লকডাউনের সময়ে উপার্জন হারিয়ে সংসার বাঁচাতে অনেকেই শুরু করেছেন হোম ডেলিভারির ব্যবসা। এমন ঘটনার অনুপ্রেরণা নিয়েই স্টার জলসার পর্দায় আসছে নতুন সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’। এই সিরিয়ালে জুটি বাঁধতে চলেছেন স্টার জলসার দুই পরিচিত মুখ, দীপান্বিতা রক্ষিত ও রাহুল মজুমদার।
সিরিয়ালের নামভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে দীপান্বিতা রক্ষিতকে। এর আগে ‘সাঁঝের বাতি’ সিরিয়ালে নায়িকা চারুর বোন চুমকির চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা। সেখানে খলচরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে। তবে ‘সাঁঝের বাতি’ থেকে সরে এসেছেন অনেক দিন আগেই।
এবার দর্শকের জন্য নতুন চমক নিয়ে আবারও পর্দায় ফিরছেন দীপান্বিতা। তাঁর সঙ্গেই টেলিভিশনের পর্দায় কামব্যাক করতে চলেছেন ‘ভাগ্যলক্ষ্মী’ সিরিয়ালের মূল চরিত্র রাহুল মজুমদার। ‘ভাগ্যলক্ষ্মী’তে বোধায়ন চরিত্রে রাহুল মজুমদারের অভিনয় পছন্দ করেছিল দর্শক। তবে মাত্র কয়েক মাসের মধ্যেই সিরিয়ালটি বন্ধ হয়ে যায়। অনেকে রাহুলকে নিয়ে আফসোস করেছিল তখন। ‘খুকুমণি হোম ডেলিভারি’তে দীপান্বিতার বিপরীতে মুখ্য ভূমিকাতেই থাকছেন রাহুল। রাহুল মজুমদার এই সিরিয়ালে একজন মানসিক ভারসাম্যহীনের চরিত্রে অভিনয় করছেন।
নতুন এই ধারাবাহিক সম্প্রচারের দিনক্ষণ সম্পর্কে চ্যানেলের তরফ থেকে কিছুই জানানো হয়নি। তবে ধারাবাহিকের প্রোমো দেখে দর্শকের অনুমান, দুর্গাপূজার মৌসুমেই এবার শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। ধারাবাহিকের প্রোমোর ব্যাকগ্রাউন্ডে বাজছে ঢাকের আওয়াজ। আবার খুকুমণি অর্থাৎ দীপান্বিতার ব্যাকগ্রাউন্ডেও দুর্গার ১০ হাত দেখানো হয়েছে। এক সাধারণ মেয়ে কীভাবে ১০ হাতে নিজের হোম ডেলিভারি ব্যবসা সামলাচ্ছে, তা নিয়েই এই ধারাবাহিকের গল্প।
লকডাউনের সময়ে উপার্জন হারিয়ে সংসার বাঁচাতে অনেকেই শুরু করেছেন হোম ডেলিভারির ব্যবসা। এমন ঘটনার অনুপ্রেরণা নিয়েই স্টার জলসার পর্দায় আসছে নতুন সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’। এই সিরিয়ালে জুটি বাঁধতে চলেছেন স্টার জলসার দুই পরিচিত মুখ, দীপান্বিতা রক্ষিত ও রাহুল মজুমদার।
সিরিয়ালের নামভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে দীপান্বিতা রক্ষিতকে। এর আগে ‘সাঁঝের বাতি’ সিরিয়ালে নায়িকা চারুর বোন চুমকির চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা। সেখানে খলচরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে। তবে ‘সাঁঝের বাতি’ থেকে সরে এসেছেন অনেক দিন আগেই।
এবার দর্শকের জন্য নতুন চমক নিয়ে আবারও পর্দায় ফিরছেন দীপান্বিতা। তাঁর সঙ্গেই টেলিভিশনের পর্দায় কামব্যাক করতে চলেছেন ‘ভাগ্যলক্ষ্মী’ সিরিয়ালের মূল চরিত্র রাহুল মজুমদার। ‘ভাগ্যলক্ষ্মী’তে বোধায়ন চরিত্রে রাহুল মজুমদারের অভিনয় পছন্দ করেছিল দর্শক। তবে মাত্র কয়েক মাসের মধ্যেই সিরিয়ালটি বন্ধ হয়ে যায়। অনেকে রাহুলকে নিয়ে আফসোস করেছিল তখন। ‘খুকুমণি হোম ডেলিভারি’তে দীপান্বিতার বিপরীতে মুখ্য ভূমিকাতেই থাকছেন রাহুল। রাহুল মজুমদার এই সিরিয়ালে একজন মানসিক ভারসাম্যহীনের চরিত্রে অভিনয় করছেন।
নতুন এই ধারাবাহিক সম্প্রচারের দিনক্ষণ সম্পর্কে চ্যানেলের তরফ থেকে কিছুই জানানো হয়নি। তবে ধারাবাহিকের প্রোমো দেখে দর্শকের অনুমান, দুর্গাপূজার মৌসুমেই এবার শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। ধারাবাহিকের প্রোমোর ব্যাকগ্রাউন্ডে বাজছে ঢাকের আওয়াজ। আবার খুকুমণি অর্থাৎ দীপান্বিতার ব্যাকগ্রাউন্ডেও দুর্গার ১০ হাত দেখানো হয়েছে। এক সাধারণ মেয়ে কীভাবে ১০ হাতে নিজের হোম ডেলিভারি ব্যবসা সামলাচ্ছে, তা নিয়েই এই ধারাবাহিকের গল্প।
বাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
১০ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
১০ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
১০ ঘণ্টা আগেঅভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। ওই গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসা ঘিরেই নাটকের কাহিনি। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। ১৩ অক্টোবর থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। দেখা যাবে সোম থেকে...
১০ ঘণ্টা আগে