ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। কিন্তু আর অভিনয় করতে চান না। একজন আদর্শ গৃহিণী ও মা হয়ে জীবন উপভোগ করতে চান। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই অভিনেত্রী সম্প্রতি বিয়ে করেছেন। শিগ্গিরই মা হতে চলেছেন।
তিনি টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকর। ‘শ্বশুরাল সিমার কা’ শোয়ে প্রধান চরিত্রে অভিনয় করে দেশব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল একই শোয়ের রিবুট ‘শ্বশুরাল সিমার কা ২’-এ।
একটি সাক্ষাৎকারে অভিনেত্রী দীপিকা বলেছেন, তিনি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। ‘একজন গৃহিণী এবং মা হিসেবে জীবন উপভোগ করতে চান।’ বলেছেন অভিনেত্রী।
দীপিকা ‘শ্বশুরাল সিমার কা’ শোর সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেছেন। অভিনেত্রী বলেছেন, ‘আমি গর্ভাবস্থার এই পর্বটি উপভোগ করছি। আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছি। আমাদের এখন উত্তেজনা অন্য মাত্রায়।’ দীপিকা বলেন, ‘আমি খুব অল্প বয়সে কাজ শুরু করেছিলাম। প্রায় ১০-১৫ বছর ধরে চালিয়ে গিয়েছি। আমার গর্ভাবস্থার প্রথম দিকেই শোয়েবকে বলেছিলাম, আমি আর কাজ করতে চাই না, অভিনয় ছেড়ে দিতে চাই। আমি একজন গৃহিণী এবং মা হিসেবে জীবন যাপন করতে চাই।’
একই কথোপকথনে দীপিকা আরও বলেছেন, তাঁর স্বপ্ন সব সময়ই একজন গৃহিণী হয়ে জীবন যাপন করা। বিনোদনজগতে তাঁর ক্যারিয়ারটি ছিল একটি ‘সুখী দুর্ঘটনা’। তিনি সৌভাগ্যবান গর্ভাবস্থা উপভোগ করতে পারছেন। স্বামী, অভিনেতা শোয়েব ইব্রাহিমও তাঁদের সন্তান জন্মের পর কয়েক মাস ছুটি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
গত জানুয়ারিতে এই দম্পতি ইনস্টাগ্রাম পোস্টে তাঁদের অনাগত প্রথম সন্তানের ঘোষণা দেন।
শ্বশুরাল সিমার কা ছাড়াও দীপিকা কাকর ‘কাহান হাম কাহান তুম’, ‘আগলে জনম মোহে বিতিয়া হি কিজো’র মতো শোয়ে কাজ করেছেন। রিয়েলিটি শো বিগ বস ১২-এর চ্যাম্পিয়ন ছিলেন তিনি।
ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। কিন্তু আর অভিনয় করতে চান না। একজন আদর্শ গৃহিণী ও মা হয়ে জীবন উপভোগ করতে চান। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই অভিনেত্রী সম্প্রতি বিয়ে করেছেন। শিগ্গিরই মা হতে চলেছেন।
তিনি টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকর। ‘শ্বশুরাল সিমার কা’ শোয়ে প্রধান চরিত্রে অভিনয় করে দেশব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল একই শোয়ের রিবুট ‘শ্বশুরাল সিমার কা ২’-এ।
একটি সাক্ষাৎকারে অভিনেত্রী দীপিকা বলেছেন, তিনি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। ‘একজন গৃহিণী এবং মা হিসেবে জীবন উপভোগ করতে চান।’ বলেছেন অভিনেত্রী।
দীপিকা ‘শ্বশুরাল সিমার কা’ শোর সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেছেন। অভিনেত্রী বলেছেন, ‘আমি গর্ভাবস্থার এই পর্বটি উপভোগ করছি। আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছি। আমাদের এখন উত্তেজনা অন্য মাত্রায়।’ দীপিকা বলেন, ‘আমি খুব অল্প বয়সে কাজ শুরু করেছিলাম। প্রায় ১০-১৫ বছর ধরে চালিয়ে গিয়েছি। আমার গর্ভাবস্থার প্রথম দিকেই শোয়েবকে বলেছিলাম, আমি আর কাজ করতে চাই না, অভিনয় ছেড়ে দিতে চাই। আমি একজন গৃহিণী এবং মা হিসেবে জীবন যাপন করতে চাই।’
একই কথোপকথনে দীপিকা আরও বলেছেন, তাঁর স্বপ্ন সব সময়ই একজন গৃহিণী হয়ে জীবন যাপন করা। বিনোদনজগতে তাঁর ক্যারিয়ারটি ছিল একটি ‘সুখী দুর্ঘটনা’। তিনি সৌভাগ্যবান গর্ভাবস্থা উপভোগ করতে পারছেন। স্বামী, অভিনেতা শোয়েব ইব্রাহিমও তাঁদের সন্তান জন্মের পর কয়েক মাস ছুটি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
গত জানুয়ারিতে এই দম্পতি ইনস্টাগ্রাম পোস্টে তাঁদের অনাগত প্রথম সন্তানের ঘোষণা দেন।
শ্বশুরাল সিমার কা ছাড়াও দীপিকা কাকর ‘কাহান হাম কাহান তুম’, ‘আগলে জনম মোহে বিতিয়া হি কিজো’র মতো শোয়ে কাজ করেছেন। রিয়েলিটি শো বিগ বস ১২-এর চ্যাম্পিয়ন ছিলেন তিনি।
দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ বানাচ্ছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। সঙ্গে থাকবেন আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী।
১৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগেপ্রায় এক দশক ধরে রেকর্ডটি অ্যাডেলের দখলে ছিল। অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়েছিল। ২০১৫ সালের নভেম্বরে প্রকাশ পাওয়া টোয়েন্টি ফাইভ অ্যালবামটি ওই বছর ১ কোটি ৭০ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল। প্রথম সপ্তাহেই বিক্রি হয় ৩৪ লাখের বেশি কপি।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশে আসার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজেই নিশ্চিত করেছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। গতকাল বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশে আসার খবর জানিয়ে তিনি লেখেন, ‘হাই বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।’
১ দিন আগে