গত ২ সেপ্টেম্বর বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। বিয়ের পর লম্বা বিরতিতে গিয়েছিলেন এই অভিনেতা। এক-দুই সপ্তাহ নয়, টানা প্রায় দুই মাস! নতুন জীবন গোছাতে এবং পরিবারকে সময় দিতেই এই বিরতি। বিরতি কাটিয়ে এবার শুটিংয়ে ফিরলেন অপূর্ব।
গতকাল বৃহস্পতিবার থেকে অপূর্ব অংশ নিয়েছেন ‘লাভ এন্ড ওয়ার’ নাটকের শুটিংয়ে। শফিকুর রহমান শান্তনুর গল্পে নাটকটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। অপূর্বর বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ।
দুই মাসের শুটিং বিরতি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘নাটকের শুটিংয়ে প্রায় সারা বছরই ব্যস্ত থাকতে হয়। চাইলেও ছুটি নেওয়া সম্ভব হয় না। নিজের একটু বিশ্রাম এবং পরিবারকে সময় দেওয়ার জন্য এ বিরতিটা দরকার ছিল। রিফ্রেশ মাইন্ডে নতুন করে কাজ শুরু করতে পারছি। তবে অনেক দিন পর কাজে ফেরার কারণে ভিন্ন এক অনুভূতি হচ্ছে। আমার স্কুলজীবনের কথা মনে পড়ছে খুব। মনে হচ্ছে যেন প্রথম দিন পরীক্ষা দিতে বসেছি। ভালো লাগছে আবারও সেই ঘর আর প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা হয়ে।’
বিয়ের পর অপূর্বর প্রথম শুটিং। পুরো ইউনিট তাঁকে বরণ করেছে ফুলেল শুভেচ্ছায়। ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে অপূর্বকে ক্যামেরার সামনে দাঁড় করিয়েছেন পরিচালক সৈয়দ শাকিল।
গত আগস্ট মাসের শেষের দিকে সবশেষ শুটিং করেছিলেন অপূর্ব। এরপর ২ সেপ্টেম্বর পারিবারিকভাবে বিয়ে করেন শাম্মা দেওয়ানকে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।
গত ২ সেপ্টেম্বর বিয়ে করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। বিয়ের পর লম্বা বিরতিতে গিয়েছিলেন এই অভিনেতা। এক-দুই সপ্তাহ নয়, টানা প্রায় দুই মাস! নতুন জীবন গোছাতে এবং পরিবারকে সময় দিতেই এই বিরতি। বিরতি কাটিয়ে এবার শুটিংয়ে ফিরলেন অপূর্ব।
গতকাল বৃহস্পতিবার থেকে অপূর্ব অংশ নিয়েছেন ‘লাভ এন্ড ওয়ার’ নাটকের শুটিংয়ে। শফিকুর রহমান শান্তনুর গল্পে নাটকটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। অপূর্বর বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ।
দুই মাসের শুটিং বিরতি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘নাটকের শুটিংয়ে প্রায় সারা বছরই ব্যস্ত থাকতে হয়। চাইলেও ছুটি নেওয়া সম্ভব হয় না। নিজের একটু বিশ্রাম এবং পরিবারকে সময় দেওয়ার জন্য এ বিরতিটা দরকার ছিল। রিফ্রেশ মাইন্ডে নতুন করে কাজ শুরু করতে পারছি। তবে অনেক দিন পর কাজে ফেরার কারণে ভিন্ন এক অনুভূতি হচ্ছে। আমার স্কুলজীবনের কথা মনে পড়ছে খুব। মনে হচ্ছে যেন প্রথম দিন পরীক্ষা দিতে বসেছি। ভালো লাগছে আবারও সেই ঘর আর প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা হয়ে।’
বিয়ের পর অপূর্বর প্রথম শুটিং। পুরো ইউনিট তাঁকে বরণ করেছে ফুলেল শুভেচ্ছায়। ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে অপূর্বকে ক্যামেরার সামনে দাঁড় করিয়েছেন পরিচালক সৈয়দ শাকিল।
গত আগস্ট মাসের শেষের দিকে সবশেষ শুটিং করেছিলেন অপূর্ব। এরপর ২ সেপ্টেম্বর পারিবারিকভাবে বিয়ে করেন শাম্মা দেওয়ানকে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে