বিনোদন প্রতিবেদক
গান গেয়ে মানুষের ভালোবাসা পেয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। হয়েছেন সংসদ সদস্য। মানুষ ও সমাজের সেবা করার সুযোগ পেয়েছেন। এসবের জন্য এবার তিনি পেলেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। মমতাজের ব্যক্তিগত ফেসবুক পেজে খবরটি জানানো হয়।
ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি শনিবার (১০ এপ্রিল) মমতাজকে এ সম্মাননা দিয়েছে। তাঁরা উল্লেখ করে, বিশ্বের প্রথম শিল্পী হিসেবে ৭০০টির বেশি একক অ্যালবামের রেকর্ড, সুদীর্ঘ ৩০ বছর বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরা ও সমাজসেবা ছাড়াও নানামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মমতাজ।
যে কারণে প্রতিষ্ঠানটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ‘ডক্টর অব মিউজিক’ পদক প্রদান করে। এটি দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি. ম্যানুয়েল। এর ফলে বহু সম্মানে ভূষিত মমতাজ প্রথমবারের মতো ডক্টরেট ডিগ্রি পেলেন।
সম্মাননা নিতে মমতাজ উড়ে গিয়েছিলেন তামিলনাড়ুতে। সোমবার (১২ এপ্রিল) দেশে ফিরেছেন তিনি। পদকপ্রাপ্তির অনুভূতি জানিয়ে এ শিল্পী বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ৩০ বছর ধরে আমি মা-মাটির গান করে চলেছি। মানুষের সেবা করেছি। এই প্রাপ্তি আমাকে আরও অনুপ্রাণিত করবে।’
একই সময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন চেন্নাইয়ের সাবেক জেলা জজ থিরু এজে মুরুগানানথাম, তামিলনাড়ুর আধ্যাত্মিক ধর্মগুরু খলিফা মাস্তান সাহেব ক্বাদিরী এবং কেরালার ড. এপিজে আবুল কালাম ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্টের পরিচালক উইলাত কোরাইয়া।
উল্লেখ্য, মমতাজ তিন দশকেরও বেশি সময় ধরে পেশাদার শিল্পী হিসেবে কাজ করছেন। সংগীতজীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে তাঁর। ২০০০ সালে হানিফ সংকেতের আমন্ত্রণে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে গান করেন তিনি। এরপরই সারাদেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে তাঁর কণ্ঠ। ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এই শিল্পী।
গান গেয়ে মানুষের ভালোবাসা পেয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। হয়েছেন সংসদ সদস্য। মানুষ ও সমাজের সেবা করার সুযোগ পেয়েছেন। এসবের জন্য এবার তিনি পেলেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। মমতাজের ব্যক্তিগত ফেসবুক পেজে খবরটি জানানো হয়।
ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি শনিবার (১০ এপ্রিল) মমতাজকে এ সম্মাননা দিয়েছে। তাঁরা উল্লেখ করে, বিশ্বের প্রথম শিল্পী হিসেবে ৭০০টির বেশি একক অ্যালবামের রেকর্ড, সুদীর্ঘ ৩০ বছর বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরা ও সমাজসেবা ছাড়াও নানামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মমতাজ।
যে কারণে প্রতিষ্ঠানটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ‘ডক্টর অব মিউজিক’ পদক প্রদান করে। এটি দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি. ম্যানুয়েল। এর ফলে বহু সম্মানে ভূষিত মমতাজ প্রথমবারের মতো ডক্টরেট ডিগ্রি পেলেন।
সম্মাননা নিতে মমতাজ উড়ে গিয়েছিলেন তামিলনাড়ুতে। সোমবার (১২ এপ্রিল) দেশে ফিরেছেন তিনি। পদকপ্রাপ্তির অনুভূতি জানিয়ে এ শিল্পী বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ৩০ বছর ধরে আমি মা-মাটির গান করে চলেছি। মানুষের সেবা করেছি। এই প্রাপ্তি আমাকে আরও অনুপ্রাণিত করবে।’
একই সময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন চেন্নাইয়ের সাবেক জেলা জজ থিরু এজে মুরুগানানথাম, তামিলনাড়ুর আধ্যাত্মিক ধর্মগুরু খলিফা মাস্তান সাহেব ক্বাদিরী এবং কেরালার ড. এপিজে আবুল কালাম ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্টের পরিচালক উইলাত কোরাইয়া।
উল্লেখ্য, মমতাজ তিন দশকেরও বেশি সময় ধরে পেশাদার শিল্পী হিসেবে কাজ করছেন। সংগীতজীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে তাঁর। ২০০০ সালে হানিফ সংকেতের আমন্ত্রণে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে গান করেন তিনি। এরপরই সারাদেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে তাঁর কণ্ঠ। ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এই শিল্পী।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১৩ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে