বিনোদন প্রতিবেদক, ঢাকা
বার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’। এতে তুলে ধরা হয়েছে, পুঁজিবাদী সাম্রাজ্যের অন্তর্নিহিত বৈষম্য এবং আইনের শাসনের দুর্বলতা। ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে প্রাচ্যনাট নাট্যদল। নাম দেওয়া হয়েছে, ‘ব্যতিক্রম এবং নিয়ম’। এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। ১৮ জুলাই সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। ১৯ জুলাই একই স্থান ও সময়ে হবে দ্বিতীয় প্রদর্শনী। নাটকটি পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
‘ব্যতিক্রম এবং নিয়ম’ নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক আজাদ আবুল কালাম জানান, একজন বণিক, একজন গাইড ও একজন কুলি রওনা করে বিশেষ এক অভিযানে। তাদের এই অভিযানের উদ্দেশ্য হলো বাহারস্থান যাওয়া। সেখানে পৌঁছাতে পারলে এই বণিক তেলের সন্ধান পাবে। তাই তাদের মধ্যে একটা প্রতিযোগিতা লক্ষ করা যায়। একপর্যায়ে গাইডকে সন্দেহ করে ওই বণিক। বাদ দিয়ে দেয় তাকে। এরপর কুলিকে নিয়েও তার সন্দেহ বাড়তে থাকে। বণিকের মনে হয় কুলি তার সঙ্গে বেইমানি করতে পারে। কারণ কুলির ওপর সে অনেক অত্যাচার করেছে। একপর্যায়ে বণিকের পানির পিপাসা পায়। কিন্তু তার কাছে পানি শেষ হয়ে গেছে। সে সময় কুলি তাকে পানি দিতে গেলে বণিক ভীত হয়ে ওঠে। পানির বোতলকে সে মনে করে পাথর। ভাবে, কুলি তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে। ভীত হয়ে কুলিকে গুলি করে মেরে ফেলে। আদালতে বিচারকার্য বসে। আদালত মনে করে ভয় ও শঙ্কা থেকে বণিক এমনটা করেছে। রায় যায় বণিকের পক্ষে। আদালত ও আইন যে একটা নির্দিষ্ট শ্রেণির হাতেই থেকে যায়, এটাই নাটকের মূল বক্তব্য।
আজাদ আবুল কালাম বলেন, ‘এই নাটক ভীষণভাবে পলিটিক্যাল। রাজনৈতিক বক্তব্যই এখানে প্রধান। এই সময়ে এই নাটকের প্রেক্ষাপট ভীষণ প্রাসঙ্গিক মনে হয়েছে। ২০২৪ সালের আন্দোলনে আমরা দেখেছি বৈষম্যহীন সমাজ, আইনের শাসন এগুলোর প্রতি জনআকাঙ্ক্ষা। এই জনআকাঙ্ক্ষাই ফুটে ওঠে এই নাটকে।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শাখাওয়াত হোসেন রিজভী ও একদল নতুন অভিনেতা। সেট ডিজাইন করেছেন মো. সাইফুল ইসলাম, মিউজিক করেছেন নীল কামরুল। কোরিওগ্রাফি করেছেন শান্তা শাহরীন এবং কস্টিউম ডিজাইন করেছেন বিলকিস জাহান জেবা।
বার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’। এতে তুলে ধরা হয়েছে, পুঁজিবাদী সাম্রাজ্যের অন্তর্নিহিত বৈষম্য এবং আইনের শাসনের দুর্বলতা। ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে প্রাচ্যনাট নাট্যদল। নাম দেওয়া হয়েছে, ‘ব্যতিক্রম এবং নিয়ম’। এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। ১৮ জুলাই সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। ১৯ জুলাই একই স্থান ও সময়ে হবে দ্বিতীয় প্রদর্শনী। নাটকটি পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
‘ব্যতিক্রম এবং নিয়ম’ নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক আজাদ আবুল কালাম জানান, একজন বণিক, একজন গাইড ও একজন কুলি রওনা করে বিশেষ এক অভিযানে। তাদের এই অভিযানের উদ্দেশ্য হলো বাহারস্থান যাওয়া। সেখানে পৌঁছাতে পারলে এই বণিক তেলের সন্ধান পাবে। তাই তাদের মধ্যে একটা প্রতিযোগিতা লক্ষ করা যায়। একপর্যায়ে গাইডকে সন্দেহ করে ওই বণিক। বাদ দিয়ে দেয় তাকে। এরপর কুলিকে নিয়েও তার সন্দেহ বাড়তে থাকে। বণিকের মনে হয় কুলি তার সঙ্গে বেইমানি করতে পারে। কারণ কুলির ওপর সে অনেক অত্যাচার করেছে। একপর্যায়ে বণিকের পানির পিপাসা পায়। কিন্তু তার কাছে পানি শেষ হয়ে গেছে। সে সময় কুলি তাকে পানি দিতে গেলে বণিক ভীত হয়ে ওঠে। পানির বোতলকে সে মনে করে পাথর। ভাবে, কুলি তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে। ভীত হয়ে কুলিকে গুলি করে মেরে ফেলে। আদালতে বিচারকার্য বসে। আদালত মনে করে ভয় ও শঙ্কা থেকে বণিক এমনটা করেছে। রায় যায় বণিকের পক্ষে। আদালত ও আইন যে একটা নির্দিষ্ট শ্রেণির হাতেই থেকে যায়, এটাই নাটকের মূল বক্তব্য।
আজাদ আবুল কালাম বলেন, ‘এই নাটক ভীষণভাবে পলিটিক্যাল। রাজনৈতিক বক্তব্যই এখানে প্রধান। এই সময়ে এই নাটকের প্রেক্ষাপট ভীষণ প্রাসঙ্গিক মনে হয়েছে। ২০২৪ সালের আন্দোলনে আমরা দেখেছি বৈষম্যহীন সমাজ, আইনের শাসন এগুলোর প্রতি জনআকাঙ্ক্ষা। এই জনআকাঙ্ক্ষাই ফুটে ওঠে এই নাটকে।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শাখাওয়াত হোসেন রিজভী ও একদল নতুন অভিনেতা। সেট ডিজাইন করেছেন মো. সাইফুল ইসলাম, মিউজিক করেছেন নীল কামরুল। কোরিওগ্রাফি করেছেন শান্তা শাহরীন এবং কস্টিউম ডিজাইন করেছেন বিলকিস জাহান জেবা।
সেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৫ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৫ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৫ ঘণ্টা আগে