ভূতের গল্প বানিয়েছেন নুহাশ হুমায়ূন। একদম বাঙালি ভূতের গল্প। যে গল্পে শাঁকচুন্নি, পিশাচ, পেত্নী সবই থাকবে। নুহাশ হুমায়ূনের পরিচালনায় চরকিতে আসছে ভৌতিক ঘরানার অ্যান্থলজি সিরিজ ‘পেটকাটা ষ’।
জানা গেছে, এই সিরিজে থাকবে ৪টি পর্ব। পর্বগুলোর নাম রাখা হয়েছে ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’। এপ্রিল মাসের প্রত্যেক বৃহস্পতিবার রাত ৭টা ৫৯ মিনিটে সিরিজের একেকটি পর্ব দেওয়া হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
কেন এই সিরিজের নাম ‘পেটকাটা ষ’, এ প্রশ্নের উত্তরে নুহাশ হুমায়ূন বলেন, ‘মূর্ধন্য ষ-কে আমরা সবাই ছোটবেলা থেকে পেটকাটা ষ বলি। কেউ বাংলা ভাষা শিখলেই এই অক্ষরটাকে পেটকাটা ষ বলে ও চিনে। কিন্তু কেন? কোনো বাংলা বই বা কোথাও কিন্তু এমনটা লেখা নেই। খুব ভৌতিক একটা অদ্ভুত নাম। কিন্তু কেমন করে যেন লোককথার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে নামটি পরিচিত হয়ে গেছে। আমার মনে হয়েছিল, এই ভূতের গল্পগুলোও একই রকম। কোথাও লেখা নেই। পুরাটা লোককথা। কিন্তু মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে গেছে।’
নির্মাতা নুহাশ হুমায়ূন আরও বলেন, ‘কিছু বাংলা ভূতের গল্প আছে আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জ্বীন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এইসব ক্লাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এই গল্পগুলোকে পর্দায় আনার জন্যই আমার এ উদ্যোগ। পেটকাটা ষ ওয়েব সিরিজে সেই ক্লাসিক গল্পগুলোকে নতুন করে উপস্থাপন করেছি।’
ভূতের গল্প বানিয়েছেন নুহাশ হুমায়ূন। একদম বাঙালি ভূতের গল্প। যে গল্পে শাঁকচুন্নি, পিশাচ, পেত্নী সবই থাকবে। নুহাশ হুমায়ূনের পরিচালনায় চরকিতে আসছে ভৌতিক ঘরানার অ্যান্থলজি সিরিজ ‘পেটকাটা ষ’।
জানা গেছে, এই সিরিজে থাকবে ৪টি পর্ব। পর্বগুলোর নাম রাখা হয়েছে ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’। এপ্রিল মাসের প্রত্যেক বৃহস্পতিবার রাত ৭টা ৫৯ মিনিটে সিরিজের একেকটি পর্ব দেওয়া হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
কেন এই সিরিজের নাম ‘পেটকাটা ষ’, এ প্রশ্নের উত্তরে নুহাশ হুমায়ূন বলেন, ‘মূর্ধন্য ষ-কে আমরা সবাই ছোটবেলা থেকে পেটকাটা ষ বলি। কেউ বাংলা ভাষা শিখলেই এই অক্ষরটাকে পেটকাটা ষ বলে ও চিনে। কিন্তু কেন? কোনো বাংলা বই বা কোথাও কিন্তু এমনটা লেখা নেই। খুব ভৌতিক একটা অদ্ভুত নাম। কিন্তু কেমন করে যেন লোককথার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে নামটি পরিচিত হয়ে গেছে। আমার মনে হয়েছিল, এই ভূতের গল্পগুলোও একই রকম। কোথাও লেখা নেই। পুরাটা লোককথা। কিন্তু মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে গেছে।’
নির্মাতা নুহাশ হুমায়ূন আরও বলেন, ‘কিছু বাংলা ভূতের গল্প আছে আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জ্বীন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এইসব ক্লাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এই গল্পগুলোকে পর্দায় আনার জন্যই আমার এ উদ্যোগ। পেটকাটা ষ ওয়েব সিরিজে সেই ক্লাসিক গল্পগুলোকে নতুন করে উপস্থাপন করেছি।’
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
১০ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১৩ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
২০ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
২০ ঘণ্টা আগে