ভারতীয় কন্নড় ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। যা মুক্তি পেল আজ বৃহস্পতিবার। আর মুক্তির প্রথমদিনেই রীতিমতো হইচই ফেলে দিয়েছে এই সিনেমা। প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটি বিশ্বব্যাপী কন্নড়সহ তামিল, তেলুগু, মালায়লাম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।
সমালোচকদের মতামত
সাধারণ দর্শক তো বটেই, সিনেমা সমালোচকরাও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ দেখে তৃপ্তির ঢেকুর তুলছেন। বলছেন, কমার্শিয়াল সিনেমা এমনই হওয়া উচিত! অনেকে বলছেন, ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস রচনা করতে পারে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। সিনেমা সমালোচক তরণ আদর্শ এক শব্দে রিভিউ দিয়েছেন— ব্লকবাস্টার।
প্রথম দিনে প্রত্যাশা
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, প্রথম দিনেই বক্স অফিসেও তোলপাড় ফেলে দিতে পারে যশ অভিনীত সিনেমাটি। পুরো বিশ্বে ১০ হাজারের বেশি পর্দায় মুক্তি পেয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। হিন্দিতে মুক্তির আগের রাতেই অল টাইম রেকর্ড এডভান্স সেল হয়েছে। ৪১ কোটি ৭০ লাখের অ্যাডভান্স টিকিট বিক্রি হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ অ্যাডভান্স টিকিট বিক্রি হয়েছিল ‘বাহুবলি’ এর, এই সিনেমা অ্যাডভান্স ৩৭ কোটি ৫৩ লাখের টিকিট বিক্রি করে। ইতিমধ্যেই সিনেমাকে ব্লকবাস্টার হিটের তকমা দিয়েছেন বহু চলচ্চিত্র বিশেষজ্ঞ। মুক্তির পরপরই ভারতীয় সংবাদমাধ্যমগুলো যেভাবে পজিটিভ রিভিউ দিচ্ছে, তাতে প্রথম দিনেই ২০০ কোটি রুপি আয় করলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। কেজিএফ রথ ২ হাজার কোটি রুপির আগে থামবে না বলে ধারণা করছে সর্বমহল।
অপেক্ষা তৃতীয় পর্বের
পরিচালক প্রশান্ত নীল বলেছিলেন দ্বিতীয় পর্বেই শেষ করবেন ‘কেজিএফ’। বড় খবর হলো নির্মাতারা নতুন যে ঘোষণা করেছেন, তাতে আবারও অপেক্ষায় দিন গুনতে শুরু করবেন সিনেপ্রেমীরা! কারণ, এবার আসতে চলেছে ‘কেজিএফ’ এর তৃতীয় পর্ব। ‘কেজিএফ ৩’ যে আসতে চলেছে, তার আভাস সিনেমার শেষেই নাকি দিয়েছেন পরিচালক প্রশান্ত নীল। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক। সোশ্যাল সাইটে খবরটি নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে ইতিমধ্যে।
অভিনয়শিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্স
প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমা দুর্দান্ত তো বটেই, অসামান্য পারফরম্যান্স করেছেন যশ, রাবিনা ট্যান্ডনরা। কিন্তু সিনেমাতে সকলের নজর কেড়েছেন ‘ভিলেন আধিরা’ ওরফে সঞ্জয় দত্ত।
টিকিট নিয়ে হুড়োহুড়ি
মুক্তির আগে বলিউডের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছিলেন, অনেক চড়া দামে বিক্রি হচ্ছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ এর অগ্রিম টিকিট। মুম্বাইতে সিনেমাটির একটি টিকিট ১৫০০ রুপিতে বিক্রি হলেও দিল্লিতে সেই অঙ্কটা ১৮০০ থেকে ২০০০ রুপি ছাড়িয়ে যাচ্ছে।
গল্পটা কী
‘কেজিএফ’ এর কাহিনি মূলত ১৯৭০ থেকে ১৯৮০ দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টারে রূপান্তরিত হওয়ার নানান কাহিনিকে ঘিরেই এর চিত্রনাট্য নির্মিত। যেখানে মূল ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশ এবং তাঁর বিপরীতে অভিনয় করবেন শ্রীনিধি শেঠি।
