বিনোদন ডেস্ক
ঢাকা: জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী নেই দুবছর হয়ে গেল। ২০১৯ সালের ৭ মে ৬৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হয় সুবীর নন্দীর। প্রথম গানেই শ্রোতাদের প্রশংসা পান। এরপর নিয়মিত গেয়েছেন এ মাধ্যমে। ১৯৮১ সালে প্রকাশ হয় তাঁর প্রথম অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’। চার দশকের সংগীত জীবনে দিয়েছেন তুমুল জনপ্রিয় অনেক গান।
প্রয়াণ দিনে সুবীর নন্দীর জনপ্রিয় কিছু গান নিয়ে থাকছে এ আয়োজন-
দিন যায় কথা থাকে
গানটি মুক্তি পায় ১৯৭৯ সালে। ‘দিন যায় কথা থাকে’ সিনেমার শিরোনাম গানটি সুবীর নন্দীকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। কথা ও সুর খান আতাউর রহমানের। এই গানটির কল্যাণে সুবীর নন্দী ব্যাপক জনপ্রিয়তা পান।
আমার এ দুটি চোখ পাথর তো নয়
আলমগীর কবিরের ‘মহানায়ক’ সিনেমায় গানটি ব্যবহার হয়। ১৯৮৪ সালে মুক্তি পায় সিনেমাটি। এর গীতিকার কবি জাহিদুল হক, সুরকার শেখ সাদী খান। এ গান গেয়ে সুবীর নন্দী প্রথমবারের মতো প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
কত যে তোমাকে বেসেছি ভালো
গানটি প্রকাশ হয় ১৯৮৬ সালে। মমতাজ আলী পরিচালিত ‘উছিলা’ সিনেমায় ব্যবহার করা হয় এ গান। গীতিকার নজরুল ইসলাম বাবু। সুরকার আলী হোসেন।
একটা ছিল সোনার কন্যা
হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় আছে গানটি। লিখেছেন পরিচালক নিজেই। এর সুরকার মকসুদ জামিল মিন্টু। গানটি সুবীর নন্দীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও এনে দেয়। এ গান দিয়ে সুবীর নন্দী প্রমাণ করেন, মেলোডি ঘরানার আধুনিক গানের বাইরে ফোক গানেও তিনি সমান সাবলীল।
ও আমার উড়াল পঙ্খী রে
‘চন্দ্রকথা’ সিনেমার গান এটি। পরিচালক হুমায়ূন আহমেদ। তাঁরই লেখা এ গান। সুরকার মকসুদ জামিল মিন্টু। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই গান আজো সমান জনপ্রিয়।
আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
এই গানের গীতিকার গাজী আব্দুর রাজ্জাক। সুরকার দেবু ভট্টাচার্য। গানটি সুবীর নন্দীকে অন্য এক উচ্চতায় নিয়ে যায়।
পাহাড়ের কান্না দেখে
অসাধারণ জনপ্রিয় এ গানের গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন শেখ সাদী খান। সুবীর নন্দীর ‘প্রেম বলে কিছু নেই’ অ্যালবামে আছে গানটি।
বন্ধু হতে চেয়ে তোমার
মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা, সত্য সাহার সুরে তৈরি গানটি প্রথমে রেডিওতে প্রকাশ হয়। এরপর এটি ‘প্রেম বলে কিছু নেই’ অ্যালবামে রাখা হয়।
ঢাকা: জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী নেই দুবছর হয়ে গেল। ২০১৯ সালের ৭ মে ৬৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হয় সুবীর নন্দীর। প্রথম গানেই শ্রোতাদের প্রশংসা পান। এরপর নিয়মিত গেয়েছেন এ মাধ্যমে। ১৯৮১ সালে প্রকাশ হয় তাঁর প্রথম অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’। চার দশকের সংগীত জীবনে দিয়েছেন তুমুল জনপ্রিয় অনেক গান।
প্রয়াণ দিনে সুবীর নন্দীর জনপ্রিয় কিছু গান নিয়ে থাকছে এ আয়োজন-
দিন যায় কথা থাকে
গানটি মুক্তি পায় ১৯৭৯ সালে। ‘দিন যায় কথা থাকে’ সিনেমার শিরোনাম গানটি সুবীর নন্দীকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। কথা ও সুর খান আতাউর রহমানের। এই গানটির কল্যাণে সুবীর নন্দী ব্যাপক জনপ্রিয়তা পান।
