আজ শুক্রবার সকালে প্রকাশ করা হয়েছে বহুল প্রত্যাশিত সিরিজ মহানগরের দ্বিতীয় কিস্তি ‘মহানগর ২’-এর ট্রেলার। আশফাক নিপুন পরিচালিত সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ এপ্রিল। সিরিজটির প্রথম সিজন মুক্তির পর সাধারণ দর্শকের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাওয়ার পাশাপাশি সমালোচক মহলেও ব্যাপক সমাদৃত হয়েছিল এটি। এই ড্রামা-থ্রিলার সিরিজের প্রথম সিজনে এই মহানগরের এক রাতে ঘটে যাওয়া অনেকগুলো গল্প দেখা গিয়েছিল, কিন্তু শেষে রেখে যায় বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন। সেই রেখে যাওয়া গল্পগুলোর সত্য উন্মোচনের পাশাপাশি ওসি হারুনের চূড়ান্ত পরিণতি দেখার অপেক্ষায় ছিল দর্শক।
প্রথম সিজনে গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকে শুরু হয়েছে ‘মহানগর ২’-এর ট্রেলার। ট্রেলারে দেখা যায়, পুলিশের দুর্নীতি এবং ওপরমহলের নোংরা রাজনীতির কারণে মহানগরের অতিসাধারণ কিছু মানুষ আটকা পড়ে নানা ধরনের ফন্দিতে। ন্যায়-অন্যায়ের জীর্ণ জালে যখন চুনোপুঁটি আর রাগববোয়াল সবাই ছুটছে নিজস্ব কিছু এজেন্ডা বাস্তবায়নে, ঠিক সেখানেই স্বরূপে আবির্ভাব ঘটে ওসি হারুনের। ওসি হারুনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম। এই সিরিজে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, বৃন্দাবন দাস, তানজিকা আমিন ও কারাগার খ্যাত দিব্য জ্যোতিসহ আরও অনেকে।
‘মহানগর-২’-এর ট্রেলার মুক্তি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘ওসি হারুন আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে অন্যতম প্রিয় চরিত্র। এই চরিত্রের প্রতি মানুষের যে ভালোবাসা, প্রশংসা এবং পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তা আমার এবং পুরো মহানগর টিমের জন্য সত্যি অনেক বড় পাওয়া। সিজন-২-এর গল্পে এমন কিছু পাওয়া যাবে, যা আগে কখনো কেউ দেখেনি, এই ট্রেলার কেবল তার ছোট্ট একটি ঝলক। হইচইতে সিরিজটি স্ট্রিমিংয়ের আগে আমি খুব বেশি কিছু বলতে পারব না। তবে বলতে পারি, ওসি হারুনের গল্পটি যেভাবে এবার ফুটে উঠছে, তা দর্শক অবশ্যই পছন্দ করবেন।’
পরিচালক আশফাক নিপুন বলেন, ‘মহানগর আমার হৃদয়ের খুব কাছের একটি সিরিজ। দর্শক সিরিজটি যেভাবে দেখেছেন এবং সমর্থন করেছেন, পাশাপাশি দ্বিতীয় সিজনের জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তা দেখে আমি সত্যি খুব আনন্দিত। এবারই প্রথম হইচই বাংলাদেশ থেকে একটি শোর দ্বিতীয় সিজন মুক্তি পেতে যাচ্ছে। আমি আশা করছি, আমরা দর্শকদের প্রত্যাশা অনুযায়ী মানসম্পন্ন একটি গল্প ও বিনোদন দিতে পারব, যা তাদের প্রাপ্য। আমিও বাকি সবার মতো এক্সাইটেড এবং নার্ভাস। শেষ ভালো যার সব ভালো তার, আশা করছি সব ভালো হবে।’
আজ শুক্রবার সকালে প্রকাশ করা হয়েছে বহুল প্রত্যাশিত সিরিজ মহানগরের দ্বিতীয় কিস্তি ‘মহানগর ২’-এর ট্রেলার। আশফাক নিপুন পরিচালিত সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ এপ্রিল। সিরিজটির প্রথম সিজন মুক্তির পর সাধারণ দর্শকের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পাওয়ার পাশাপাশি সমালোচক মহলেও ব্যাপক সমাদৃত হয়েছিল এটি। এই ড্রামা-থ্রিলার সিরিজের প্রথম সিজনে এই মহানগরের এক রাতে ঘটে যাওয়া অনেকগুলো গল্প দেখা গিয়েছিল, কিন্তু শেষে রেখে যায় বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন। সেই রেখে যাওয়া গল্পগুলোর সত্য উন্মোচনের পাশাপাশি ওসি হারুনের চূড়ান্ত পরিণতি দেখার অপেক্ষায় ছিল দর্শক।
