Ajker Patrika

ইভা রহমান এখন ইভা আরমান

ইভা রহমান এখন ইভা আরমান

বিয়ে করেছেন সংগীতশিল্পী ইভা। গতকাল রোববার রাজধানীর গুলশানে ব্যবসায়ী সোহেল আরমানের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের প্রাক্তন স্ত্রী ইভার এটি দ্বিতীয় বিয়ে।

বিয়ের আসরে ইভা রহমান ও সোহেল আরমানজানা গেছে, মাহফুজুর রহমানের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় কয়েক বছর ধরে আলাদা থাকতেন ইভা। এ বছরের জুন মাসে তাঁদের বিয়ে বিচ্ছেদ হয়। গত ১৭ সেপ্টেম্বর সেই বিচ্ছেদের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হয়। এর দুদিন পরই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন ইভা।

বিয়ের বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তাতে দেখা যাচ্ছে, ঘরোয়া আয়োজনে নিকাহনামায় সই করছেন ইভা ও সোহেল।

বিয়ের আসরে ইভা রহমান ও সোহেল আরমানইভার নতুন স্বামী সোহেল আরমানের জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতে। আগে থেকেই তাঁদের পরিচয় ছিল। অবশেষে বিয়ের মাধ্যমে তাঁদের চার হাত এক হলো।

বিয়ের পরই পুরোনো পদবী ‘রহমান’ মুছে ফেলেছেন ইভা। জুড়েছেন নতুন স্বামী সোহেলের পদবী ‘আরমান’। গণমাধ্যমকে ইভা বলেছেন, ‘এখন থেকে আমাকে ইভা রহমান নয়, ইভা আরমান বলে ডাকবেন।’

বিয়ের আসরে ইভা রহমান ও সোহেল আরমানএটিএন বাংলায় সংবাদ পাঠিকা হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন ইভা। পরবর্তীতে চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়ান। বিয়ের পর তিনি গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। মাহফুজুর রহমান ও ইভা বেশকিছু ডুয়েট করেছেন। এটিএন মিউজিকের ব্যানারে ইভার বেশ কয়েকটি অ্যালবামও বেরিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত