Ajker Patrika

প্রয়াণ দিনে গানে গানে সুবীর স্মরণ

বিনোদন ডেস্ক
আপডেট : ০৭ মে ২০২১, ১১: ৫৮
প্রয়াণ দিনে গানে গানে সুবীর স্মরণ

ঢাকা: জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী নেই দুবছর হয়ে গেল। ২০১৯ সালের ৭ মে ৬৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হয় সুবীর নন্দীর। প্রথম গানেই শ্রোতাদের প্রশংসা পান। এরপর নিয়মিত গেয়েছেন এ মাধ্যমে। ১৯৮১ সালে প্রকাশ হয় তাঁর প্রথম অ্যালবাম ‌‘সুবীর নন্দীর গান’। চার দশকের সংগীত জীবনে দিয়েছেন তুমুল জনপ্রিয় অনেক গান।

প্রয়াণ দিনে সুবীর নন্দীর জনপ্রিয় কিছু গান নিয়ে থাকছে এ আয়োজন-

দিন যায় কথা থাকে
গানটি মুক্তি পায় ১৯৭৯ সালে। ‘দিন যায় কথা থাকে’ সিনেমার শিরোনাম গানটি সুবীর নন্দীকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। কথা ও সুর খান আতাউর রহমানের। এই গানটির কল্যাণে সুবীর নন্দী ব্যাপক জনপ্রিয়তা পান।

আমার এ দুটি চোখ পাথর তো নয়
আলমগীর কবিরের ‘মহানায়ক’ সিনেমায় গানটি ব্যবহার হয়। ১৯৮৪ সালে মুক্তি পায় সিনেমাটি। এর গীতিকার কবি জাহিদুল হক, সুরকার শেখ সাদী খান। এ গান গেয়ে সুবীর নন্দী প্রথমবারের মতো প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

কত যে তোমাকে বেসেছি ভালো
গানটি প্রকাশ হয় ১৯৮৬ সালে। মমতাজ আলী পরিচালিত ‘উছিলা’ সিনেমায় ব্যবহার করা হয় এ গান। গীতিকার নজরুল ইসলাম বাবু। সুরকার আলী হোসেন।

একটা ছিল সোনার কন্যা
হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় আছে গানটি। লিখেছেন পরিচালক নিজেই। এর সুরকার মকসুদ জামিল মিন্টু। গানটি সুবীর নন্দীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও এনে দেয়। এ গান দিয়ে সুবীর নন্দী প্রমাণ করেন, মেলোডি ঘরানার আধুনিক গানের বাইরে ফোক গানেও তিনি সমান সাবলীল।

ও আমার উড়াল পঙ্খী রে
‘চন্দ্রকথা’ সিনেমার গান এটি। পরিচালক হুমায়ূন আহমেদ। তাঁরই লেখা এ গান। সুরকার মকসুদ জামিল মিন্টু। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই গান আজো সমান জনপ্রিয়।

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
এই গানের গীতিকার গাজী আব্দুর রাজ্জাক। সুরকার দেবু ভট্টাচার্য। গানটি সুবীর নন্দীকে অন্য এক উচ্চতায় নিয়ে যায়।

পাহাড়ের কান্না দেখে
অসাধারণ জনপ্রিয় এ গানের গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন শেখ সাদী খান। সুবীর নন্দীর ‘প্রেম বলে কিছু নেই’ অ্যালবামে আছে গানটি।

বন্ধু হতে চেয়ে তোমার
মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা, সত্য সাহার সুরে তৈরি গানটি প্রথমে রেডিওতে প্রকাশ হয়। এরপর এটি ‘প্রেম বলে কিছু নেই’ অ্যালবামে রাখা হয়।

 

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

প্রায় ৭ লাখ টাকার ধার শোধ না করায় এসপি থেকে অতিরিক্ত এসপি হলেন নিহার রঞ্জন হাওলাদার

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত