বিনোদন প্রতিবেদক
শুরুটা ‘সখি ভালোবাসা কারে কয়’ দিয়ে। এরপর ‘তুমি ছাড়া’,‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘জানে জিগার’, ‘মনের দুঃখ’, ‘প্রেমরোগ’, ‘কতে যে ভালোবাসি’, ‘বাঁচব বলো কীভাবে’, ‘ডানাকাটা পরী’সহ একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। গান গাওয়ার পাশাপাশি সুর করে কুড়িয়েছেন সংগীতবোদ্ধাদের প্রশংসা। বর্তমানে নতুন নতুন গানে কণ্ঠ দেওয়া, সুর করা আর প্লেব্যাক নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। নিয়মিতই ভক্তরা গান পাচ্ছে তাঁর কণ্ঠে। এরই ধরাবাহিকতায় এবার আরও এক নতুন গানের ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘ছলনা’। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
প্রসেনজিত মন্ডলের কথায় গানটির সুর করেছেন মিলন নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন এম এম পি রনি। গানের কথার সঙ্গে মিল রেখে ব্যতিক্রমী এক গল্প আর মনমুগ্ধকর লোকেশন চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে অভিনয় করেছেন কাজী আসিফ ও মাখনুন সুলতানা মাহিমা। আছে মিলনের উপস্থিতিও।
গানটি প্রসঙ্গে মিলন বললেন, ``‘ছলনা’ একটি স্যাড রোমান্টিক ঘরানার গান। প্রেমিক হৃদয়ের কষ্ট, আকুতি ফুটে উঠেছে এই গানে। আমি আশা করছি গানটি শ্রোতাদের হৃদয়ে দাগ কেটে যাবে। সেই সঙ্গে গানটির ভিডিও সবার ভালো লাগবে।''
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ১৮ নভেম্বর, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে একাধিক আন্তর্জাতিক অ্যাপে।
শুরুটা ‘সখি ভালোবাসা কারে কয়’ দিয়ে। এরপর ‘তুমি ছাড়া’,‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘জানে জিগার’, ‘মনের দুঃখ’, ‘প্রেমরোগ’, ‘কতে যে ভালোবাসি’, ‘বাঁচব বলো কীভাবে’, ‘ডানাকাটা পরী’সহ একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। গান গাওয়ার পাশাপাশি সুর করে কুড়িয়েছেন সংগীতবোদ্ধাদের প্রশংসা। বর্তমানে নতুন নতুন গানে কণ্ঠ দেওয়া, সুর করা আর প্লেব্যাক নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। নিয়মিতই ভক্তরা গান পাচ্ছে তাঁর কণ্ঠে। এরই ধরাবাহিকতায় এবার আরও এক নতুন গানের ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘ছলনা’। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
প্রসেনজিত মন্ডলের কথায় গানটির সুর করেছেন মিলন নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন এম এম পি রনি। গানের কথার সঙ্গে মিল রেখে ব্যতিক্রমী এক গল্প আর মনমুগ্ধকর লোকেশন চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে অভিনয় করেছেন কাজী আসিফ ও মাখনুন সুলতানা মাহিমা। আছে মিলনের উপস্থিতিও।
গানটি প্রসঙ্গে মিলন বললেন, ``‘ছলনা’ একটি স্যাড রোমান্টিক ঘরানার গান। প্রেমিক হৃদয়ের কষ্ট, আকুতি ফুটে উঠেছে এই গানে। আমি আশা করছি গানটি শ্রোতাদের হৃদয়ে দাগ কেটে যাবে। সেই সঙ্গে গানটির ভিডিও সবার ভালো লাগবে।''
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ১৮ নভেম্বর, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে একাধিক আন্তর্জাতিক অ্যাপে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১৩ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৬ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৮ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২১ ঘণ্টা আগে