ভূতের গল্প বানিয়েছেন নুহাশ হুমায়ূন। একদম বাঙালি ভূতের গল্প। যে গল্পে শাঁকচুন্নি, পিশাচ, পেত্নী সবই থাকবে। নুহাশ হুমায়ূনের পরিচালনায় চরকিতে আসছে ভৌতিক ঘরানার অ্যান্থলজি সিরিজ ‘পেটকাটা ষ’।
জানা গেছে, এই সিরিজে থাকবে ৪টি পর্ব। পর্বগুলোর নাম রাখা হয়েছে ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’। এপ্রিল মাসের প্রত্যেক বৃহস্পতিবার রাত ৭টা ৫৯ মিনিটে সিরিজের একেকটি পর্ব দেওয়া হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
কেন এই সিরিজের নাম ‘পেটকাটা ষ’, এ প্রশ্নের উত্তরে নুহাশ হুমায়ূন বলেন, ‘মূর্ধন্য ষ-কে আমরা সবাই ছোটবেলা থেকে পেটকাটা ষ বলি। কেউ বাংলা ভাষা শিখলেই এই অক্ষরটাকে পেটকাটা ষ বলে ও চিনে। কিন্তু কেন? কোনো বাংলা বই বা কোথাও কিন্তু এমনটা লেখা নেই। খুব ভৌতিক একটা অদ্ভুত নাম। কিন্তু কেমন করে যেন লোককথার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে নামটি পরিচিত হয়ে গেছে। আমার মনে হয়েছিল, এই ভূতের গল্পগুলোও একই রকম। কোথাও লেখা নেই। পুরাটা লোককথা। কিন্তু মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে গেছে।’
নির্মাতা নুহাশ হুমায়ূন আরও বলেন, ‘কিছু বাংলা ভূতের গল্প আছে আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জ্বীন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এইসব ক্লাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এই গল্পগুলোকে পর্দায় আনার জন্যই আমার এ উদ্যোগ। পেটকাটা ষ ওয়েব সিরিজে সেই ক্লাসিক গল্পগুলোকে নতুন করে উপস্থাপন করেছি।’
ভূতের গল্প বানিয়েছেন নুহাশ হুমায়ূন। একদম বাঙালি ভূতের গল্প। যে গল্পে শাঁকচুন্নি, পিশাচ, পেত্নী সবই থাকবে। নুহাশ হুমায়ূনের পরিচালনায় চরকিতে আসছে ভৌতিক ঘরানার অ্যান্থলজি সিরিজ ‘পেটকাটা ষ’।
জানা গেছে, এই সিরিজে থাকবে ৪টি পর্ব। পর্বগুলোর নাম রাখা হয়েছে ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’। এপ্রিল মাসের প্রত্যেক বৃহস্পতিবার রাত ৭টা ৫৯ মিনিটে সিরিজের একেকটি পর্ব দেওয়া হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
কেন এই সিরিজের নাম ‘পেটকাটা ষ’, এ প্রশ্নের উত্তরে নুহাশ হুমায়ূন বলেন, ‘মূর্ধন্য ষ-কে আমরা সবাই ছোটবেলা থেকে পেটকাটা ষ বলি। কেউ বাংলা ভাষা শিখলেই এই অক্ষরটাকে পেটকাটা ষ বলে ও চিনে। কিন্তু কেন? কোনো বাংলা বই বা কোথাও কিন্তু এমনটা লেখা নেই। খুব ভৌতিক একটা অদ্ভুত নাম। কিন্তু কেমন করে যেন লোককথার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে নামটি পরিচিত হয়ে গেছে। আমার মনে হয়েছিল, এই ভূতের গল্পগুলোও একই রকম। কোথাও লেখা নেই। পুরাটা লোককথা। কিন্তু মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে গেছে।’
নির্মাতা নুহাশ হুমায়ূন আরও বলেন, ‘কিছু বাংলা ভূতের গল্প আছে আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জ্বীন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এইসব ক্লাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এই গল্পগুলোকে পর্দায় আনার জন্যই আমার এ উদ্যোগ। পেটকাটা ষ ওয়েব সিরিজে সেই ক্লাসিক গল্পগুলোকে নতুন করে উপস্থাপন করেছি।’
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্ক চুকে গেছে সেই কবেই। হলিউড তারকা ব্র্যাড পিট এখন নতুন সম্পর্কে আছেন। শুক্রবার একটি বিশেষ প্রতিবেদনে মার্কিন ম্যাগাজিন ‘পিপল’ জানিয়েছে, পিট ও তাঁর তিন বছরের প্রেমিকা ইনেস দে র্যামন সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন।
৬ ঘণ্টা আগেদেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ বানাচ্ছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। সঙ্গে থাকবেন আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী।
১ দিন আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগেপ্রায় এক দশক ধরে রেকর্ডটি অ্যাডেলের দখলে ছিল। অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি প্রথম সপ্তাহে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়েছিল। ২০১৫ সালের নভেম্বরে প্রকাশ পাওয়া টোয়েন্টি ফাইভ অ্যালবামটি ওই বছর ১ কোটি ৭০ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল। প্রথম সপ্তাহেই বিক্রি হয় ৩৪ লাখের বেশি কপি।
১ দিন আগে