আমার এ দুটি চোখ পাথর তো নয়
আলমগীর কবিরের ‘মহানায়ক’ সিনেমায় গানটি ব্যবহার হয়। ১৯৮৪ সালে মুক্তি পায় সিনেমাটি। এর গীতিকার কবি জাহিদুল হক, সুরকার শেখ সাদী খান। এ গান গেয়ে সুবীর নন্দী প্রথমবারের মতো প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
কত যে তোমাকে বেসেছি ভালো
গানটি প্রকাশ হয় ১৯৮৬ সালে। মমতাজ আলী পরিচালিত ‘উছিলা’ সিনেমায় ব্যবহার করা হয় এ গান। গীতিকার নজরুল ইসলাম বাবু। সুরকার আলী হোসেন।
একটা ছিল সোনার কন্যা
হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় আছে গানটি। লিখেছেন পরিচালক নিজেই। এর সুরকার মকসুদ জামিল মিন্টু। গানটি সুবীর নন্দীকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও এনে দেয়। এ গান দিয়ে সুবীর নন্দী প্রমাণ করেন, মেলোডি ঘরানার আধুনিক গানের বাইরে ফোক গানেও তিনি সমান সাবলীল।
ও আমার উড়াল পঙ্খী রে
‘চন্দ্রকথা’ সিনেমার গান এটি। পরিচালক হুমায়ূন আহমেদ। তাঁরই লেখা এ গান। সুরকার মকসুদ জামিল মিন্টু। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই গান আজো সমান জনপ্রিয়।
আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
এই গানের গীতিকার গাজী আব্দুর রাজ্জাক। সুরকার দেবু ভট্টাচার্য। গানটি সুবীর নন্দীকে অন্য এক উচ্চতায় নিয়ে যায়।
পাহাড়ের কান্না দেখে
অসাধারণ জনপ্রিয় এ গানের গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন শেখ সাদী খান। সুবীর নন্দীর ‘প্রেম বলে কিছু নেই’ অ্যালবামে আছে গানটি।
বন্ধু হতে চেয়ে তোমার
মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা, সত্য সাহার সুরে তৈরি গানটি প্রথমে রেডিওতে প্রকাশ হয়। এরপর এটি ‘প্রেম বলে কিছু নেই’ অ্যালবামে রাখা হয়।
ভারতের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর প্রয়াত স্ত্রী ও অভিনেত্রী শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন। ওই জমির ওপর অবৈধ মালিকানা দাবি করছেন অভিযোগ করে অন্তত তিনজন ব্যক্তির বিরুদ্ধে তিনি মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন।
৪ ঘণ্টা আগেতিনি আগে কখনোই ঢাকায় আসেননি। বান্দরবানে যেখানে ওনার বাড়ি সেখান থেকে বান্দরবান শহরে আসতেও প্রায় এক দিন লাগে। ওনার বয়স ৬০-এর বেশি। তাঁকে ঢাকায় নিয়ে এসেছিলেন তাঁর মেয়ে। তিনিও প্রথম ঢাকায় এলেন। মণিপুরি ঢোলের পুং গ্রুপটার খবর দিয়েছে আমার স্ত্রী।
১৪ ঘণ্টা আগেঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমা ‘বেলা’। বেলা দের এই বায়োপিকে ঋতুপর্ণা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। কে এই বেলা দে? আকাশবাণী কলকাতার বিশিষ্ট সঞ্চালিকা, নির্দেশক ও লেখিকা। হাজারো নারীর অনুপ্রেরণা তিনি। বাঙালি নারীদের স্বাধীনতা আর স্বীকৃতির জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম সারির
১৫ ঘণ্টা আগেপারিবারিক সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দেয়াল’। শফিক রিয়ানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা তাহিয়া, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ। আনিসুর রহমান রাজীব বলেন, ‘গল্পটা একেবারেই আমাদের চার
১৫ ঘণ্টা আগে