কেমন হলো দ্বিতীয় পর্ব
সিনেমায় এমন কিছু দৃশ্য তৈরি করা হয়েছে, শুধু অপেক্ষা করবেন, এখন কী হবে! কী হবে রকির (নায়ক যশ) বা রকি কী পদক্ষেপ নেবে এখন। শ্বাসরুদ্ধকর স্ক্রিনপ্লে। রকি কেজিএফ দখলে নেওয়ার পর শুরু হয় তাণ্ডব। ক্রাইম-ওয়ার্ল্ড থেকে শুরু করে সরকার। সবাই রকির পেছনে ছোটে আর রকি তে রকি। প্রশ্ন হচ্ছে কে বেশি ভয়ংকর রকি নাকি আধীরা? এই সিনেমায় কেউ হিরো না, সবাই দানব। কেউ কাউকে ছেড়ে কথা বলে না। হরর মুভির ভূতও মনে হয় এমন ভয়ের সঞ্চার করে না যতটা আধীরার স্ক্রিন-প্রেজেন্টস্ করেছে। এখানে প্লাস পয়েন্ট ব্যাক-গ্রাউন্ড মিউজিক। টু লাউড আর ফিল্মের সঙ্গে এই টু লাইড মিউজিকই মানানসই। টপ এঙ্গেলের কিছু ক্যামেরা শট, এপিক ছিল দৃশ্যগুলো। সমালোচকেরা বলছেন, ‘এখানে আপনি পদার্থবিজ্ঞানের গবেষণা করার সুযোগ পাচ্ছেন না। শুধুই অ্যাকশন পাবেন। তবে হ্যাঁ, অর্থনীতিবিদ হওয়ার সুযোগ পাবেন।’
সকাল থেকেই শো
সকাল ৬টায় প্রথম শো, তাও দক্ষিণে নয়, গুজরাটের সুরাতের মাল্টিপ্লেক্সে। সুরাতে দ্য ফ্রাইডে সিনেমা মাল্টিপ্লেক্স সিনেমা হলে প্রথম শো ছিল ৬.১৫ মিনিটে। এই শোয়ের সব টিকিট বিক্রি হয়ে যায়। দর্শকের চাহিদা থাকায় সিনেমা হল কর্তৃপক্ষ ৬.০৫ মিনিটে আর একটি শো রাখে। সেই শো ছিল হাউজফুল। মুম্বাই-দিল্লির মতো মেট্রো সিটিতে ভোর ৬টা, ৪টা, ৫টায় সিনেমা দেখতে যাওয়া খুব সাধারণ ব্যাপার। কিন্তু গুজরাটের সুরাতের মতো শহরে ভোর ৬টায় সিনেমা দেখতে সিনেমা হলে দর্শক আসছেন, খুবই অদ্ভুত বিষয়। তা-ও আবার দক্ষিণের সিনেমা। এই সব শহরে সাধারণত বিকেলে শো হয়। কিন্তু ‘কেজিএফ ২’ সিনেমার চাহিদা তুঙ্গে। তাই সুরাতের শুধু এই একটি সিনেমা হল-ই নয়, অন্যান্য সিনেমা হলও দর্শকদের এই চাহিদা দেখে তাদের সিনেমা হলেও ভোর ৬টায় শো রেখেছে। সিঙ্গেল, মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় সব সিনেমা হলে ভোর ৬টার শো আর তার সব টিকিট প্রায় শেষ। সিনেমার ইতিহাসে এই ঘটনা বিরল।
বলিউডের অশনিসংকেত
দক্ষিণের এই সিনেমার সঙ্গেই মুক্তি পাওয়ার কথা ছিল শাহিদ কাপুর অভিনীত ‘জার্সি’ সিনেমার। এই সিনেমাটিও দক্ষিণ ভারতের একই নামের সিনেমারই রিমেক। একই দিনে দুটো সিনেমার মুক্তি নিয়ে মুম্বাইতে সিনেমা হল পাওয়া নিয়ে শুরু হয় সমস্যা। অবশেষে এই রেষারেষির মধ্যে না গিয়ে শাহিদের সিনেমা ‘জার্সি’-র পরিচালক-প্রযোজক ঠিক করেন এক সপ্তাহ পিছিয়ে দেবেন সিনেমা মুক্তির তারিখ। অর্থাৎ ১৪ নয়, জার্সি মুক্তি পাচ্ছে ২২ এপ্রিল। দক্ষিণের সিনেমার জন্য বলিউডের এই পিছিয়ে যাওয়া হিন্দি সিনেমার জন্য খুব একটা ভালো খবর নয়, এটা ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়েছে। এমনকি বলিউডের বড় বড় ডিস্ট্রিবিউটররা এখন দক্ষিণের সিনেমার দিকেই ঝুঁকছেন। কোভিডের ফলে সিনেমা ব্যবসা যে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, তার হাত থেকে বাঁচতে সকলে দক্ষিণেই বাজি রাখছেন। এর আগে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’, ‘আরআরআর’ সিনেমার ব্যবসা সেই দিকেই ইঙ্গিত করছে।
কেজিএফ সম্পর্কিত আরও পড়ুন:
