Ajker Patrika

সংগীত পরিচালক ফরিদ আহমেদ আর নেই

বিনোদন প্রতিবেদক
সংগীত পরিচালক ফরিদ আহমেদ আর নেই

চলে গেলেন দেশের অন্যতম সংগীত পরিচালক ফরিদ আহমেদ। টানা ২০ দিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে মারা গেলেন তিনি। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ১১ এপ্রিল থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন বরেণ্য এই সুরকার।

এর আগে মার্চের শেষ দিকে করোনা পজিটিভ হন ফরিদ আহমেদ। শারীরিক অবস্থার অবনতি হলে ২৫ মার্চ রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ফরিদ আহমেদের স্ত্রী শিউলি আক্তারও করোনা পজিটিভ হন একই সময়ে। কিন্তু তাঁর স্ত্রীর অবস্থা ভালো হলেও ফরিদ আহমেদের কোনো উন্নতি হয়নি।

চিকিৎসকরা জানিয়েছেন, ফুসফুসের ৬০ ভাগই ক্ষতিগ্রস্ত হয়েছিলো তাঁর। এছাড়া ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।

ফরিদ আহমেদ। ছবি: ফরিদ আহমেদের ফেসবুক পেজ।ফরিদ আহমেদ অনেক কালজয়ী গানের সুরকার। কুমার বিশ্বজিতের গাওয়া ‘তুমি ছাড়া আমি যেন মরুভূমি’ গানে সুর করে প্রথম জনপ্রিয়তা পান ফরিদ আহমেদ। এরপর অসংখ্য গান সৃষ্টি করেছেন তিনি।

ফরিদ আহমেদের সুর করা আলোচিত গানের মধ্যে রয়েছে ‘ইত্যাদি’ ম্যাগাজিনের টাইটেল সং ‘কেউ কেউ অবিরাম চুপি’, রুনা লায়লার ‘ফেরারী সাইরেন’, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের কণ্ঠে ‘দলছুট প্রজাপতি’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘মনেরই রাগ অনুরাগ’, চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ, হৃদয়ে মাটি ও মানুষ, সেরা কণ্ঠ প্রতিযোগিতার থিম সং, রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘তুমি আমার জীবনের গহিনে’ ইত্যাদি।

সংগীত পরিচালক হিসেবে ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ফরিদ আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, খুলনায় পত্রিকা অফিসে আগুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত