টানা ৫৪ দিন বিরতি শেষে জুনের শুরুতে অভিনয়ে ফিরেছিলেন মেহজাবীন চৌধুরী। এত দিন কাজের বাইরে সাধারণত থাকেন না এই তারকা। সেই থেকে তাঁর তুমুল ব্যস্ততা। অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন মেহজাবীনকে শুটিংয়ে পেয়ে। সম্প্রতি আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা। নিজের আর পরিবারের নিরাপত্তার কথা ভেবে তাই আবারও শুটিং বন্ধের ঘোষণা দিলেন মেহজাবীন। গত ২৮ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের শুটিং না করার কথা জানিয়ে দিলেন তিনি।
বিরতির এই সময়টা কীভাবে কাটাবেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘ঈদের আগের এই সময়টা আামাদের সবচেয়ে ব্যস্ত থাকতে হয়। আর এমন সময় শুরু হয়েছে লকডাউন। গত বছর লকডাউনে টেনশনে কাজ করতে পরিনি। লকডাউনেও বাসায় আছি, পরিবারকে সময় দিচ্ছি।
প্রতিদিন কিছু না কিছু করার ট্রাই করছি। কিছু স্ক্রিপ্টও আছে হাতে, সেগুলো পড়ছি। নতুন নতুন রান্না শেখার চেষ্টা করছি। তা ছাড়া নিজের ইউটিউব চ্যানেলের জন্য কিছু কাজ করব। সবার সঙ্গে যোগাযোগ রাখছি। সবার জন্য খুব টেনশন হচ্ছে। বাসায় বসে বসে নিজের পুরোনো নাটক দেখারও পরিকল্পনা আছে।’
‘চিরকাল আজ’, ‘শনির দশা’, ‘চুমকি চলেছে’, ‘চাঁপাবাজ আনলিমিটেড’ সহ এই ঈদে ১০টিরও বেশি নাটকে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে।
টানা ৫৪ দিন বিরতি শেষে জুনের শুরুতে অভিনয়ে ফিরেছিলেন মেহজাবীন চৌধুরী। এত দিন কাজের বাইরে সাধারণত থাকেন না এই তারকা। সেই থেকে তাঁর তুমুল ব্যস্ততা। অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন মেহজাবীনকে শুটিংয়ে পেয়ে। সম্প্রতি আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা। নিজের আর পরিবারের নিরাপত্তার কথা ভেবে তাই আবারও শুটিং বন্ধের ঘোষণা দিলেন মেহজাবীন। গত ২৮ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের শুটিং না করার কথা জানিয়ে দিলেন তিনি।
বিরতির এই সময়টা কীভাবে কাটাবেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘ঈদের আগের এই সময়টা আামাদের সবচেয়ে ব্যস্ত থাকতে হয়। আর এমন সময় শুরু হয়েছে লকডাউন। গত বছর লকডাউনে টেনশনে কাজ করতে পরিনি। লকডাউনেও বাসায় আছি, পরিবারকে সময় দিচ্ছি।
প্রতিদিন কিছু না কিছু করার ট্রাই করছি। কিছু স্ক্রিপ্টও আছে হাতে, সেগুলো পড়ছি। নতুন নতুন রান্না শেখার চেষ্টা করছি। তা ছাড়া নিজের ইউটিউব চ্যানেলের জন্য কিছু কাজ করব। সবার সঙ্গে যোগাযোগ রাখছি। সবার জন্য খুব টেনশন হচ্ছে। বাসায় বসে বসে নিজের পুরোনো নাটক দেখারও পরিকল্পনা আছে।’
‘চিরকাল আজ’, ‘শনির দশা’, ‘চুমকি চলেছে’, ‘চাঁপাবাজ আনলিমিটেড’ সহ এই ঈদে ১০টিরও বেশি নাটকে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে।
২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
৩৫ মিনিট আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
৪০ মিনিট আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
১ ঘণ্টা আগে১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন।
১ ঘণ্টা আগে