প্রথম সিজনে গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকে শুরু হয়েছে ‘মহানগর ২’-এর ট্রেলার। ট্রেলারে দেখা যায়, পুলিশের দুর্নীতি এবং ওপরমহলের নোংরা রাজনীতির কারণে মহানগরের অতিসাধারণ কিছু মানুষ আটকা পড়ে নানা ধরনের ফন্দিতে। ন্যায়-অন্যায়ের জীর্ণ জালে যখন চুনোপুঁটি আর রাগববোয়াল সবাই ছুটছে নিজস্ব কিছু এজেন্ডা বাস্তবায়নে, ঠিক সেখানেই স্বরূপে আবির্ভাব ঘটে ওসি হারুনের। ওসি হারুনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মোশাররফ করিম। এই সিরিজে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, বৃন্দাবন দাস, তানজিকা আমিন ও কারাগার খ্যাত দিব্য জ্যোতিসহ আরও অনেকে।
‘মহানগর-২’-এর ট্রেলার মুক্তি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘ওসি হারুন আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে অন্যতম প্রিয় চরিত্র। এই চরিত্রের প্রতি মানুষের যে ভালোবাসা, প্রশংসা এবং পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তা আমার এবং পুরো মহানগর টিমের জন্য সত্যি অনেক বড় পাওয়া। সিজন-২-এর গল্পে এমন কিছু পাওয়া যাবে, যা আগে কখনো কেউ দেখেনি, এই ট্রেলার কেবল তার ছোট্ট একটি ঝলক। হইচইতে সিরিজটি স্ট্রিমিংয়ের আগে আমি খুব বেশি কিছু বলতে পারব না। তবে বলতে পারি, ওসি হারুনের গল্পটি যেভাবে এবার ফুটে উঠছে, তা দর্শক অবশ্যই পছন্দ করবেন।’
পরিচালক আশফাক নিপুন বলেন, ‘মহানগর আমার হৃদয়ের খুব কাছের একটি সিরিজ। দর্শক সিরিজটি যেভাবে দেখেছেন এবং সমর্থন করেছেন, পাশাপাশি দ্বিতীয় সিজনের জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তা দেখে আমি সত্যি খুব আনন্দিত। এবারই প্রথম হইচই বাংলাদেশ থেকে একটি শোর দ্বিতীয় সিজন মুক্তি পেতে যাচ্ছে। আমি আশা করছি, আমরা দর্শকদের প্রত্যাশা অনুযায়ী মানসম্পন্ন একটি গল্প ও বিনোদন দিতে পারব, যা তাদের প্রাপ্য। আমিও বাকি সবার মতো এক্সাইটেড এবং নার্ভাস। শেষ ভালো যার সব ভালো তার, আশা করছি সব ভালো হবে।’
দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ বানাচ্ছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। সঙ্গে থাকবেন আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী।
১৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগেপ্রায় এক দশক ধরে রেকর্ডটি অ্যাডেলের দখলে ছিল। অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়েছিল। ২০১৫ সালের নভেম্বরে প্রকাশ পাওয়া টোয়েন্টি ফাইভ অ্যালবামটি ওই বছর ১ কোটি ৭০ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল। প্রথম সপ্তাহেই বিক্রি হয় ৩৪ লাখের বেশি কপি।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশে আসার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজেই নিশ্চিত করেছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। গতকাল বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশে আসার খবর জানিয়ে তিনি লেখেন, ‘হাই বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।’
১ দিন আগে