লকডাউনের সময়ে উপার্জন হারিয়ে সংসার বাঁচাতে অনেকেই শুরু করেছেন হোম ডেলিভারির ব্যবসা। এমন ঘটনার অনুপ্রেরণা নিয়েই স্টার জলসার পর্দায় আসছে নতুন সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’। এই সিরিয়ালে জুটি বাঁধতে চলেছেন স্টার জলসার দুই পরিচিত মুখ, দীপান্বিতা রক্ষিত ও রাহুল মজুমদার।
সিরিয়ালের নামভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে দীপান্বিতা রক্ষিতকে। এর আগে ‘সাঁঝের বাতি’ সিরিয়ালে নায়িকা চারুর বোন চুমকির চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা। সেখানে খলচরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে। তবে ‘সাঁঝের বাতি’ থেকে সরে এসেছেন অনেক দিন আগেই।
এবার দর্শকের জন্য নতুন চমক নিয়ে আবারও পর্দায় ফিরছেন দীপান্বিতা। তাঁর সঙ্গেই টেলিভিশনের পর্দায় কামব্যাক করতে চলেছেন ‘ভাগ্যলক্ষ্মী’ সিরিয়ালের মূল চরিত্র রাহুল মজুমদার। ‘ভাগ্যলক্ষ্মী’তে বোধায়ন চরিত্রে রাহুল মজুমদারের অভিনয় পছন্দ করেছিল দর্শক। তবে মাত্র কয়েক মাসের মধ্যেই সিরিয়ালটি বন্ধ হয়ে যায়। অনেকে রাহুলকে নিয়ে আফসোস করেছিল তখন। ‘খুকুমণি হোম ডেলিভারি’তে দীপান্বিতার বিপরীতে মুখ্য ভূমিকাতেই থাকছেন রাহুল। রাহুল মজুমদার এই সিরিয়ালে একজন মানসিক ভারসাম্যহীনের চরিত্রে অভিনয় করছেন।
নতুন এই ধারাবাহিক সম্প্রচারের দিনক্ষণ সম্পর্কে চ্যানেলের তরফ থেকে কিছুই জানানো হয়নি। তবে ধারাবাহিকের প্রোমো দেখে দর্শকের অনুমান, দুর্গাপূজার মৌসুমেই এবার শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। ধারাবাহিকের প্রোমোর ব্যাকগ্রাউন্ডে বাজছে ঢাকের আওয়াজ। আবার খুকুমণি অর্থাৎ দীপান্বিতার ব্যাকগ্রাউন্ডেও দুর্গার ১০ হাত দেখানো হয়েছে। এক সাধারণ মেয়ে কীভাবে ১০ হাতে নিজের হোম ডেলিভারি ব্যবসা সামলাচ্ছে, তা নিয়েই এই ধারাবাহিকের গল্প।
লকডাউনের সময়ে উপার্জন হারিয়ে সংসার বাঁচাতে অনেকেই শুরু করেছেন হোম ডেলিভারির ব্যবসা। এমন ঘটনার অনুপ্রেরণা নিয়েই স্টার জলসার পর্দায় আসছে নতুন সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’। এই সিরিয়ালে জুটি বাঁধতে চলেছেন স্টার জলসার দুই পরিচিত মুখ, দীপান্বিতা রক্ষিত ও রাহুল মজুমদার।
সিরিয়ালের নামভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে দীপান্বিতা রক্ষিতকে। এর আগে ‘সাঁঝের বাতি’ সিরিয়ালে নায়িকা চারুর বোন চুমকির চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা। সেখানে খলচরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে। তবে ‘সাঁঝের বাতি’ থেকে সরে এসেছেন অনেক দিন আগেই।
এবার দর্শকের জন্য নতুন চমক নিয়ে আবারও পর্দায় ফিরছেন দীপান্বিতা। তাঁর সঙ্গেই টেলিভিশনের পর্দায় কামব্যাক করতে চলেছেন ‘ভাগ্যলক্ষ্মী’ সিরিয়ালের মূল চরিত্র রাহুল মজুমদার। ‘ভাগ্যলক্ষ্মী’তে বোধায়ন চরিত্রে রাহুল মজুমদারের অভিনয় পছন্দ করেছিল দর্শক। তবে মাত্র কয়েক মাসের মধ্যেই সিরিয়ালটি বন্ধ হয়ে যায়। অনেকে রাহুলকে নিয়ে আফসোস করেছিল তখন। ‘খুকুমণি হোম ডেলিভারি’তে দীপান্বিতার বিপরীতে মুখ্য ভূমিকাতেই থাকছেন রাহুল। রাহুল মজুমদার এই সিরিয়ালে একজন মানসিক ভারসাম্যহীনের চরিত্রে অভিনয় করছেন।
নতুন এই ধারাবাহিক সম্প্রচারের দিনক্ষণ সম্পর্কে চ্যানেলের তরফ থেকে কিছুই জানানো হয়নি। তবে ধারাবাহিকের প্রোমো দেখে দর্শকের অনুমান, দুর্গাপূজার মৌসুমেই এবার শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। ধারাবাহিকের প্রোমোর ব্যাকগ্রাউন্ডে বাজছে ঢাকের আওয়াজ। আবার খুকুমণি অর্থাৎ দীপান্বিতার ব্যাকগ্রাউন্ডেও দুর্গার ১০ হাত দেখানো হয়েছে। এক সাধারণ মেয়ে কীভাবে ১০ হাতে নিজের হোম ডেলিভারি ব্যবসা সামলাচ্ছে, তা নিয়েই এই ধারাবাহিকের গল্প।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
২০ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১ দিন আগে