ভারতীয় কন্নড় ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। যা মুক্তি পেল আজ বৃহস্পতিবার। আর মুক্তির প্রথমদিনেই রীতিমতো হইচই ফেলে দিয়েছে এই সিনেমা। প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটি বিশ্বব্যাপী কন্নড়সহ তামিল, তেলুগু, মালায়লাম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।
সমালোচকদের মতামত
সাধারণ দর্শক তো বটেই, সিনেমা সমালোচকরাও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ দেখে তৃপ্তির ঢেকুর তুলছেন। বলছেন, কমার্শিয়াল সিনেমা এমনই হওয়া উচিত! অনেকে বলছেন, ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস রচনা করতে পারে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। সিনেমা সমালোচক তরণ আদর্শ এক শব্দে রিভিউ দিয়েছেন— ব্লকবাস্টার।
প্রথম দিনে প্রত্যাশা
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, প্রথম দিনেই বক্স অফিসেও তোলপাড় ফেলে দিতে পারে যশ অভিনীত সিনেমাটি। পুরো বিশ্বে ১০ হাজারের বেশি পর্দায় মুক্তি পেয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। হিন্দিতে মুক্তির আগের রাতেই অল টাইম রেকর্ড এডভান্স সেল হয়েছে। ৪১ কোটি ৭০ লাখের অ্যাডভান্স টিকিট বিক্রি হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ অ্যাডভান্স টিকিট বিক্রি হয়েছিল ‘বাহুবলি’ এর, এই সিনেমা অ্যাডভান্স ৩৭ কোটি ৫৩ লাখের টিকিট বিক্রি করে। ইতিমধ্যেই সিনেমাকে ব্লকবাস্টার হিটের তকমা দিয়েছেন বহু চলচ্চিত্র বিশেষজ্ঞ। মুক্তির পরপরই ভারতীয় সংবাদমাধ্যমগুলো যেভাবে পজিটিভ রিভিউ দিচ্ছে, তাতে প্রথম দিনেই ২০০ কোটি রুপি আয় করলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। কেজিএফ রথ ২ হাজার কোটি রুপির আগে থামবে না বলে ধারণা করছে সর্বমহল।
অপেক্ষা তৃতীয় পর্বের
পরিচালক প্রশান্ত নীল বলেছিলেন দ্বিতীয় পর্বেই শেষ করবেন ‘কেজিএফ’। বড় খবর হলো নির্মাতারা নতুন যে ঘোষণা করেছেন, তাতে আবারও অপেক্ষায় দিন গুনতে শুরু করবেন সিনেপ্রেমীরা! কারণ, এবার আসতে চলেছে ‘কেজিএফ’ এর তৃতীয় পর্ব। ‘কেজিএফ ৩’ যে আসতে চলেছে, তার আভাস সিনেমার শেষেই নাকি দিয়েছেন পরিচালক প্রশান্ত নীল। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক। সোশ্যাল সাইটে খবরটি নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে ইতিমধ্যে।
অভিনয়শিল্পীদের দুর্দান্ত পারফরম্যান্স
প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমা দুর্দান্ত তো বটেই, অসামান্য পারফরম্যান্স করেছেন যশ, রাবিনা ট্যান্ডনরা। কিন্তু সিনেমাতে সকলের নজর কেড়েছেন ‘ভিলেন আধিরা’ ওরফে সঞ্জয় দত্ত।
টিকিট নিয়ে হুড়োহুড়ি
মুক্তির আগে বলিউডের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছিলেন, অনেক চড়া দামে বিক্রি হচ্ছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ এর অগ্রিম টিকিট। মুম্বাইতে সিনেমাটির একটি টিকিট ১৫০০ রুপিতে বিক্রি হলেও দিল্লিতে সেই অঙ্কটা ১৮০০ থেকে ২০০০ রুপি ছাড়িয়ে যাচ্ছে।
গল্পটা কী
‘কেজিএফ’ এর কাহিনি মূলত ১৯৭০ থেকে ১৯৮০ দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টারে রূপান্তরিত হওয়ার নানান কাহিনিকে ঘিরেই এর চিত্রনাট্য নির্মিত। যেখানে মূল ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশ এবং তাঁর বিপরীতে অভিনয় করবেন শ্রীনিধি শেঠি।
কেমন হলো দ্বিতীয় পর্ব
