Ajker Patrika

নিউইয়র্কে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৭: ১১
নিউইয়র্কে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’

যুক্তরাষ্ট্রে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সংগীত অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১৬তম আসর। ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’ স্লোগানে মিউজিক অ্যাওয়ার্ডসের এই আসর থেকে বাংলাদেশের সংগীতে বিভিন্নভাবে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে দেওয়া হয় এই বিশেষ সম্মাননা। ৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে।

নিউইয়র্কে ৫০ জন শিল্পীকে পুরস্কৃত করা ছাড়াও ডিসেম্বরজুড়ে চ্যানেল আইয়ে নানা ধরনের অনুষ্ঠান প্রচার হবে। এর মধ্যে ঢাকায় আরেকটি আয়োজনের মাধ্যমে নিউইয়র্কে অনুপস্থিত অন্য শিল্পীদের পুরস্কৃত করা হবে।

নিউইয়র্কের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের পরিচালক এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২১-এর আমেরিকার প্রকল্পপ্রধান জহিরউদ্দিন মাহমুদ মামুন, রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আক্তার রেনী প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে সাবিনা ইয়াসমিন, শাকিব খানসহ শতাধিক বিভিন্ন অঙ্গনের শিল্পী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফজাল হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত