কুমার বিশ্বজিতের নতুন গান ‘আমার ছোট্ট পরী’
একজন বাবা কণ্ঠে সমস্ত দরদ ঢেলে তাঁর মেয়েকে ডাকছেন- ‘তুলতুলে গাল, নরম দুহাত, আমার ছোট্ট পরী, তোকে ছাড়া যায় না থাকা, বল না রে কি করি।’ এ কথাগুলো আরো করুণ হয়ে, আরো আবেদন নিয়ে ধরা দিয়েছে কুমার বিশ্বজিতের কণ্ঠে। কয়েকদিন আগে ‘আমার ছোট্ট পরী’ নামে কুমার বিশ্বজিতের গানটি প্রকাশ পেয়েছে।