নির্মাতা হিসেবেই সবাই চেনেন গোলাম সোহরাব দোদুলকে। কিন্তু তিনিও যে ভালো গান করেন, সেই তথ্যটা তাঁর কাছের লোকজন ছাড়া অনেকেরই ছিল অজানা। এবার সেই পরিচয়ে নিজেকে প্রকাশ করতে যাচ্ছেন গোলাম সোহরাব দোদুল। এরই মধ্যে রেকর্ডিং করেছেন নিজের কণ্ঠে বেশ কিছু গান। এসব গানের মাঝে মৌলিক গান যেমন রয়েছে, তেমনি রয়েছে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, শচীন দেববর্মনসহ জনপ্রিয় অনেকের গান।
দোদুল বলেন, ‘কলকাতায় আমার এক বন্ধু আছে। এলভিন ডি কস্টা। সে মূলত ব্লুজ বাজায়। সে-ই আমাকে বলল, “তুই তো গান ভালো করিস। কাজেই রাখঢাক না করে দুটো গান গেয়ে দে।” তাঁর
কথাটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। পরিকল্পনা সাজাই গান করার।’
সম্প্রতি দোদুল গাইলেন শচীন দেববর্মনের ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’ গানটি। নিজের ফেসবুক প্রোফাইলে সেই গানের অংশবিশেষ আপলোড করে এরই মধ্যে প্রশংসা কুড়াচ্ছেন। গানটির সংগীত আয়োজন করেছেন মাহমুদুল হাসান রোমান্স। ১৬ সেপ্টেম্বর রাত ১০টায় গোলাম সোহরাব দোদুলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে পুরো গানটি।
দোদুল গেয়েছেন রবীন্দ্রনাথের ‘সহেনা যাতনা’, ‘মনে কি দ্বিধা রেখে গেলে চলে’, নজরুলের ‘আমার আপনার চেয়ে আপন যেজন’। খামাজ রাগসহ বেশ কিছু ঠুমরি নিয়েও কাজ করেছেন হৃদয় খানের সঙ্গে। সবই নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন দোদুল।
দোদুল বলেন, ‘কদিন আগে হৃদয় খানের স্টুডিওতে গিয়েছিলাম কাজে। হৃদয় দরজা লক করে দিয়ে বলল, আজকে গান রেকর্ড না করলে আপনাকে যেতে দিচ্ছি না। অগত্যা, হৃদয়ের সংগীতায়োজনে দুজনের একটা এক্সপেরিমেন্টাল দ্বৈত গান তৈরি করি। মূলত জনপ্রিয় কিছু ঠুমরি গেয়েছি আমরা।’
সর্বশেষ খবর হলো, চয়নিকা চৌধুরীর নতুন ওয়েব সিরিজে নির্মাতার বিশেষ অনুরোধেই একটি রোমান্টিক গান গাইছেন দোদুল। বাপ্পা মজুমদার ও ইমন সাহার সুর ও সংগীতে গাইছেন আরও দুটি
মৌলিক গান।
নির্মাতা হিসেবেই সবাই চেনেন গোলাম সোহরাব দোদুলকে। কিন্তু তিনিও যে ভালো গান করেন, সেই তথ্যটা তাঁর কাছের লোকজন ছাড়া অনেকেরই ছিল অজানা। এবার সেই পরিচয়ে নিজেকে প্রকাশ করতে যাচ্ছেন গোলাম সোহরাব দোদুল। এরই মধ্যে রেকর্ডিং করেছেন নিজের কণ্ঠে বেশ কিছু গান। এসব গানের মাঝে মৌলিক গান যেমন রয়েছে, তেমনি রয়েছে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, শচীন দেববর্মনসহ জনপ্রিয় অনেকের গান।
দোদুল বলেন, ‘কলকাতায় আমার এক বন্ধু আছে। এলভিন ডি কস্টা। সে মূলত ব্লুজ বাজায়। সে-ই আমাকে বলল, “তুই তো গান ভালো করিস। কাজেই রাখঢাক না করে দুটো গান গেয়ে দে।” তাঁর
কথাটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। পরিকল্পনা সাজাই গান করার।’
সম্প্রতি দোদুল গাইলেন শচীন দেববর্মনের ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’ গানটি। নিজের ফেসবুক প্রোফাইলে সেই গানের অংশবিশেষ আপলোড করে এরই মধ্যে প্রশংসা কুড়াচ্ছেন। গানটির সংগীত আয়োজন করেছেন মাহমুদুল হাসান রোমান্স। ১৬ সেপ্টেম্বর রাত ১০টায় গোলাম সোহরাব দোদুলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে পুরো গানটি।
দোদুল গেয়েছেন রবীন্দ্রনাথের ‘সহেনা যাতনা’, ‘মনে কি দ্বিধা রেখে গেলে চলে’, নজরুলের ‘আমার আপনার চেয়ে আপন যেজন’। খামাজ রাগসহ বেশ কিছু ঠুমরি নিয়েও কাজ করেছেন হৃদয় খানের সঙ্গে। সবই নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন দোদুল।
দোদুল বলেন, ‘কদিন আগে হৃদয় খানের স্টুডিওতে গিয়েছিলাম কাজে। হৃদয় দরজা লক করে দিয়ে বলল, আজকে গান রেকর্ড না করলে আপনাকে যেতে দিচ্ছি না। অগত্যা, হৃদয়ের সংগীতায়োজনে দুজনের একটা এক্সপেরিমেন্টাল দ্বৈত গান তৈরি করি। মূলত জনপ্রিয় কিছু ঠুমরি গেয়েছি আমরা।’
সর্বশেষ খবর হলো, চয়নিকা চৌধুরীর নতুন ওয়েব সিরিজে নির্মাতার বিশেষ অনুরোধেই একটি রোমান্টিক গান গাইছেন দোদুল। বাপ্পা মজুমদার ও ইমন সাহার সুর ও সংগীতে গাইছেন আরও দুটি
মৌলিক গান।
পেহেলগামে হামলার ঘটনার জেরে গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় অনেক তারকাই এ হামলার সমর্থন জানিয়েছেন। তবে হামলা নিয়ে নিজের ভিন্ন ভাবনার কথা বলেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী। এবার ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন...
২ ঘণ্টা আগেবছর দু্য়েক আগে প্রোডাকশন বয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বিতর্কিত হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। এবার এই অভিনেতার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে শামীম হাসান নিজের সম্পর্কে...
১৬ ঘণ্টা আগে‘দ্য গোল্ড রাশ’কে বলা হয় চার্লি চ্যাপলিনের শিল্পীজীবনের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি। চার্লি চ্যাপলিন নিজেও বলেছিলেন, এ সিনেমার জন্য তিনি মানুষের হৃদয়ে থেকে যেতে চান। দ্য গোল্ড রাশের কেন্দ্রে রয়েছে সোনার সন্ধানে বেরিয়ে পড়া এক ভবঘুরে। সাধারণ মানুষের জীবনের সীমাহীন লাঞ্ছনা ও ব্যর্থতাকে খুদে ভবঘুরের...
১৭ ঘণ্টা আগেআজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দিনটি ঘিরে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া মঞ্চে থাকছে নাট্য প্রদর্শনী, প্রকাশিত হয়েছে নতুন গান। নির্বাচিত এসব আয়োজনের খবর থাকছে এ প্রতিবেদনে।
১৭ ঘণ্টা আগে