসুস্থতা, এখনই শুটিংয়ে ফিরছেন না অপূর্ব

ঈদের নাটক নিয়ে তুমুল ব্যস্ততা গেছে। প্রচণ্ড ধকলও গেছে জিয়াউল ফারুক অপূর্বর। লকডাউনের পর অনেকে কাজ শুরু করলেও তাই এখনো শুটিংয়ে ফেরেননি অপূর্ব। খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন।

গতকাল দুপুরে যখন অপূর্বর সঙ্গে কথা হচ্ছিল ফোনে, তখনো তিনি বিছানা ছেড়ে ওঠেননি। কণ্ঠে ক্লান্তি। অপূর্ব বলেন, ‘শুটিং এখনো শুরু করিনি। অনেক কাজ করেছি তো ঈদের আগে। ঘুম হয়নি ঠিকমতো। খাওয়াদাওয়ায় খুব অনিয়ম হয়েছে। গভীর রাত পর্যন্ত কাজ করেছি। সকালে উঠে আবার দৌড়াতে হয়েছে। এসব কারণে শরীর খারাপ করেছে। ব্যাকপেইন, শোল্ডার পেইন—সব মিলিয়ে অবস্থা কাহিল।’

ব্যাকপেইন, শোল্ডার পেইন—সব মিলিয়ে অপূর্বর অবস্থা বেশ কাহিলশুটিংয়ে না ফিরলেও প্রতিদিন ভিডিও কলে নির্মাতাদের সঙ্গে শুটিং নিয়ে আলাপ হচ্ছে। অনেক স্ক্রিপ্ট জমা পড়েছে। সেগুলো পড়ছেন। আগামীর কাজ নিয়ে পরিকল্পনা গোছাচ্ছেন। শরীর সায় দিলেই আবার শুটিংয়ে ফিরবেন বলে জানালেন অপূর্ব।

যখন আমরা বলি, ভিন্ন ধরনের গল্প করব, তাতে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। টিভি নাটকে অনেক কিছু দেখানো সম্ভব হয় না। একটা অন্য রকম সংলাপ দিতে গেলে দশবার চিন্তা করতে হয়। তার মধ্যেও কী করে নতুন কিছু আনা যায়, সেই চেষ্টাই করি।

— অপূর্ব, অভিনেতা

শরীর সায় দিলেই আবার শুটিংয়ে ফিরবেন বলে জানালেন অপূর্বসাধারণত রোমান্টিক ঘরানার নাটকেই বেশি দেখা যায় তাঁকে। এবার কাজের ধরনে কি কোনো বদল আসবে? অপূর্ব বলেন, ‘কাজের ধরন কিংবা পলিসিগত কোনো পরিবর্তন নেই। আমার সব সময় একটা চিন্তাই থাকে, কীভাবে আরেকটু ভালো করা যায়। আসলে টিভি নাটকে তো আমাদের অনেক ধরনের লিমিটেশন নিয়েই কাজ করতে হয়। যখন আমরা বলি, ভিন্ন ধরনের গল্প করব, তাতে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। টিভি নাটকে অনেক কিছু দেখানো সম্ভব হয় না। একটা অন্য রকম সংলাপ দিতে গেলে দশবার চিন্তা করতে হয়। তার মধ্যেও কী করে নতুন কিছু আনা যায়, সেই চেষ্টাই করি। সেটা কখনো হয় কখনো হয় না।’

সহকর্মীরা অনেকেই ওয়েব কনটেন্টে মুখ দেখালেও অপূর্ব ‘যদি কিন্তু তবুও’র পর আর পা বাড়াননি ওদিকে। তবে কাজের প্রস্তাব পাচ্ছেন অসংখ্য। তিনি বলেন, ‘ওটিটির জন্য বেস্ট অব দ্য বেস্ট কাজই করার চেষ্টা থাকবে। ধরা যাক তাড়াহুড়ো করে একটা কাজ করলাম, কিন্তু ভালো হলো না। তখন তো সবাই বলবে অপূর্ব সফল নয়।’ অপূর্ব তাই সময় নিচ্ছেন। নিজেকে আরেকটু গুছিয়ে নিচ্ছেন। পরিস্থিতি বুঝে, সমীকরণ কষে এগোতে চান সামনের দিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত