বিতর্ক দিয়েই শেষ হলো সুরেলা সফর
শেষ হলো দীর্ঘ ছয় মাসের সুরেলা সফর। এ বছরের সারেগামাপা বিজয়ীর দেখা পাওয়া গেল। নৈহাটির ছেলে অর্কদীপ মিশ্র। প্রধানত ফোক গান করেন। লম্বা চুল, আলুথালু পোশাকের, খানিক অগোছালো এই ছেলেটির হাতেই উঠল এবারের সারেগামাপা ট্রফি। কয়েক সপ্তাহ আগেই সারেগামাপার গ্র্যান্ড ফিনালের শুটিং শেষ হয়েছিল। রোববার (১৮ এপ্রিল) র