‘বলি’ নামের একটি ওয়েব সিরিজ তৈরি করেছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। আগামী ৩ ডিসেম্বর হইচই-য়ে প্রচার হবে সিরিজটি। গতকাল প্রকাশ পেয়েছে ‘বলি’র ট্রেইলার। তাতে এক ঝলক শোনা গেল ‘আভাস’ ব্যান্ডের গায়ক তানজির তুহিনের কণ্ঠ।
‘শিরোনামহীন’ ব্যান্ডের প্রাক্তন এই সদস্য নতুন গান নিয়ে ফিরেছেন, এ খবরে উচ্ছ্বসিত তুহিন-ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় চলছে তুহিন-বন্দনা। ‘পালিয়ে পালিয়ে পার হওয়া অলিগলি, প্রতি নিশ্বাসে বিশ্বাস রক্তের হোলি’— এমন কথার গানে ফিরে পাওয়া গেল পুরনো তুহিনকে।
‘বলি’ সিরিজের এই শিরোনাম গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। আজ ফেসবুকে তুহিনের সঙ্গে একটি ছবি শেয়ার করে ইমন লিখেছেন, ‘প্রিয় তুহিন ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। ‘‘বলি’’ ওয়েব সিরিজের টাইটেল সং গেয়েছেন তিনি। অনেক আনন্দ নিয়ে কাজটা করেছি আমরা, গতকাল রিলিজ হওয়া বলির ট্রেইলারে গানের বিশেষ কিছু অংশ আছে।’
কাছাকাছি সময়ে সামনে এল প্রিন্স মাহমুদের পোস্ট। তিনিও ঘোষণা দিলেন নতুন গানের। ফেসবুকে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘গত ২৬ বছর ধরে প্রতিবছর আমার সুরে গান এসেছে। একটু দেরি হলেও ২০২১-এ যে গানটা আসছে তার টুকরো অংশ শোনাই।’ এই ক্যাপশন লিখে ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন প্রিন্স। ভিডিওর একেবারে শেষদিকে শোনা গেছে তুহিনের কণ্ঠ।
এর আগে প্রিন্স মাহমুদ গত বছরের ডিসেম্বরে তুহিনকে নিয়ে আরেকটি গান বানিয়েছিলেন। ‘আলো’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছিল জি-সিরিজ থেকে। প্রশংসিত হয়েছিল গানটি।
‘আলো’র পর প্রিন্স-তুহিনের আরেকটি নতুন গান— ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রিন্স মাহমুদের ফেসবুক পোস্টের তলায় অসংখ্য কমেন্টের ভক্তরা লিখছেন শুভেচ্ছা আর অপেক্ষার বার্তা।
‘বলি’র এই ট্রেইলারে আছে তুহিনের নতুন গানের কিছু অংশ:
‘বলি’ নামের একটি ওয়েব সিরিজ তৈরি করেছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। আগামী ৩ ডিসেম্বর হইচই-য়ে প্রচার হবে সিরিজটি। গতকাল প্রকাশ পেয়েছে ‘বলি’র ট্রেইলার। তাতে এক ঝলক শোনা গেল ‘আভাস’ ব্যান্ডের গায়ক তানজির তুহিনের কণ্ঠ।
‘শিরোনামহীন’ ব্যান্ডের প্রাক্তন এই সদস্য নতুন গান নিয়ে ফিরেছেন, এ খবরে উচ্ছ্বসিত তুহিন-ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় চলছে তুহিন-বন্দনা। ‘পালিয়ে পালিয়ে পার হওয়া অলিগলি, প্রতি নিশ্বাসে বিশ্বাস রক্তের হোলি’— এমন কথার গানে ফিরে পাওয়া গেল পুরনো তুহিনকে।
‘বলি’ সিরিজের এই শিরোনাম গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। আজ ফেসবুকে তুহিনের সঙ্গে একটি ছবি শেয়ার করে ইমন লিখেছেন, ‘প্রিয় তুহিন ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। ‘‘বলি’’ ওয়েব সিরিজের টাইটেল সং গেয়েছেন তিনি। অনেক আনন্দ নিয়ে কাজটা করেছি আমরা, গতকাল রিলিজ হওয়া বলির ট্রেইলারে গানের বিশেষ কিছু অংশ আছে।’
কাছাকাছি সময়ে সামনে এল প্রিন্স মাহমুদের পোস্ট। তিনিও ঘোষণা দিলেন নতুন গানের। ফেসবুকে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘গত ২৬ বছর ধরে প্রতিবছর আমার সুরে গান এসেছে। একটু দেরি হলেও ২০২১-এ যে গানটা আসছে তার টুকরো অংশ শোনাই।’ এই ক্যাপশন লিখে ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন প্রিন্স। ভিডিওর একেবারে শেষদিকে শোনা গেছে তুহিনের কণ্ঠ।
এর আগে প্রিন্স মাহমুদ গত বছরের ডিসেম্বরে তুহিনকে নিয়ে আরেকটি গান বানিয়েছিলেন। ‘আলো’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছিল জি-সিরিজ থেকে। প্রশংসিত হয়েছিল গানটি।
‘আলো’র পর প্রিন্স-তুহিনের আরেকটি নতুন গান— ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রিন্স মাহমুদের ফেসবুক পোস্টের তলায় অসংখ্য কমেন্টের ভক্তরা লিখছেন শুভেচ্ছা আর অপেক্ষার বার্তা।
‘বলি’র এই ট্রেইলারে আছে তুহিনের নতুন গানের কিছু অংশ:
পেহেলগামে হামলার ঘটনার জেরে গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় অনেক তারকাই এ হামলার সমর্থন জানিয়েছেন। তবে হামলা নিয়ে নিজের ভিন্ন ভাবনার কথা বলেছেন গায়ক নচিকেতা চক্রবর্তী। এবার ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন...
১৭ মিনিট আগেবছর দু্য়েক আগে প্রোডাকশন বয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বিতর্কিত হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। এবার এই অভিনেতার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে শামীম হাসান নিজের সম্পর্কে...
১৫ ঘণ্টা আগে‘দ্য গোল্ড রাশ’কে বলা হয় চার্লি চ্যাপলিনের শিল্পীজীবনের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি। চার্লি চ্যাপলিন নিজেও বলেছিলেন, এ সিনেমার জন্য তিনি মানুষের হৃদয়ে থেকে যেতে চান। দ্য গোল্ড রাশের কেন্দ্রে রয়েছে সোনার সন্ধানে বেরিয়ে পড়া এক ভবঘুরে। সাধারণ মানুষের জীবনের সীমাহীন লাঞ্ছনা ও ব্যর্থতাকে খুদে ভবঘুরের...
১৫ ঘণ্টা আগেআজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দিনটি ঘিরে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া মঞ্চে থাকছে নাট্য প্রদর্শনী, প্রকাশিত হয়েছে নতুন গান। নির্বাচিত এসব আয়োজনের খবর থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগে