দক্ষিণী সিনেমা দেখেন অথচ আল্লু অর্জুনকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কেবল দক্ষিণ নয়, সারা ভারতের সিনেমাপ্রেমীদের মন জিতে নিয়েছেন ‘পুষ্পা’ সিনেমা দিয়ে। এমনকি দেশের গণ্ডি পেরিয়েও রয়েছে তাঁর বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী। ‘পুষ্পারাজ’ খ্যাত এই অভিনেতার জন্মদিন আজ। ১৯৮২ সালের আজকের দিনে তামিলনাড়ুর মাদ্রাজে জন্ম আল্লু অর্জুনের। দেখতে দেখতে ৪০-এর কোঠায় পা রাখলেন এই সুপারস্টার।
সিনেমা দুনিয়ায় শুরুটা শিশু শিল্পী হিসেবে; ১৯৮৫ সালে মাত্র তিন বছর বয়সে ‘ভিজেতা’ সিনেমা দিয়ে। আর ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ আল্লু অর্জুনের।
স্বীয় দক্ষতায় তেলুগু সিনেমায় অন্যতম সেরা অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অন-স্ক্রিন পারফরম্যান্সের পাশাপাশি অফ-স্ক্রিন ফ্যাশন সচেতনতার জন্য তরুণ প্রজন্মের স্টাইল আইকন তিনি।
অভিনয়ের ব্যস্ত সূচির বাইরে আল্লু অর্জুন আদ্যোপান্ত একজন ফ্যামিলিম্যান। স্ত্রী স্নেহা রেড্ডি আর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখের সংসার। কাজের ফাঁকে পরিবারকে সময় দেওয়া তাঁর অগ্রাধিকার তালিকায় সর্বদা।
অভিনয়ের সঙ্গে ফ্যাশন সচেতনতা আর নাচ—সব মিলিয়ে ফুল প্যাকেজ তিনি। নাচে তাঁর দক্ষতা নজরকাড়া। দক্ষিণী সিনেমা তারকাদের মধ্যে আল্লু অর্জুনই প্রথম সিক্স প্যাক অ্যাবসের ট্রেন্ড শুরু করেন। নানা সময়ে নানান রকম হেয়ার স্টাইল করতে পছন্দ করেন। এ ছাড়া ছবি তুলতে ভালোবাসেন খুব। আল্লু অর্জুনের রয়েছে গাড়ির শখ। রেঞ্জ রোভার, মার্সিডিজ থেকে শুরু করে ভ্যানিটি ভ্যান সবই আছে তাঁর সংগ্রহে।
তেলুগু সিনেমাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন তিনি। আল্লু অর্জুনের প্রতিটি ছবি মানেই ভরপুর বিনোদন। সেই সঙ্গে বক্স অফিসে ঝড়। ২০০৪ সালে ‘আরিয়া’ সিনেমাটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ২০১৪ সালে প্রথম ১০০ কোটির ক্লাবে পা রাখেন আল্লু অর্জুন। ফোর্বস ইন্ডিয়ার সেরা ১০০ সেলিব্রিটির তালিকায় সে বছর থেকেই নাম রয়েছে আল্লু অর্জুনের। দক্ষিণের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন তিনি।
সবশেষ গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান আল্লু অর্জুন। ছোট থেকে বড়—সবার মুখে মুখে এর জনপ্রিয় সংলাপগুলো। প্যান ইন্ডিয়া ফিল্ম হওয়ায় তেলুগু, তামিল, কন্নড়, মালায়লাম ও হিন্দি—মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছিল সিনেমাটি। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর বক্স অফিস আয় ৩৬৫ কোটি রুপি। শিগগিরই ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং শুরু করবেন আল্লু অর্জুন।
দক্ষিণী সিনেমা দেখেন অথচ আল্লু অর্জুনকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কেবল দক্ষিণ নয়, সারা ভারতের সিনেমাপ্রেমীদের মন জিতে নিয়েছেন ‘পুষ্পা’ সিনেমা দিয়ে। এমনকি দেশের গণ্ডি পেরিয়েও রয়েছে তাঁর বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী। ‘পুষ্পারাজ’ খ্যাত এই অভিনেতার জন্মদিন আজ। ১৯৮২ সালের আজকের দিনে তামিলনাড়ুর মাদ্রাজে জন্ম আল্লু অর্জুনের। দেখতে দেখতে ৪০-এর কোঠায় পা রাখলেন এই সুপারস্টার।
সিনেমা দুনিয়ায় শুরুটা শিশু শিল্পী হিসেবে; ১৯৮৫ সালে মাত্র তিন বছর বয়সে ‘ভিজেতা’ সিনেমা দিয়ে। আর ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ আল্লু অর্জুনের।
স্বীয় দক্ষতায় তেলুগু সিনেমায় অন্যতম সেরা অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অন-স্ক্রিন পারফরম্যান্সের পাশাপাশি অফ-স্ক্রিন ফ্যাশন সচেতনতার জন্য তরুণ প্রজন্মের স্টাইল আইকন তিনি।
অভিনয়ের ব্যস্ত সূচির বাইরে আল্লু অর্জুন আদ্যোপান্ত একজন ফ্যামিলিম্যান। স্ত্রী স্নেহা রেড্ডি আর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখের সংসার। কাজের ফাঁকে পরিবারকে সময় দেওয়া তাঁর অগ্রাধিকার তালিকায় সর্বদা।
অভিনয়ের সঙ্গে ফ্যাশন সচেতনতা আর নাচ—সব মিলিয়ে ফুল প্যাকেজ তিনি। নাচে তাঁর দক্ষতা নজরকাড়া। দক্ষিণী সিনেমা তারকাদের মধ্যে আল্লু অর্জুনই প্রথম সিক্স প্যাক অ্যাবসের ট্রেন্ড শুরু করেন। নানা সময়ে নানান রকম হেয়ার স্টাইল করতে পছন্দ করেন। এ ছাড়া ছবি তুলতে ভালোবাসেন খুব। আল্লু অর্জুনের রয়েছে গাড়ির শখ। রেঞ্জ রোভার, মার্সিডিজ থেকে শুরু করে ভ্যানিটি ভ্যান সবই আছে তাঁর সংগ্রহে।
তেলুগু সিনেমাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন তিনি। আল্লু অর্জুনের প্রতিটি ছবি মানেই ভরপুর বিনোদন। সেই সঙ্গে বক্স অফিসে ঝড়। ২০০৪ সালে ‘আরিয়া’ সিনেমাটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। ২০১৪ সালে প্রথম ১০০ কোটির ক্লাবে পা রাখেন আল্লু অর্জুন। ফোর্বস ইন্ডিয়ার সেরা ১০০ সেলিব্রিটির তালিকায় সে বছর থেকেই নাম রয়েছে আল্লু অর্জুনের। দক্ষিণের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন তিনি।
সবশেষ গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান আল্লু অর্জুন। ছোট থেকে বড়—সবার মুখে মুখে এর জনপ্রিয় সংলাপগুলো। প্যান ইন্ডিয়া ফিল্ম হওয়ায় তেলুগু, তামিল, কন্নড়, মালায়লাম ও হিন্দি—মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছিল সিনেমাটি। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর বক্স অফিস আয় ৩৬৫ কোটি রুপি। শিগগিরই ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং শুরু করবেন আল্লু অর্জুন।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৪ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৪ ঘণ্টা আগে