করোনার লকডাউন পরিস্থিতি কাটিয়ে এবার মঞ্চে ফিরছে দেশের ব্যান্ডগুলো। ইতিমধ্যেই মিলেছে কনসার্ট করার সরকারি অনুমোদন। তাই আগামী ১ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনাল হলে ড্যান কেকের সৌজন্যে আয়োজন করা হয়েছে কনসার্ট। প্রথম দিনেই বিক্রি হয়ে গেছে কনসার্টের সব টিকিট। বিষয়টিকে আশাব্যঞ্জক হিসেবেই দেখছেন আয়োজকেরা।
ব্যান্ডগুলোর আয়ের মূল উৎস লাইভ কনসার্ট। করোনার কারণে যা দীর্ঘদিন বন্ধ ছিল। ব্যান্ডের এমন দুর্দশা নিয়ে অনেক ব্যান্ড তারকাই নিজেদের আক্ষেপের কথা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। এবার সেই কনসার্টে ফিরছে ব্যান্ডগুলো। ১ অক্টোবরের এই কনসার্টে দেশের জনপ্রিয় বেশ কিছু ব্যান্ড অংশ নেবে। এ তালিকায় রয়েছে আর্টসেল, শিরোনামহীন, আভয়েড রাফা, নেমিসিস, সাভাগ্রে, ইনকোর এবং আরেকটা রক ব্যান্ডসহ আরও কিছু ব্যান্ড।
প্রতিটি রেগুলার টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ টাকা আর প্রতিটি বিশেষ টিকিটের মূল্য ২ হাজার টাকা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতিমধ্যেই কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। শিরোনামহীন ব্যান্ডের দলপ্রধান জিয়াউর রহমান জিয়া বলেন, ‘অদ্ভুত ব্যাপার। টিকিট এক দিনে সোল্ড আউট। সবার আগ্রহ দেখে অবাক হয়েছি। কনসার্টে পারফর্ম করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এখন কনসার্টের দিনের অপেক্ষায় আছি। মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম। নতুন উদ্যম আসবে গানে। আশা করি আবার নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সবাই। এবারের আয়োজনটা সফল হলে নিয়মিত কনসার্ট আয়োজন করার অনুরোধ থাকবে আয়োজকদের প্রতি।’
এদিকে ব্যান্ড সংগীতপ্রেমীদের মধ্যে কনসার্টটি নিয়ে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট দিচ্ছেন অনেকেই। কেউ কেউ চেষ্টা করছেন ব্যান্ডের সদস্যদের কাছ থেকে কনসার্টের টিকিট সংগ্রহ করার।
করোনার লকডাউন পরিস্থিতি কাটিয়ে এবার মঞ্চে ফিরছে দেশের ব্যান্ডগুলো। ইতিমধ্যেই মিলেছে কনসার্ট করার সরকারি অনুমোদন। তাই আগামী ১ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনাল হলে ড্যান কেকের সৌজন্যে আয়োজন করা হয়েছে কনসার্ট। প্রথম দিনেই বিক্রি হয়ে গেছে কনসার্টের সব টিকিট। বিষয়টিকে আশাব্যঞ্জক হিসেবেই দেখছেন আয়োজকেরা।
ব্যান্ডগুলোর আয়ের মূল উৎস লাইভ কনসার্ট। করোনার কারণে যা দীর্ঘদিন বন্ধ ছিল। ব্যান্ডের এমন দুর্দশা নিয়ে অনেক ব্যান্ড তারকাই নিজেদের আক্ষেপের কথা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। এবার সেই কনসার্টে ফিরছে ব্যান্ডগুলো। ১ অক্টোবরের এই কনসার্টে দেশের জনপ্রিয় বেশ কিছু ব্যান্ড অংশ নেবে। এ তালিকায় রয়েছে আর্টসেল, শিরোনামহীন, আভয়েড রাফা, নেমিসিস, সাভাগ্রে, ইনকোর এবং আরেকটা রক ব্যান্ডসহ আরও কিছু ব্যান্ড।
প্রতিটি রেগুলার টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ টাকা আর প্রতিটি বিশেষ টিকিটের মূল্য ২ হাজার টাকা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতিমধ্যেই কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। শিরোনামহীন ব্যান্ডের দলপ্রধান জিয়াউর রহমান জিয়া বলেন, ‘অদ্ভুত ব্যাপার। টিকিট এক দিনে সোল্ড আউট। সবার আগ্রহ দেখে অবাক হয়েছি। কনসার্টে পারফর্ম করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এখন কনসার্টের দিনের অপেক্ষায় আছি। মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম। নতুন উদ্যম আসবে গানে। আশা করি আবার নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সবাই। এবারের আয়োজনটা সফল হলে নিয়মিত কনসার্ট আয়োজন করার অনুরোধ থাকবে আয়োজকদের প্রতি।’
এদিকে ব্যান্ড সংগীতপ্রেমীদের মধ্যে কনসার্টটি নিয়ে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট দিচ্ছেন অনেকেই। কেউ কেউ চেষ্টা করছেন ব্যান্ডের সদস্যদের কাছ থেকে কনসার্টের টিকিট সংগ্রহ করার।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
১ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
১ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১ ঘণ্টা আগে