Ajker Patrika

গান গাইছেন দোদুল

গান গাইছেন দোদুল

নির্মাতা হিসেবেই সবাই চেনেন গোলাম সোহরাব দোদুলকে। কিন্তু তিনিও যে ভালো গান করেন, সেই তথ্যটা তাঁর কাছের লোকজন ছাড়া অনেকেরই ছিল অজানা। এবার সেই পরিচয়ে নিজেকে প্রকাশ করতে যাচ্ছেন গোলাম সোহরাব দোদুল। এরই মধ্যে রেকর্ডিং করেছেন নিজের কণ্ঠে বেশ কিছু গান। এসব গানের মাঝে মৌলিক গান যেমন রয়েছে, তেমনি রয়েছে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, শচীন দেববর্মনসহ জনপ্রিয় অনেকের গান।

দোদুল বলেন, ‘কলকাতায় আমার এক বন্ধু আছে। এলভিন ডি কস্টা। সে মূলত ব্লুজ বাজায়। সে-ই আমাকে বলল, “তুই তো গান ভালো করিস। কাজেই রাখঢাক না করে দুটো গান গেয়ে দে।” তাঁর 
কথাটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। পরিকল্পনা সাজাই গান করার।’

সম্প্রতি দোদুল গাইলেন শচীন দেববর্মনের ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’ গানটি। নিজের ফেসবুক প্রোফাইলে সেই গানের অংশবিশেষ আপলোড করে এরই মধ্যে প্রশংসা কুড়াচ্ছেন। গানটির সংগীত আয়োজন করেছেন মাহমুদুল হাসান রোমান্স। ১৬ সেপ্টেম্বর রাত ১০টায় গোলাম সোহরাব দোদুলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে পুরো গানটি।

দোদুল গেয়েছেন রবীন্দ্রনাথের ‘সহেনা যাতনা’, ‘মনে কি দ্বিধা রেখে গেলে চলে’, নজরুলের ‘আমার আপনার চেয়ে আপন যেজন’। খামাজ রাগসহ বেশ কিছু ঠুমরি নিয়েও কাজ করেছেন হৃদয় খানের সঙ্গে। সবই নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন দোদুল।

দোদুল বলেন, ‘কদিন আগে হৃদয় খানের স্টুডিওতে গিয়েছিলাম কাজে। হৃদয় দরজা লক করে দিয়ে বলল, আজকে গান রেকর্ড না করলে আপনাকে যেতে দিচ্ছি না। অগত্যা, হৃদয়ের সংগীতায়োজনে দুজনের একটা এক্সপেরিমেন্টাল দ্বৈত গান তৈরি করি। মূলত জনপ্রিয় কিছু ঠুমরি গেয়েছি আমরা।’

সর্বশেষ খবর হলো, চয়নিকা চৌধুরীর নতুন ওয়েব সিরিজে নির্মাতার বিশেষ অনুরোধেই একটি রোমান্টিক গান গাইছেন দোদুল। বাপ্পা মজুমদার ও ইমন সাহার সুর ও সংগীতে গাইছেন আরও দুটি 
মৌলিক গান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত