একটা সময় নিয়মিত বিজ্ঞাপনের জিজ্ঞেলে কণ্ঠ দিতেন সোমনূর মনির কোনাল। মাঝে কয়েক বছর প্লেব্যাক ব্যস্ততা বেড়ে যাওয়া সেদিকে মনোযোগী ছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠের মঞ্চ উঠে আসা এ গায়িকা।
সুখবর হচ্ছে, দীর্ঘদিন পর আবার বিজ্ঞাপনের জিঙ্গেলে ফিরলেন কোনাল। এর আগে মেরিল পেট্রোলিয়াম জেলি, পেপসোডেন্ট টুথপেস্টের, কনডেন্স মিল্ক, প্রাণ, আড়ং, চাকা ওয়াশিং পাউডার, বোটানিক অ্যারোমা ডে ফেয়ারনেস ক্রিম, আইটেল ফোনসহ বেশ কয়েকটি বিজ্ঞাপনের জিজ্ঞেল ও ভয়েসওভার দিয়েছেন।
নতুন করে ‘নিম বিউটি সোপ’র বিজ্ঞাপনে জিঙ্গেল দিলেন, যে বিজ্ঞাপটিতে কাজ করছেন চিত্রনায়িকা ববি। শুটিং ফ্লোরে থাকা বিজ্ঞাপনটি তৈরি করছেন রেহমান খলিল। জানা যায়, শিগগির বড় আয়োজনের বিজ্ঞাপনটি প্রচারে আসবে।
নিম বিউটি সোপের বিজ্ঞাপনে জিঙ্গেলের পাশাপাশি ওভারভয়েস দিয়েছেন কোনাল। তিনি মনে করেন, বিজ্ঞাপনে জিঙ্গেল চলচ্চিত্রের প্লে-ব্যাকের মতোই। মনোযোগইটা একই রকম দিতে হয়। কিন্তু ভয়েসওভারের মজাটা হলো, সেখানে স্ক্রিপ্ট দেখে পর্দায় যিনি অভিনয় করেছেন তার মুড বুঝে কণ্ঠ দিতে হয়।
কোনাল বলেন, ‘এটা করতে গিয়ে অনেক সময়ই পর্দার মানুষটির সঙ্গে কণ্ঠ মেলে না। বারবার দিতে হয়। কিন্তু নিম বিউটি সোপের কাজটি খুবই চমৎকার হয়েছে। কাজটি করতে গিয়ে আমি নিজেও মজা পেয়েছি। অনেকদিন পর জিঙ্গেল দিলাম। সবকিছু মিলে গেলে এখন থেকে নিয়মিত বিজ্ঞাপনের জিঙ্গেলে কাজ করবো।’
একটা সময় নিয়মিত বিজ্ঞাপনের জিজ্ঞেলে কণ্ঠ দিতেন সোমনূর মনির কোনাল। মাঝে কয়েক বছর প্লেব্যাক ব্যস্ততা বেড়ে যাওয়া সেদিকে মনোযোগী ছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠের মঞ্চ উঠে আসা এ গায়িকা।
সুখবর হচ্ছে, দীর্ঘদিন পর আবার বিজ্ঞাপনের জিঙ্গেলে ফিরলেন কোনাল। এর আগে মেরিল পেট্রোলিয়াম জেলি, পেপসোডেন্ট টুথপেস্টের, কনডেন্স মিল্ক, প্রাণ, আড়ং, চাকা ওয়াশিং পাউডার, বোটানিক অ্যারোমা ডে ফেয়ারনেস ক্রিম, আইটেল ফোনসহ বেশ কয়েকটি বিজ্ঞাপনের জিজ্ঞেল ও ভয়েসওভার দিয়েছেন।
নতুন করে ‘নিম বিউটি সোপ’র বিজ্ঞাপনে জিঙ্গেল দিলেন, যে বিজ্ঞাপটিতে কাজ করছেন চিত্রনায়িকা ববি। শুটিং ফ্লোরে থাকা বিজ্ঞাপনটি তৈরি করছেন রেহমান খলিল। জানা যায়, শিগগির বড় আয়োজনের বিজ্ঞাপনটি প্রচারে আসবে।
নিম বিউটি সোপের বিজ্ঞাপনে জিঙ্গেলের পাশাপাশি ওভারভয়েস দিয়েছেন কোনাল। তিনি মনে করেন, বিজ্ঞাপনে জিঙ্গেল চলচ্চিত্রের প্লে-ব্যাকের মতোই। মনোযোগইটা একই রকম দিতে হয়। কিন্তু ভয়েসওভারের মজাটা হলো, সেখানে স্ক্রিপ্ট দেখে পর্দায় যিনি অভিনয় করেছেন তার মুড বুঝে কণ্ঠ দিতে হয়।
কোনাল বলেন, ‘এটা করতে গিয়ে অনেক সময়ই পর্দার মানুষটির সঙ্গে কণ্ঠ মেলে না। বারবার দিতে হয়। কিন্তু নিম বিউটি সোপের কাজটি খুবই চমৎকার হয়েছে। কাজটি করতে গিয়ে আমি নিজেও মজা পেয়েছি। অনেকদিন পর জিঙ্গেল দিলাম। সবকিছু মিলে গেলে এখন থেকে নিয়মিত বিজ্ঞাপনের জিঙ্গেলে কাজ করবো।’
নব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২৫ মিনিট আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
৩ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
৩ ঘণ্টা আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
৪ ঘণ্টা আগে