‘বলি’ নামের একটি ওয়েব সিরিজ তৈরি করেছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। আগামী ৩ ডিসেম্বর হইচই-য়ে প্রচার হবে সিরিজটি। গতকাল প্রকাশ পেয়েছে ‘বলি’র ট্রেইলার। তাতে এক ঝলক শোনা গেল ‘আভাস’ ব্যান্ডের গায়ক তানজির তুহিনের কণ্ঠ।
‘শিরোনামহীন’ ব্যান্ডের প্রাক্তন এই সদস্য নতুন গান নিয়ে ফিরেছেন, এ খবরে উচ্ছ্বসিত তুহিন-ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় চলছে তুহিন-বন্দনা। ‘পালিয়ে পালিয়ে পার হওয়া অলিগলি, প্রতি নিশ্বাসে বিশ্বাস রক্তের হোলি’— এমন কথার গানে ফিরে পাওয়া গেল পুরনো তুহিনকে।
‘বলি’ সিরিজের এই শিরোনাম গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। আজ ফেসবুকে তুহিনের সঙ্গে একটি ছবি শেয়ার করে ইমন লিখেছেন, ‘প্রিয় তুহিন ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। ‘‘বলি’’ ওয়েব সিরিজের টাইটেল সং গেয়েছেন তিনি। অনেক আনন্দ নিয়ে কাজটা করেছি আমরা, গতকাল রিলিজ হওয়া বলির ট্রেইলারে গানের বিশেষ কিছু অংশ আছে।’
কাছাকাছি সময়ে সামনে এল প্রিন্স মাহমুদের পোস্ট। তিনিও ঘোষণা দিলেন নতুন গানের। ফেসবুকে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘গত ২৬ বছর ধরে প্রতিবছর আমার সুরে গান এসেছে। একটু দেরি হলেও ২০২১-এ যে গানটা আসছে তার টুকরো অংশ শোনাই।’ এই ক্যাপশন লিখে ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন প্রিন্স। ভিডিওর একেবারে শেষদিকে শোনা গেছে তুহিনের কণ্ঠ।
এর আগে প্রিন্স মাহমুদ গত বছরের ডিসেম্বরে তুহিনকে নিয়ে আরেকটি গান বানিয়েছিলেন। ‘আলো’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছিল জি-সিরিজ থেকে। প্রশংসিত হয়েছিল গানটি।
‘আলো’র পর প্রিন্স-তুহিনের আরেকটি নতুন গান— ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রিন্স মাহমুদের ফেসবুক পোস্টের তলায় অসংখ্য কমেন্টের ভক্তরা লিখছেন শুভেচ্ছা আর অপেক্ষার বার্তা।
‘বলি’র এই ট্রেইলারে আছে তুহিনের নতুন গানের কিছু অংশ:
‘বলি’ নামের একটি ওয়েব সিরিজ তৈরি করেছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। আগামী ৩ ডিসেম্বর হইচই-য়ে প্রচার হবে সিরিজটি। গতকাল প্রকাশ পেয়েছে ‘বলি’র ট্রেইলার। তাতে এক ঝলক শোনা গেল ‘আভাস’ ব্যান্ডের গায়ক তানজির তুহিনের কণ্ঠ।
‘শিরোনামহীন’ ব্যান্ডের প্রাক্তন এই সদস্য নতুন গান নিয়ে ফিরেছেন, এ খবরে উচ্ছ্বসিত তুহিন-ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় চলছে তুহিন-বন্দনা। ‘পালিয়ে পালিয়ে পার হওয়া অলিগলি, প্রতি নিশ্বাসে বিশ্বাস রক্তের হোলি’— এমন কথার গানে ফিরে পাওয়া গেল পুরনো তুহিনকে।
‘বলি’ সিরিজের এই শিরোনাম গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। আজ ফেসবুকে তুহিনের সঙ্গে একটি ছবি শেয়ার করে ইমন লিখেছেন, ‘প্রিয় তুহিন ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। ‘‘বলি’’ ওয়েব সিরিজের টাইটেল সং গেয়েছেন তিনি। অনেক আনন্দ নিয়ে কাজটা করেছি আমরা, গতকাল রিলিজ হওয়া বলির ট্রেইলারে গানের বিশেষ কিছু অংশ আছে।’
কাছাকাছি সময়ে সামনে এল প্রিন্স মাহমুদের পোস্ট। তিনিও ঘোষণা দিলেন নতুন গানের। ফেসবুকে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘গত ২৬ বছর ধরে প্রতিবছর আমার সুরে গান এসেছে। একটু দেরি হলেও ২০২১-এ যে গানটা আসছে তার টুকরো অংশ শোনাই।’ এই ক্যাপশন লিখে ২৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন প্রিন্স। ভিডিওর একেবারে শেষদিকে শোনা গেছে তুহিনের কণ্ঠ।
এর আগে প্রিন্স মাহমুদ গত বছরের ডিসেম্বরে তুহিনকে নিয়ে আরেকটি গান বানিয়েছিলেন। ‘আলো’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছিল জি-সিরিজ থেকে। প্রশংসিত হয়েছিল গানটি।
‘আলো’র পর প্রিন্স-তুহিনের আরেকটি নতুন গান— ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রিন্স মাহমুদের ফেসবুক পোস্টের তলায় অসংখ্য কমেন্টের ভক্তরা লিখছেন শুভেচ্ছা আর অপেক্ষার বার্তা।
‘বলি’র এই ট্রেইলারে আছে তুহিনের নতুন গানের কিছু অংশ:
টালিউড বক্স অফিসে ঝড় তোলা ‘ধূমকেতু’ বাংলাদেশে মুক্তির ইচ্ছার কথা জানিয়েছেন সিনেমার প্রযোজক রানা সরকার। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বরাবর অনুরোধও জানিয়েছেন।
৪ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মর্যাদাপূর্ণ শিল্প সম্মাননা ‘কেনেডি সেন্টার অনার্স’ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কেনেডি সেন্টার ২০২৫ সম্মাননাপ্রাপ্তদের তালিকায় তাঁর নাম প্রস্তাব করলেও, সময়সূচির জটিলতার কারণে...
৪ ঘণ্টা আগে‘মার্শাল কিং’ নামের নতুন সিনেমার শুটিং শুরু করেছেন চলচ্চিত্র অভিনেতা রুবেল। শুটিং সেটে তোলা বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন সিনেমার খবর জানিয়েছেন পরিচালক মিজানুর রহমান শামীম।
৪ ঘণ্টা আগেসম্প্রতি অভিনয় ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করেছেন অভিষেক বচ্চন। বাবা অমিতাভ বচ্চনের অভিনয় প্রতিভার সঙ্গে অভিষেকের তুলনা চলেছে বছরের পর বছর ধরে। সেসব সমালোচনা হাসিমুখে মেনে নিয়ে নিজের অভিনয়ে আরও ভালো করার চেষ্টা করে গেছেন অভিষেক।
৪ ঘণ্টা আগে