বহুজাতিক মদ উৎপাদনকারী প্রতিষ্ঠানের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে আলোচনায় তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘পুষ্পা-২’ সিনেমায় প্রতিষ্ঠানটির পণ্যের প্রচারণায় ১০ কোটি রুপির লোভনীয় প্রস্তাব পান আল্লু। কিন্তু সেই প্রস্তাব যেন ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছেন পুষ্পা।
প্রতিষ্ঠানটির প্রস্তাব ছিল ‘পুষ্পা ২’-এ আল্লু অর্জুন যতবার সিগারেট ফুঁকবেন বা তামাক চিবোবেন ততবার যেন পর্দায় তাদের লোগো ভেসে ওঠে। কিন্তু ১০ কোটি রুপির প্রলোভন গলা দিয়ে নামানো যায়নি আল্লু অর্জুনের। শুধু এ ঘটনা নয়, পুষ্পার প্রথম পর্ব তথা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর একটি তামাক সংস্থা তাঁকে দিয়ে বিজ্ঞাপন করাতে চেয়েছিল, সে সময় তা-ও ফিরিয়ে দেন আল্লু।
অনেকের মতে, এ ধরনের প্রলোভন সামলানো সহজ নয়। শাহরুখ খান, অজয় দেবগন এমনকি অক্ষয় কুমারকেও দেখা গেছে, সমাজ বদলের ডাক দিয়ে সিনেমা বানালেও দিনের শেষে গুটকা বা পান মসলার বিজ্ঞাপন করতে। সেখানে বিবেক বোধ, সমাজ চেতনা সবই অর্থের কাছে ফিকে পড়ে যায়। তবে আল্লু অর্জুনের ক্ষেত্রে দেখা গেল এর উল্টো।
উল্লেখ্য, ‘পুষ্পা দ্য রাইজের’ জন্য ইতিমধ্যে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন আল্লু। বছরের শুরুতে ‘পুষ্পা ২’-এ নিজের ফার্স্ট লুকও প্রকাশ করেছেন এই তেলুগু অভিনেতা। ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
বহুজাতিক মদ উৎপাদনকারী প্রতিষ্ঠানের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে আলোচনায় তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘পুষ্পা-২’ সিনেমায় প্রতিষ্ঠানটির পণ্যের প্রচারণায় ১০ কোটি রুপির লোভনীয় প্রস্তাব পান আল্লু। কিন্তু সেই প্রস্তাব যেন ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছেন পুষ্পা।
প্রতিষ্ঠানটির প্রস্তাব ছিল ‘পুষ্পা ২’-এ আল্লু অর্জুন যতবার সিগারেট ফুঁকবেন বা তামাক চিবোবেন ততবার যেন পর্দায় তাদের লোগো ভেসে ওঠে। কিন্তু ১০ কোটি রুপির প্রলোভন গলা দিয়ে নামানো যায়নি আল্লু অর্জুনের। শুধু এ ঘটনা নয়, পুষ্পার প্রথম পর্ব তথা ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর একটি তামাক সংস্থা তাঁকে দিয়ে বিজ্ঞাপন করাতে চেয়েছিল, সে সময় তা-ও ফিরিয়ে দেন আল্লু।
অনেকের মতে, এ ধরনের প্রলোভন সামলানো সহজ নয়। শাহরুখ খান, অজয় দেবগন এমনকি অক্ষয় কুমারকেও দেখা গেছে, সমাজ বদলের ডাক দিয়ে সিনেমা বানালেও দিনের শেষে গুটকা বা পান মসলার বিজ্ঞাপন করতে। সেখানে বিবেক বোধ, সমাজ চেতনা সবই অর্থের কাছে ফিকে পড়ে যায়। তবে আল্লু অর্জুনের ক্ষেত্রে দেখা গেল এর উল্টো।
উল্লেখ্য, ‘পুষ্পা দ্য রাইজের’ জন্য ইতিমধ্যে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন আল্লু। বছরের শুরুতে ‘পুষ্পা ২’-এ নিজের ফার্স্ট লুকও প্রকাশ করেছেন এই তেলুগু অভিনেতা। ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
নব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
৩৭ মিনিট আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
৩ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
৩ ঘণ্টা আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
৪ ঘণ্টা আগে