ব্যান্ডতারকা জন কবির গত বছর থেকে ইউটিউবে শুরু করেছেন বিশেষ শো ‘আই স্টার্টেট আ পডকাস্ট’। এ শোয়ে তাঁর মুখোমুখি হয়েছিলেন বিভিন্ন অঙ্গনের আলোচিত ব্যক্তিরা। ছিলেন মডেল নোবেল, নুসরাত ফারিয়া, নুহাশ হুমায়ুনসহ অনেকেই।
‘ইন্দালো’ ব্যান্ডের ভোকাল জন কবির জানিয়েছেন, তিনি ‘আই স্টার্টেট আ পডকাস্ট’-এর দ্বিতীয় সিজন শুরু করতে যাচ্ছেন। দ্বিতীয় মৌসুমের শুরুতেই এ শোয়ে দেখা যাবে অভিনেত্রী আফসানা মিমিকে। ফেসবুকে মিমির সঙ্গে নিজের ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন জন।
কয়েক বছর পর আবারো ধারাবাহিক নাটক পরিচালনা করছেন আফসানা মিমি। বিটিভিতে প্রচার হচ্ছে তাঁর পরিচালনায় ‘সায়ংকাল’। কথাশিল্পী শওকত আলীর উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল ও আফসানা মিমি।
অন্যদিকে জন কবির মাঝে কয়েকবছর অভিনয়ে ব্যস্ত থাকলেও ইদানীং অভিনয়ে একেবারেই দেখা যাচ্ছে না তাঁকে। বরং পুরোপুরি মন দিয়েছেন গান বানানোয়। এখন তিনি কাজ করছেন নিজের একক অ্যালবাম নিয়ে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে এবারই প্রথম নিজের একক অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন জন। অ্যালবামের নাম হবে ‘অপ্রাসঙ্গিক’। এ অ্যালবামের একটি গান ‘সুখী মানুষের কান্না’ গত জুনে প্রকাশ করেছেন ইউটিউবে।
অভিনয় থেকে দূরে থাকা প্রসঙ্গে জন বলেন, ‘যতক্ষণ ভালো লাগে, যতক্ষণ মায়া থাকে, কাজ করতে কোনো সমস্যা নেই। যখন মায়া ছাপিয়ে বিষয়টিতে অন্য কিছু চলে আসে, তখন মন উঠে যায়। আমার জীবনের একটাই লক্ষ্য, প্রতিনিয়ত নতুন কিছু করা। কোথাও নিজেকে আটকে রাখতে চাই না।’
জন কবির জানিয়েছেন, ‘আই স্টার্টেট আ পডকাস্ট’ এর দ্বিতীয় সিজনে আফসানা মিমি শোনাবেন তাঁর ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে অনেক অজানা গল্প। এখনকার মিডিয়া পরিস্থিতি নিয়েও কথা বলবেন তিনি। খুব শিগগিরই জন কবিরের ইউটিউব চ্যানেলে শুরু হবে ‘আই স্টার্টেট আ পডকাস্ট’ এর দ্বিতীয় সিজনের প্রচার।
ব্যান্ডতারকা জন কবির গত বছর থেকে ইউটিউবে শুরু করেছেন বিশেষ শো ‘আই স্টার্টেট আ পডকাস্ট’। এ শোয়ে তাঁর মুখোমুখি হয়েছিলেন বিভিন্ন অঙ্গনের আলোচিত ব্যক্তিরা। ছিলেন মডেল নোবেল, নুসরাত ফারিয়া, নুহাশ হুমায়ুনসহ অনেকেই।
‘ইন্দালো’ ব্যান্ডের ভোকাল জন কবির জানিয়েছেন, তিনি ‘আই স্টার্টেট আ পডকাস্ট’-এর দ্বিতীয় সিজন শুরু করতে যাচ্ছেন। দ্বিতীয় মৌসুমের শুরুতেই এ শোয়ে দেখা যাবে অভিনেত্রী আফসানা মিমিকে। ফেসবুকে মিমির সঙ্গে নিজের ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন জন।
কয়েক বছর পর আবারো ধারাবাহিক নাটক পরিচালনা করছেন আফসানা মিমি। বিটিভিতে প্রচার হচ্ছে তাঁর পরিচালনায় ‘সায়ংকাল’। কথাশিল্পী শওকত আলীর উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মনসুর রহমান চঞ্চল ও আফসানা মিমি।
অন্যদিকে জন কবির মাঝে কয়েকবছর অভিনয়ে ব্যস্ত থাকলেও ইদানীং অভিনয়ে একেবারেই দেখা যাচ্ছে না তাঁকে। বরং পুরোপুরি মন দিয়েছেন গান বানানোয়। এখন তিনি কাজ করছেন নিজের একক অ্যালবাম নিয়ে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে এবারই প্রথম নিজের একক অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন জন। অ্যালবামের নাম হবে ‘অপ্রাসঙ্গিক’। এ অ্যালবামের একটি গান ‘সুখী মানুষের কান্না’ গত জুনে প্রকাশ করেছেন ইউটিউবে।
অভিনয় থেকে দূরে থাকা প্রসঙ্গে জন বলেন, ‘যতক্ষণ ভালো লাগে, যতক্ষণ মায়া থাকে, কাজ করতে কোনো সমস্যা নেই। যখন মায়া ছাপিয়ে বিষয়টিতে অন্য কিছু চলে আসে, তখন মন উঠে যায়। আমার জীবনের একটাই লক্ষ্য, প্রতিনিয়ত নতুন কিছু করা। কোথাও নিজেকে আটকে রাখতে চাই না।’
জন কবির জানিয়েছেন, ‘আই স্টার্টেট আ পডকাস্ট’ এর দ্বিতীয় সিজনে আফসানা মিমি শোনাবেন তাঁর ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে অনেক অজানা গল্প। এখনকার মিডিয়া পরিস্থিতি নিয়েও কথা বলবেন তিনি। খুব শিগগিরই জন কবিরের ইউটিউব চ্যানেলে শুরু হবে ‘আই স্টার্টেট আ পডকাস্ট’ এর দ্বিতীয় সিজনের প্রচার।
টালিউড বক্স অফিসে ঝড় তোলা ‘ধূমকেতু’ বাংলাদেশে মুক্তির ইচ্ছার কথা জানিয়েছেন সিনেমার প্রযোজক রানা সরকার। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বরাবর অনুরোধও জানিয়েছেন।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মর্যাদাপূর্ণ শিল্প সম্মাননা ‘কেনেডি সেন্টার অনার্স’ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কেনেডি সেন্টার ২০২৫ সম্মাননাপ্রাপ্তদের তালিকায় তাঁর নাম প্রস্তাব করলেও, সময়সূচির জটিলতার কারণে...
২ ঘণ্টা আগে‘মার্শাল কিং’ নামের নতুন সিনেমার শুটিং শুরু করেছেন চলচ্চিত্র অভিনেতা রুবেল। শুটিং সেটে তোলা বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন সিনেমার খবর জানিয়েছেন পরিচালক মিজানুর রহমান শামীম।
৩ ঘণ্টা আগেসম্প্রতি অভিনয় ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করেছেন অভিষেক বচ্চন। বাবা অমিতাভ বচ্চনের অভিনয় প্রতিভার সঙ্গে অভিষেকের তুলনা চলেছে বছরের পর বছর ধরে। সেসব সমালোচনা হাসিমুখে মেনে নিয়ে নিজের অভিনয়ে আরও ভালো করার চেষ্টা করে গেছেন অভিষেক।
৩ ঘণ্টা আগে