Ajker Patrika

প্রধানমন্ত্রীকে নিয়ে পাঁচ গান সুজেয় শ্যামের

প্রধানমন্ত্রীকে নিয়ে পাঁচ গান সুজেয় শ্যামের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। তাঁর জন্মদিন উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামের সুর ও সংগীতে তৈরি হয়েছে পাঁচটি গান। গানের কথা লিখেছেন কবির বকুল।

গানগুলোর মধ্যে ইউসুফ আহমেদ খান গেয়েছেন ‘দুঃস্বপ্নের ঘোর কেটে’, নিশীতা বড়ুয়া ও সাব্বির জামান গেয়েছেন ‘বাংলার ঘরে ঘরে পথ ঘাট প্রান্তরে’, প্রিয়াংকা গেয়েছেন ‘বাবা বেঁচে থাকলে’, দিনাত জাহান মুন্নী ও হৈমন্তী রক্ষিত গেয়েছেন ‘আপনও মহিমাতে তবুও বাংলাদেশ’ এবং কামাল আহমেদ গেয়েছেন ‘বঙ্গবন্ধু বঙ্গমাতা বঙ্গকন্যা তুমি’।

প্রধানমন্ত্রীর জন্মদিনে গানগুলো বাংলাদেশ বেতারে দিনব্যাপী প্রচারিত হবে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সুজেয় শ্যামের সুর ও সংগীতে তৈরি হয়েছে পাঁচটি গানসুজেয় শ্যাম বলেন, ‘এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গানগুলো করতে পেরেছি, এটা আসলে কতটা ভালো লাগার, তা ভাষায় প্রকাশের নয়। জীবনের এই পর্যায়ে এসে নিজের সৃষ্ট এই সুর নিয়ে ভীষণ গর্ববোধ করছি।’

সুজেয় শ্যাম আরও বলেছেন, ‘যাঁরা গেয়েছেন, তাঁরা বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত হয়েছেন। আমি গানগুলো শুনেছি। তাঁরা খুব চমৎকার গেয়েছেন। তাঁদের জন্য আমার আশীর্বাদ রইল। গানের কথাগুলোও বেশ শ্রুতিমধুর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে আমার শুভেচ্ছা। সৃষ্টিকর্তা তাঁকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং দীর্ঘজীবী করুন।’

গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার সুজেয় শ্যাম। অসুস্থতা কাটিয়ে উঠে এখন তিনি নিয়মিত গানের সুর করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত