‘ছলনা’ নিয়ে আসছেন মোহাম্মদ মিলন
শুরুটা ‘সখি ভালোবাসা কারে কয়’ দিয়ে। এরপর ‘তুমি ছাড়া’,‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষিসোনা’, ‘জানে জিগার’, ‘মনের দুঃখ’, ‘প্রেম রোগ’, ‘কতে যে ভালোবাসি’, ‘বাঁচবো বলো কিভাবে’, ‘ডানাকাটা পরী’সহ একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই সময়ের আলোচিত কন্ঠশিল্পী মোহাম্মদ মিলন।