Ajker Patrika

কেকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, প্রকাশ্যে শেষ গান

কেকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, প্রকাশ্যে শেষ গান

ভারতীয় গায়ক কৃষ্ণ কুমার কুন্নাথের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি। কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন কেকে। নজরুল মঞ্চে চলছিল তাঁর কনসার্ট। গাইতে গাইতে অসুস্থ বোধ করছিলেন। পরে হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

কেকের মৃত্যুবার্ষিকীতে আজ মুক্তি পেয়েছে অভিনয় দেও পরিচালিত বলিউড সিনেমা ‘সাভি’। অনিল কাপুর, দিব্যা খোসলা ও হর্ষবর্ধন রানে অভিনীত সাভি সিনেমায় থাকছে কেকের গাওয়া শেষ গান। প্রয়াত হওয়ার সাত দিন আগেই গানটি রেকর্ড করেছিলেন কেকে।

‘সাভি’র ট্রেলার মুক্তি পাওয়ার পরই প্রযোজক মুকেশ ভাট জানিয়েছেন, ছবিতে প্রয়াত গায়ক কেকের রেকর্ড করা শেষ গানটি অন্তর্ভুক্ত থাকছে। এই গান রেকর্ড করার পরই চলে যান গায়ক।

কৃষ্ণ কুমার কুন্নাথবলিউডের প্লেব্যাকের আগে সাড়ে তিন হাজার জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন কেকে। ১৯৯৯ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট দলের জন্য ‘জোশ অব ইন্ডিয়া’ গেয়েছেন তিনি। জিৎ গাঙ্গুলি, প্রীতম চক্রবর্তী, রাজেশ রোশন, সন্দেশ শান্দিলিয়া, বিশাল শেখর, ইসমাইল দরবার, নাদিম-শ্রাবণ, সাজিদ-ওয়াজিদ, শান্তনু মৈত্রের মতো জনপ্রিয় ও গুণী সংগীত পরিচালকদের সুরে গেয়েছেন কেকে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও মারাঠি ছবিতেও গেয়েছেন তিনি।

কৃষ্ণ কুমার কুন্নাথ৬ বছরের বলিউড ক্যারিয়ারে কেকে ‘তাড়াপ তাড়াপ’, ‘ইয়াদ আয়েঙ্গে ওহ পাল’, ‘জিন্দেগি দো পাল কি’, ‘কেয়া মুঝে প্যায়ার হ্যায়’, ‘আঁখো মে তেরি’র মতো বহু হিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত