Ajker Patrika

প্রিন্স মাহমুদ ও ইমনের সংগীতে তুহিনের দুই গান

প্রিন্স মাহমুদ ও ইমনের সংগীতে তুহিনের দুই গান

‘বলি’ নামের একটি ওয়েব সিরিজ তৈরি করেছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। আগামী ৩ ডিসেম্বর হইচই-য়ে প্রচার হবে সিরিজটি। গতকাল প্রকাশ পেয়েছে ‘বলি’র ট্রেইলার। তাতে এক ঝলক শোনা গেল ‘আভাস’ ব্যান্ডের গায়ক তানজির তুহিনের কণ্ঠ।

‘শিরোনামহীন’ ব্যান্ডের প্রাক্তন এই সদস্য নতুন গান নিয়ে ফিরেছেন, এ খবরে উচ্ছ্বসিত তুহিন-ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় চলছে তুহিন-বন্দনা। ‘পালিয়ে পালিয়ে পার হওয়া অলিগলি, প্রতি নিশ্বাসে বিশ্বাস রক্তের হোলি’— এমন কথার গানে ফিরে পাওয়া গেল পুরনো তুহিনকে।

‘বলি’ সিরিজের এই শিরোনাম গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। আজ ফেসবুকে তুহিনের সঙ্গে একটি ছবি শেয়ার করে ইমন লিখেছেন, ‘প্রিয় তুহিন ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। ‘‘বলি’’ ওয়েব সিরিজের টাইটেল সং গেয়েছেন তিনি। অনেক আনন্দ নিয়ে কাজটা করেছি আমরা, গতকাল রিলিজ হওয়া বলির ট্রেইলারে গানের বিশেষ কিছু অংশ আছে।’

গান রেকর্ডিং শেষে ইমন চৌধুরীর সেলফিতে তানজির তুহিনকাছাকাছি সময়ে সামনে এল প্রিন্স মাহমুদের পোস্ট। তিনিও ঘোষণা দিলেন নতুন গানের। ফেসবুকে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘গত ২৬ বছর ধরে প্রতিবছর আমার সুরে গান এসেছে। একটু দেরি হলেও ২০২১-এ যে গানটা আসছে তার টুকরো অংশ শোনাই।’ এই ক্যাপশন লিখে ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন প্রিন্স। ভিডিওর একেবারে শেষদিকে শোনা গেছে তুহিনের কণ্ঠ।

এর আগে প্রিন্স মাহমুদ গত বছরের ডিসেম্বরে তুহিনকে নিয়ে আরেকটি গান বানিয়েছিলেন। ‘আলো’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছিল জি-সিরিজ থেকে। প্রশংসিত হয়েছিল গানটি।

‘আলো’র পর প্রিন্স-তুহিনের আরেকটি নতুন গান— ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রিন্স মাহমুদের ফেসবুক পোস্টের তলায় অসংখ্য কমেন্টের ভক্তরা লিখছেন শুভেচ্ছা আর অপেক্ষার বার্তা।

‘বলি’র এই ট্রেইলারে আছে তুহিনের নতুন গানের কিছু অংশ:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত