Ajker Patrika

খুতঁখুঁতে মায়ের গল্প

আপডেট : ২৩ জুলাই ২০২১, ১১: ৫৭
খুতঁখুঁতে মায়ের গল্প

সাব্বিরের মা কোনো কিছু নির্বাচনের ব্যাপারে ভীষণ খুতঁখুঁতে। যার ব্যতিক্রম হয়নি তাঁর পুত্র সাব্বিরের জন্য কন্যা নির্বাচনের ক্ষেত্রেও। এ পর্যন্ত প্রায় দুই ডজন মেয়ে দেখে ফেলেছেন। কাউকেই তাঁর পছন্দ হয়নি। কারণ হিসেবে তিনি কারও ক্ষেত্রে দাঁত আঁকাবাঁকা, কারও আবার চুল ছোট, কারও ক্ষেত্রে চোখ ভালো নয়, কোনো পাত্রীর হাঁটা ভালো নয়, এমন হাজারো সমস্যা। এমন চলতে চলতে তিনি তাঁর পছন্দমতো একজন পাত্রী পেয়ে যান। যার নাম অহনা। অহনা সব দিকে পারফেক্ট হলেও বাদ সাধেন দেনমোহরের টাকা নিয়ে। সাব্বিরের মা দেনমোহরের জন্য ৫ লাখ টাকা নির্ধারণ করলেও অহনা তা মানতে একদমই রাজি নন। তিনি তাঁর দেনমোহর নিজেই নির্ধারণ করেন ৩০ লাখ। বিপত্তিতে পড়েন সাব্বিরের মা। কী করবেন ভেবে উঠতে পারেন না। এমন গল্প নিয়েই এগিয়ে চলে ঈদের বিশেষ ‘মেনু কার্ড’ নাটকের গল্প।

খায়রুল বাশার ও নাদিয়াগাজী টিভির ঈদের বিশেষ নাটক ‘মেনু কার্ড’ প্রচারিত হবে আগামীকাল (ঈদের ৪র্থ দিন) রাত ৯টায়। নাটকটি রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক, পরিচালনায় দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইলোরা গহর, সালহা খানম, নাদিয়া, খায়রুল বাশার, পারভেজ আক্তার, সুজিত বিশ্বাস, মান্নাত সৃষ্টি, তানসেন আলম দ্বীপ, আল্পনা ফারিয়া, কেয়া মনি, সুমাইয়া সিনহা, শশী আফরোজ, তাবাস্সুম কবির এশা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত