অবশেষে গতকাল রোববার মুক্তি পেল ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’–এর ট্রেলার। ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারে সত্যান্বেষীর চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অজিত চরিত্রে তাঁর সঙ্গী এবার ভাস্বর চট্টোপাধ্যায়। আর স্ত্রী সত্যবতীর ভূমিকায় বরাবরের মতো অভিনয় করেছেন ঋদ্ধিমা ঘোষ। এক অমোঘ রহস্যের হাতছানির সমাধান কি করতে পারবেন ব্যোমকেশ?
ব্যোমকেশের সামনে রয়েছে নিশানাথ বাবুর মৃত্যুরহস্য সমাধানের হাতছানি। যেখানে সন্দেহভাজন অপরাধী অনেকেই। এমতাবস্থায় তিনি পারবেন কি রহস্যের পর্দা ফাঁস করতে? একই সঙ্গে এবার ব্যোমকেশকে এই প্রশ্নের মুখে পড়তে দেখা যায়, তিনি কখনো কোনো রহস্যের সমাধান করতে অসফল হয়েছেন কি না? ট্রেলারের শুরুতেই শোনা যায় ফোনের রিংয়ের শব্দ, সঙ্গে ব্যোমকেশের গমগমে কণ্ঠস্বরে ‘হ্যালো’। এরপরই পর্দায় একটার পর একটা চরিত্র ফুটে উঠতে থাকে। একটি দৃশ্যের সংলাপের সঙ্গে অদ্ভুতভাবে মিশে যায় পরের দৃশ্যটির সংলাপ।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা চিড়িয়াখানা গল্প অবলম্বনে নির্মিত সিরিজটির ট্রেলার গতকাল রোববার প্রকাশ্যে আনে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ক্যাপশনে হইচই লিখেছে ‘পিঁজরাপোল থেকে হাতছানি দিচ্ছে এক হাড়হিম করা রহস্য। প্রশ্ন একটাই —আমাদের সত্যান্বেষী কি এই তদন্তে হবে সফল?’ আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সিরিজটি।
ব্যোমকেশ ও পিঁজরাপোলে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন– অনির্বাণ, ভাস্বর এবং ঋদ্ধিমা। এ ছাড়া আরও দেখা যাবে অনুষ্কা চক্রবর্তী, সৌমিক মৈত্র, দুর্বার শর্মা, কৌশিক হাফিজি প্রমুখকে। সিরিজটি পরিচালনা করেছেন সুদীপ্ত রায়। চিত্রগ্রহণে রয়েছেন অয়ন শীল। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।
অবশেষে গতকাল রোববার মুক্তি পেল ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’–এর ট্রেলার। ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলারে সত্যান্বেষীর চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অজিত চরিত্রে তাঁর সঙ্গী এবার ভাস্বর চট্টোপাধ্যায়। আর স্ত্রী সত্যবতীর ভূমিকায় বরাবরের মতো অভিনয় করেছেন ঋদ্ধিমা ঘোষ। এক অমোঘ রহস্যের হাতছানির সমাধান কি করতে পারবেন ব্যোমকেশ?
ব্যোমকেশের সামনে রয়েছে নিশানাথ বাবুর মৃত্যুরহস্য সমাধানের হাতছানি। যেখানে সন্দেহভাজন অপরাধী অনেকেই। এমতাবস্থায় তিনি পারবেন কি রহস্যের পর্দা ফাঁস করতে? একই সঙ্গে এবার ব্যোমকেশকে এই প্রশ্নের মুখে পড়তে দেখা যায়, তিনি কখনো কোনো রহস্যের সমাধান করতে অসফল হয়েছেন কি না? ট্রেলারের শুরুতেই শোনা যায় ফোনের রিংয়ের শব্দ, সঙ্গে ব্যোমকেশের গমগমে কণ্ঠস্বরে ‘হ্যালো’। এরপরই পর্দায় একটার পর একটা চরিত্র ফুটে উঠতে থাকে। একটি দৃশ্যের সংলাপের সঙ্গে অদ্ভুতভাবে মিশে যায় পরের দৃশ্যটির সংলাপ।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা চিড়িয়াখানা গল্প অবলম্বনে নির্মিত সিরিজটির ট্রেলার গতকাল রোববার প্রকাশ্যে আনে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ক্যাপশনে হইচই লিখেছে ‘পিঁজরাপোল থেকে হাতছানি দিচ্ছে এক হাড়হিম করা রহস্য। প্রশ্ন একটাই —আমাদের সত্যান্বেষী কি এই তদন্তে হবে সফল?’ আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সিরিজটি।
ব্যোমকেশ ও পিঁজরাপোলে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন– অনির্বাণ, ভাস্বর এবং ঋদ্ধিমা। এ ছাড়া আরও দেখা যাবে অনুষ্কা চক্রবর্তী, সৌমিক মৈত্র, দুর্বার শর্মা, কৌশিক হাফিজি প্রমুখকে। সিরিজটি পরিচালনা করেছেন সুদীপ্ত রায়। চিত্রগ্রহণে রয়েছেন অয়ন শীল। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।
দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ বানাচ্ছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। সঙ্গে থাকবেন আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী।
১৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগেপ্রায় এক দশক ধরে রেকর্ডটি অ্যাডেলের দখলে ছিল। অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়েছিল। ২০১৫ সালের নভেম্বরে প্রকাশ পাওয়া টোয়েন্টি ফাইভ অ্যালবামটি ওই বছর ১ কোটি ৭০ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল। প্রথম সপ্তাহেই বিক্রি হয় ৩৪ লাখের বেশি কপি।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশে আসার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজেই নিশ্চিত করেছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। গতকাল বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশে আসার খবর জানিয়ে তিনি লেখেন, ‘হাই বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।’
১ দিন আগে