সিনেমায় এমন কিছু দৃশ্য তৈরি করা হয়েছে, শুধু অপেক্ষা করবেন, এখন কী হবে! কী হবে রকির (নায়ক যশ) বা রকি কী পদক্ষেপ নেবে এখন। শ্বাসরুদ্ধকর স্ক্রিনপ্লে। রকি কেজিএফ দখলে নেওয়ার পর শুরু হয় তাণ্ডব। ক্রাইম-ওয়ার্ল্ড থেকে শুরু করে সরকার। সবাই রকির পেছনে ছোটে আর রকি তে রকি। প্রশ্ন হচ্ছে কে বেশি ভয়ংকর রকি নাকি আধীরা? এই সিনেমায় কেউ হিরো না, সবাই দানব। কেউ কাউকে ছেড়ে কথা বলে না। হরর মুভির ভূতও মনে হয় এমন ভয়ের সঞ্চার করে না যতটা আধীরার স্ক্রিন-প্রেজেন্টস্ করেছে। এখানে প্লাস পয়েন্ট ব্যাক-গ্রাউন্ড মিউজিক। টু লাউড আর ফিল্মের সঙ্গে এই টু লাইড মিউজিকই মানানসই। টপ এঙ্গেলের কিছু ক্যামেরা শট, এপিক ছিল দৃশ্যগুলো। সমালোচকেরা বলছেন, ‘এখানে আপনি পদার্থবিজ্ঞানের গবেষণা করার সুযোগ পাচ্ছেন না। শুধুই অ্যাকশন পাবেন। তবে হ্যাঁ, অর্থনীতিবিদ হওয়ার সুযোগ পাবেন।’
সকাল থেকেই শো
সকাল ৬টায় প্রথম শো, তাও দক্ষিণে নয়, গুজরাটের সুরাতের মাল্টিপ্লেক্সে। সুরাতে দ্য ফ্রাইডে সিনেমা মাল্টিপ্লেক্স সিনেমা হলে প্রথম শো ছিল ৬.১৫ মিনিটে। এই শোয়ের সব টিকিট বিক্রি হয়ে যায়। দর্শকের চাহিদা থাকায় সিনেমা হল কর্তৃপক্ষ ৬.০৫ মিনিটে আর একটি শো রাখে। সেই শো ছিল হাউজফুল। মুম্বাই-দিল্লির মতো মেট্রো সিটিতে ভোর ৬টা, ৪টা, ৫টায় সিনেমা দেখতে যাওয়া খুব সাধারণ ব্যাপার। কিন্তু গুজরাটের সুরাতের মতো শহরে ভোর ৬টায় সিনেমা দেখতে সিনেমা হলে দর্শক আসছেন, খুবই অদ্ভুত বিষয়। তা-ও আবার দক্ষিণের সিনেমা। এই সব শহরে সাধারণত বিকেলে শো হয়। কিন্তু ‘কেজিএফ ২’ সিনেমার চাহিদা তুঙ্গে। তাই সুরাতের শুধু এই একটি সিনেমা হল-ই নয়, অন্যান্য সিনেমা হলও দর্শকদের এই চাহিদা দেখে তাদের সিনেমা হলেও ভোর ৬টায় শো রেখেছে। সিঙ্গেল, মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় সব সিনেমা হলে ভোর ৬টার শো আর তার সব টিকিট প্রায় শেষ। সিনেমার ইতিহাসে এই ঘটনা বিরল।
বলিউডের অশনিসংকেত
দক্ষিণের এই সিনেমার সঙ্গেই মুক্তি পাওয়ার কথা ছিল শাহিদ কাপুর অভিনীত ‘জার্সি’ সিনেমার। এই সিনেমাটিও দক্ষিণ ভারতের একই নামের সিনেমারই রিমেক। একই দিনে দুটো সিনেমার মুক্তি নিয়ে মুম্বাইতে সিনেমা হল পাওয়া নিয়ে শুরু হয় সমস্যা। অবশেষে এই রেষারেষির মধ্যে না গিয়ে শাহিদের সিনেমা ‘জার্সি’-র পরিচালক-প্রযোজক ঠিক করেন এক সপ্তাহ পিছিয়ে দেবেন সিনেমা মুক্তির তারিখ। অর্থাৎ ১৪ নয়, জার্সি মুক্তি পাচ্ছে ২২ এপ্রিল। দক্ষিণের সিনেমার জন্য বলিউডের এই পিছিয়ে যাওয়া হিন্দি সিনেমার জন্য খুব একটা ভালো খবর নয়, এটা ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়েছে। এমনকি বলিউডের বড় বড় ডিস্ট্রিবিউটররা এখন দক্ষিণের সিনেমার দিকেই ঝুঁকছেন। কোভিডের ফলে সিনেমা ব্যবসা যে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, তার হাত থেকে বাঁচতে সকলে দক্ষিণেই বাজি রাখছেন। এর আগে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’, ‘আরআরআর’ সিনেমার ব্যবসা সেই দিকেই ইঙ্গিত করছে।
কেজিএফ সম্পর্কিত আরও পড়ুন:
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
৮ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
৯ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
১৩ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৩ ঘণ্টা আগে