কলকাতার জনপ্রিয় শিল্পী সোমলতা আচার্য চৌধুরী। ফের বাংলাদেশি ছবিতে গাইলেন তিনি। নির্মাতা জুলফিকার জাহেদি পরিচালিত ‘কাগজ’ নামের ছবিতে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে ‘জীবনের প্রতিটা সময়, তোমাকে নিয়েই সব ভাবনা ছিল’ এমন কথামালার গানে কণ্ঠ দিয়েছেন সোমলতা। জুলফিকার জাহেদির কথায় গানটির সুর করেছেন অভিজিৎ সরকার, সংগীতায়োজন করেছেন অভিষেক ব্যানার্জি।
এবারই প্রথম নয়, এর আগেও বাংলাদেশের গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। এ প্রসঙ্গে সোমলতা বলেন, ‘কাগজ’ ছবির গানের কথাগুলো শ্রুতিমধুর। জাহেদি ভাই বেশ যত্ন নিয়ে গানটি লিখেছেন। এই ছবিতে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এর আগেও বাংলাদেশের ছবিতে গান করেছি। আশা করছি, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
জুলফিকার জাহেদি বলেন, ‘দীর্ঘদিন ধরেই সোমলতার সঙ্গে পরিচয়। তার গায়কি দারুণ। গানটি লেখার সময় সোমলতার কথা ভেবেই গানটি লিখেছি। আশা করছি, ছবিটি মুক্তি পেলে সবাই গানটি পছন্দ করবে।’
‘বোঝে না সে বোঝে না’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘এলার চার অধ্যায়’, ‘বেলা শেষে’সহ অনেক ছবিতে কণ্ঠ দিয়েছেন তিনি। বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ ও ‘উনপঞ্চাশ বাতাস’ ছবিতেও শোনা গিয়েছিল তাঁর কণ্ঠ। মুক্তি প্রতিক্ষীত সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’ ছবিতে গেয়েছেন সোমলতা। পৈতৃক সূত্রে সোমলতা বাংলাদেশের মেয়ে। আদি বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।
‘কাগজ’ ছবিতে জুটি হয়ে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, মায়মুনা মম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে টার্গেট করে তৈরি হয়েছে ‘কাগজ’।
কলকাতার জনপ্রিয় শিল্পী সোমলতা আচার্য চৌধুরী। ফের বাংলাদেশি ছবিতে গাইলেন তিনি। নির্মাতা জুলফিকার জাহেদি পরিচালিত ‘কাগজ’ নামের ছবিতে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে ‘জীবনের প্রতিটা সময়, তোমাকে নিয়েই সব ভাবনা ছিল’ এমন কথামালার গানে কণ্ঠ দিয়েছেন সোমলতা। জুলফিকার জাহেদির কথায় গানটির সুর করেছেন অভিজিৎ সরকার, সংগীতায়োজন করেছেন অভিষেক ব্যানার্জি।
এবারই প্রথম নয়, এর আগেও বাংলাদেশের গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। এ প্রসঙ্গে সোমলতা বলেন, ‘কাগজ’ ছবির গানের কথাগুলো শ্রুতিমধুর। জাহেদি ভাই বেশ যত্ন নিয়ে গানটি লিখেছেন। এই ছবিতে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এর আগেও বাংলাদেশের ছবিতে গান করেছি। আশা করছি, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
জুলফিকার জাহেদি বলেন, ‘দীর্ঘদিন ধরেই সোমলতার সঙ্গে পরিচয়। তার গায়কি দারুণ। গানটি লেখার সময় সোমলতার কথা ভেবেই গানটি লিখেছি। আশা করছি, ছবিটি মুক্তি পেলে সবাই গানটি পছন্দ করবে।’
‘বোঝে না সে বোঝে না’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘এলার চার অধ্যায়’, ‘বেলা শেষে’সহ অনেক ছবিতে কণ্ঠ দিয়েছেন তিনি। বাংলাদেশের ‘ঢাকা অ্যাটাক’ ও ‘উনপঞ্চাশ বাতাস’ ছবিতেও শোনা গিয়েছিল তাঁর কণ্ঠ। মুক্তি প্রতিক্ষীত সাইফুল ইসলাম মান্নুর ‘পায়ের ছাপ’ ছবিতে গেয়েছেন সোমলতা। পৈতৃক সূত্রে সোমলতা বাংলাদেশের মেয়ে। আদি বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।
‘কাগজ’ ছবিতে জুটি হয়ে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন। আরও আছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, মায়মুনা মম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে টার্গেট করে তৈরি হয়েছে ‘কাগজ’।
বছর দু্য়েক আগে প্রোডাকশন বয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে বিতর্কিত হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। এবার এই অভিনেতার বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে শামীম হাসান নিজের সম্পর্কে...
১৫ ঘণ্টা আগে‘দ্য গোল্ড রাশ’কে বলা হয় চার্লি চ্যাপলিনের শিল্পীজীবনের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি। চার্লি চ্যাপলিন নিজেও বলেছিলেন, এ সিনেমার জন্য তিনি মানুষের হৃদয়ে থেকে যেতে চান। দ্য গোল্ড রাশের কেন্দ্রে রয়েছে সোনার সন্ধানে বেরিয়ে পড়া এক ভবঘুরে। সাধারণ মানুষের জীবনের সীমাহীন লাঞ্ছনা ও ব্যর্থতাকে খুদে ভবঘুরের...
১৫ ঘণ্টা আগেআজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। দিনটি ঘিরে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া মঞ্চে থাকছে নাট্য প্রদর্শনী, প্রকাশিত হয়েছে নতুন গান। নির্বাচিত এসব আয়োজনের খবর থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগে২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা
২ দিন আগে