বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী। কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি, রাশেদ, স্বপ্নীল, সাব্বির জামান, প্রিয়াঙ্কা ও রাবেয়া সেতু।
ফোয়াদ নাসের বাবু বলেন, ‘বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে তারুণ্যদীপ্ত একটি গান তৈরি করাই ছিল আমাদের লক্ষ্য। একদল নবীন শিল্পী কণ্ঠ দিয়েছে গানে। প্রত্যেকেই ভালো গায়, ভালো গেয়েছে। ভালো একটি গান হয়েছে। গানটি শুনে ভালো লাগবে সবার।’
কণ্ঠশিল্পী রাশেদ বলেন, ‘ফোয়াদ নাসের বাবু ভাই একজন পরীক্ষিত শিল্পী ও সুরকার। তাঁর সুরে গাইতে পারাটা যেকোনো শিল্পীর জন্য গৌরবের। তার ওপর এটি দেশের গান। সব মিলিয়ে ভালো লেগেছে আমার।’
শিল্পী সাব্বির জামান বলেন, ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে শিরোনামের গানটি বাংলাদেশ টেলিভিশনে ফিলার হিসেবে প্রচারিত হবে। ফোয়াদ নাসের ভাই আমাদের অনুসরণীয় একজন শিল্পী। বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এই গানটিও দারুণ করেছেন। গানের কথা ভালো লেগেছে আমাদের। আমরা যাঁরা গেয়েছি, তাঁরা সবাই বেশ খুশি। আমার বিশ্বাস, শ্রোতাদের ভালো লাগবে গানটি।’
‘বাংলার গায়েন’খ্যাত শিল্পী রাবেয়া সেতু প্রথমবারের মতো গাইলেন ফোয়াদ নাসের বাবুর সুর ও সংগীতে। সেতু বলেন, ‘আমার সৌভাগ্য বাবু স্যারের সুরে গাইতে পেরেছি। এটা আমার জন্য আগামী দিনের পথচলায় বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আরও যাঁদের সঙ্গে গেয়েছি, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা।’
জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে গানটি চলতি সপ্তাহে বিটিভিতে প্রচার করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী। কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি, রাশেদ, স্বপ্নীল, সাব্বির জামান, প্রিয়াঙ্কা ও রাবেয়া সেতু।
ফোয়াদ নাসের বাবু বলেন, ‘বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে তারুণ্যদীপ্ত একটি গান তৈরি করাই ছিল আমাদের লক্ষ্য। একদল নবীন শিল্পী কণ্ঠ দিয়েছে গানে। প্রত্যেকেই ভালো গায়, ভালো গেয়েছে। ভালো একটি গান হয়েছে। গানটি শুনে ভালো লাগবে সবার।’
কণ্ঠশিল্পী রাশেদ বলেন, ‘ফোয়াদ নাসের বাবু ভাই একজন পরীক্ষিত শিল্পী ও সুরকার। তাঁর সুরে গাইতে পারাটা যেকোনো শিল্পীর জন্য গৌরবের। তার ওপর এটি দেশের গান। সব মিলিয়ে ভালো লেগেছে আমার।’
শিল্পী সাব্বির জামান বলেন, ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে শিরোনামের গানটি বাংলাদেশ টেলিভিশনে ফিলার হিসেবে প্রচারিত হবে। ফোয়াদ নাসের ভাই আমাদের অনুসরণীয় একজন শিল্পী। বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এই গানটিও দারুণ করেছেন। গানের কথা ভালো লেগেছে আমাদের। আমরা যাঁরা গেয়েছি, তাঁরা সবাই বেশ খুশি। আমার বিশ্বাস, শ্রোতাদের ভালো লাগবে গানটি।’
‘বাংলার গায়েন’খ্যাত শিল্পী রাবেয়া সেতু প্রথমবারের মতো গাইলেন ফোয়াদ নাসের বাবুর সুর ও সংগীতে। সেতু বলেন, ‘আমার সৌভাগ্য বাবু স্যারের সুরে গাইতে পেরেছি। এটা আমার জন্য আগামী দিনের পথচলায় বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আরও যাঁদের সঙ্গে গেয়েছি, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা।’
জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে গানটি চলতি সপ্তাহে বিটিভিতে প্রচার করা হবে বলে জানা গেছে।
গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের...
৯ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে আজ ২ আগস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে দৃশ্যমাধ্যম সমাজ। ‘দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন ২০২৫: কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামের এই আয়োজনে থাকছে আলোচনা সভা, গান, কবিতা, চলচ্চিত্র, নাটক, আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেদীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
২০ ঘণ্টা আগেমাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে তারকাদের নিয়ে আয়োজিত দুটি নতুন অনুষ্ঠান। একটি ‘বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে’, অন্যটি ‘স্টার নাইট’। স্টার নাইট প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ৯টায়। বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে একযোগে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রতি শনিবার রাত ৯টায়।
২০ ঘণ্টা আগে