বিনোদন প্রতিবেদক
বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মিউজিশিয়ানরা মিলে তৈরি করেছেন এক গান। বাংলা-হিন্দিমিশ্রিত গানটির নাম ‘ভোপাল’। মূলত সফট, ক্লাসিক্যাল এবং আরএনবি ঘরানার গান এটি।
সদ্য খানের সুর ও কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের তিন তরুণ কণ্ঠশিল্পী সদ্য খান, রংগন হৃদ্য এবং জাওয়াদ খালিদ। গানটির সংগীত করেছেন মোহাম্মদ সালাউদ্দিন।
আর্জেন্টাইন বংশোদ্ভূত লুসিয়ানো পিজ্জিচিনি (জনপ্রিয় গিটার কোম্পানি গিবসন গিটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর), যুক্তরাষ্ট্রের ম্যাথিউ মেয়রস (এমটিডি, জিএইচএস স্ট্রিংস, সুনামি কেব্লসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর) এবং অস্ট্রিয়ার এলেক্স সিডলার গিটার বাজিয়েছেন গানটিতে, যা ইতিমধ্যেই স্পটিফাই, আইটিউনসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে। গানটির পরিবেশনার দায়িত্বে আছে আমেরিকান মিউজিক ডিস্ট্রিবিউশন কোম্পানি কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট। নভেম্বরের মাঝামাঝিতে গানটির লিরিক্যাল ভার্সন প্রকাশ পাবে জাওয়াদ খালিদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
সংগীতশিল্পী জাওয়াদ খালিদ বলেন, ‘একজন বাংলাদেশি হিসেবে খুবই ভালো লাগছে এবং গর্ব অনুভব করছি আমরা। বাংলা গান ও মিউজিক সারা বিশ্বে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস।’
বিদেশি শিল্পীদের অংশগ্রহণ প্রসঙ্গে জাওয়াদ বলেন, ‘তাঁরা গানটিতে কাজ করে খুবই আনন্দিত। ভবিষ্যতেও বাংলা গানের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন তাঁরা।’
বিদেশি শিল্পীদের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয় তাঁদের। আমি লুসিয়ানোর ভিডিও দেখেছি ইউটিউবে। খুব ছোট থেকেই তিনি অসাধারণ গিটার বাজান। আর ম্যাথিউ এবং এলেক্স দুজনই আমার ফ্রেন্ডলিস্টে ছিলেন। সেই সুবাদে আমি যখন তাঁদের প্রস্তাব দিই, তাঁরা সানন্দে রাজি হয়েছেন।
আগে থেকেই গানের লিরিকস আর টিউন করে রেখেছিল সদ্য। কিন্তু আমরা পারফেক্ট ফিমেল ভয়েস খুঁজে পাচ্ছিলাম না। তখন সদ্য তার ছোট বোন হৃদ্যকে আমাদের সঙ্গে নিয়ে নেয়। তারপর মোহাম্মদ সালাউদ্দিন মিউজিক করা শুরু করে দেয় এবং সেখান থেকেই ধাপে ধাপে আমাদের প্রজেক্টটি এগিয়ে যায় এবং অবশেষে একটি পরিপূর্ণ গানে রূপান্তরিত হয়।
বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মিউজিশিয়ানরা মিলে তৈরি করেছেন এক গান। বাংলা-হিন্দিমিশ্রিত গানটির নাম ‘ভোপাল’। মূলত সফট, ক্লাসিক্যাল এবং আরএনবি ঘরানার গান এটি।
সদ্য খানের সুর ও কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের তিন তরুণ কণ্ঠশিল্পী সদ্য খান, রংগন হৃদ্য এবং জাওয়াদ খালিদ। গানটির সংগীত করেছেন মোহাম্মদ সালাউদ্দিন।
আর্জেন্টাইন বংশোদ্ভূত লুসিয়ানো পিজ্জিচিনি (জনপ্রিয় গিটার কোম্পানি গিবসন গিটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর), যুক্তরাষ্ট্রের ম্যাথিউ মেয়রস (এমটিডি, জিএইচএস স্ট্রিংস, সুনামি কেব্লসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর) এবং অস্ট্রিয়ার এলেক্স সিডলার গিটার বাজিয়েছেন গানটিতে, যা ইতিমধ্যেই স্পটিফাই, আইটিউনসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে। গানটির পরিবেশনার দায়িত্বে আছে আমেরিকান মিউজিক ডিস্ট্রিবিউশন কোম্পানি কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট। নভেম্বরের মাঝামাঝিতে গানটির লিরিক্যাল ভার্সন প্রকাশ পাবে জাওয়াদ খালিদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
সংগীতশিল্পী জাওয়াদ খালিদ বলেন, ‘একজন বাংলাদেশি হিসেবে খুবই ভালো লাগছে এবং গর্ব অনুভব করছি আমরা। বাংলা গান ও মিউজিক সারা বিশ্বে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস।’
বিদেশি শিল্পীদের অংশগ্রহণ প্রসঙ্গে জাওয়াদ বলেন, ‘তাঁরা গানটিতে কাজ করে খুবই আনন্দিত। ভবিষ্যতেও বাংলা গানের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন তাঁরা।’
বিদেশি শিল্পীদের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয় তাঁদের। আমি লুসিয়ানোর ভিডিও দেখেছি ইউটিউবে। খুব ছোট থেকেই তিনি অসাধারণ গিটার বাজান। আর ম্যাথিউ এবং এলেক্স দুজনই আমার ফ্রেন্ডলিস্টে ছিলেন। সেই সুবাদে আমি যখন তাঁদের প্রস্তাব দিই, তাঁরা সানন্দে রাজি হয়েছেন।
আগে থেকেই গানের লিরিকস আর টিউন করে রেখেছিল সদ্য। কিন্তু আমরা পারফেক্ট ফিমেল ভয়েস খুঁজে পাচ্ছিলাম না। তখন সদ্য তার ছোট বোন হৃদ্যকে আমাদের সঙ্গে নিয়ে নেয়। তারপর মোহাম্মদ সালাউদ্দিন মিউজিক করা শুরু করে দেয় এবং সেখান থেকেই ধাপে ধাপে আমাদের প্রজেক্টটি এগিয়ে যায় এবং অবশেষে একটি পরিপূর্ণ গানে রূপান্তরিত হয়।
১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ভ্রষ্টাচার’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন মিঠুন ও রজনীকান্ত। সর্বশেষ ১৯৯৫ সালে মিঠুন চক্রবর্তীর ‘ভাগ্যবিধাতা’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত।
২ ঘণ্টা আগেটানা দুই সিজনের সাফল্যের পর গত বছর শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। ওই বছরের পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয় নতুন সিজনের প্রথম গান ‘তাঁতি’। তখন জানানো হয়েছিল নতুন সিজনে থাকবে ১১টি গান।
১০ ঘণ্টা আগে‘তাণ্ডব’-এর পর গত মাসে নতুন সিনেমায় যুক্ত হয়েছেন শাকিব খান। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর ঈদুল ফিতরে। এর মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল, আরেক নতুন নির্মাতা সাকিব ফাহাদের সিনেমায় অভিনয় করবেন শাকিব
১০ ঘণ্টা আগেদীর্ঘদিনের মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে শুটিংয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমার মাধ্যমেই শুটিংয়ে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু পরিচালকের সঙ্গে মতানৈক্যের কারণে ভেস্তে গিয়েছে সেই পরিকল্পনা।
১০ ঘণ্টা আগে