ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। কিন্তু আর অভিনয় করতে চান না। একজন আদর্শ গৃহিণী ও মা হয়ে জীবন উপভোগ করতে চান। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই অভিনেত্রী সম্প্রতি বিয়ে করেছেন। শিগ্গিরই মা হতে চলেছেন।
তিনি টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকর। ‘শ্বশুরাল সিমার কা’ শোয়ে প্রধান চরিত্রে অভিনয় করে দেশব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল একই শোয়ের রিবুট ‘শ্বশুরাল সিমার কা ২’-এ।
একটি সাক্ষাৎকারে অভিনেত্রী দীপিকা বলেছেন, তিনি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। ‘একজন গৃহিণী এবং মা হিসেবে জীবন উপভোগ করতে চান।’ বলেছেন অভিনেত্রী।
দীপিকা ‘শ্বশুরাল সিমার কা’ শোর সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেছেন। অভিনেত্রী বলেছেন, ‘আমি গর্ভাবস্থার এই পর্বটি উপভোগ করছি। আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছি। আমাদের এখন উত্তেজনা অন্য মাত্রায়।’ দীপিকা বলেন, ‘আমি খুব অল্প বয়সে কাজ শুরু করেছিলাম। প্রায় ১০-১৫ বছর ধরে চালিয়ে গিয়েছি। আমার গর্ভাবস্থার প্রথম দিকেই শোয়েবকে বলেছিলাম, আমি আর কাজ করতে চাই না, অভিনয় ছেড়ে দিতে চাই। আমি একজন গৃহিণী এবং মা হিসেবে জীবন যাপন করতে চাই।’
একই কথোপকথনে দীপিকা আরও বলেছেন, তাঁর স্বপ্ন সব সময়ই একজন গৃহিণী হয়ে জীবন যাপন করা। বিনোদনজগতে তাঁর ক্যারিয়ারটি ছিল একটি ‘সুখী দুর্ঘটনা’। তিনি সৌভাগ্যবান গর্ভাবস্থা উপভোগ করতে পারছেন। স্বামী, অভিনেতা শোয়েব ইব্রাহিমও তাঁদের সন্তান জন্মের পর কয়েক মাস ছুটি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
গত জানুয়ারিতে এই দম্পতি ইনস্টাগ্রাম পোস্টে তাঁদের অনাগত প্রথম সন্তানের ঘোষণা দেন।
শ্বশুরাল সিমার কা ছাড়াও দীপিকা কাকর ‘কাহান হাম কাহান তুম’, ‘আগলে জনম মোহে বিতিয়া হি কিজো’র মতো শোয়ে কাজ করেছেন। রিয়েলিটি শো বিগ বস ১২-এর চ্যাম্পিয়ন ছিলেন তিনি।
ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। কিন্তু আর অভিনয় করতে চান না। একজন আদর্শ গৃহিণী ও মা হয়ে জীবন উপভোগ করতে চান। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই অভিনেত্রী সম্প্রতি বিয়ে করেছেন। শিগ্গিরই মা হতে চলেছেন।
তিনি টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকর। ‘শ্বশুরাল সিমার কা’ শোয়ে প্রধান চরিত্রে অভিনয় করে দেশব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল একই শোয়ের রিবুট ‘শ্বশুরাল সিমার কা ২’-এ।
একটি সাক্ষাৎকারে অভিনেত্রী দীপিকা বলেছেন, তিনি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। ‘একজন গৃহিণী এবং মা হিসেবে জীবন উপভোগ করতে চান।’ বলেছেন অভিনেত্রী।
দীপিকা ‘শ্বশুরাল সিমার কা’ শোর সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেছেন। অভিনেত্রী বলেছেন, ‘আমি গর্ভাবস্থার এই পর্বটি উপভোগ করছি। আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছি। আমাদের এখন উত্তেজনা অন্য মাত্রায়।’ দীপিকা বলেন, ‘আমি খুব অল্প বয়সে কাজ শুরু করেছিলাম। প্রায় ১০-১৫ বছর ধরে চালিয়ে গিয়েছি। আমার গর্ভাবস্থার প্রথম দিকেই শোয়েবকে বলেছিলাম, আমি আর কাজ করতে চাই না, অভিনয় ছেড়ে দিতে চাই। আমি একজন গৃহিণী এবং মা হিসেবে জীবন যাপন করতে চাই।’
একই কথোপকথনে দীপিকা আরও বলেছেন, তাঁর স্বপ্ন সব সময়ই একজন গৃহিণী হয়ে জীবন যাপন করা। বিনোদনজগতে তাঁর ক্যারিয়ারটি ছিল একটি ‘সুখী দুর্ঘটনা’। তিনি সৌভাগ্যবান গর্ভাবস্থা উপভোগ করতে পারছেন। স্বামী, অভিনেতা শোয়েব ইব্রাহিমও তাঁদের সন্তান জন্মের পর কয়েক মাস ছুটি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
গত জানুয়ারিতে এই দম্পতি ইনস্টাগ্রাম পোস্টে তাঁদের অনাগত প্রথম সন্তানের ঘোষণা দেন।
শ্বশুরাল সিমার কা ছাড়াও দীপিকা কাকর ‘কাহান হাম কাহান তুম’, ‘আগলে জনম মোহে বিতিয়া হি কিজো’র মতো শোয়ে কাজ করেছেন। রিয়েলিটি শো বিগ বস ১২-এর চ্যাম্পিয়ন ছিলেন তিনি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১০ ঘণ্টা আগে