Ajker Patrika

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আবুল হায়াত ও মিমি

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১২: ০৬
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আবুল হায়াত ও মিমি

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বর্ষীয়ান অভিনেতা ও নির্দেশক আবুল হায়াত। বুধবার তাঁকে বনানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে আবুল হায়াতের সঙ্গে আছেন স্ত্রী মাহফুজা শিরিন। তাঁর বরাত দিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী আজকের পত্রিকাকে জানান, আবুল হায়াতের জন্য এ পজিটিভ প্লাজমা লাগতে পারে। এ প্লাজমা সংগ্রহের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও দিয়েছেন এ নির্মাতা।

এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন দেশের আরেক জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতা আফসানা মিমি। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গত সপ্তাহে করোনা পরীক্ষা করান আফসানা মিমি। পরীক্ষার ফল ‘কোভিড-১৯’ পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। কাশিতে সমস্যা হচ্ছিল তাঁর। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।

অভিনয় ও নির্মাণের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পালন করছেন আফসানা মিমি। গত বছরের নভেম্বরে তিন বছরের জন্য তাঁকে এই পদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত